১০ থেকে ১১হাজার টাকার মধ্যে দেশের বাজারে তেমন একটা ভালো ফোন নেই বললেই চলে। এই বাজেটে ভালো ফোনের সবচেয়ে বড় যোগানদাতা কিন্তু ওয়ালটন। ওয়ালটন প্রিমো জিএইচ১১ ফোনটি বের হয়েছে এই বছরের শুরুর দিকে, তবে এবার চলে এলো ফোনটির ৪জিবি র্যাম ভ্যারিয়েন্ট যা এই দামে সেরা একটি ফোন হতে পারে।
যারা এই বাজেট রেঞ্জে ভালো একটা ফোন খুঁজছেন তাদের জন্য এটি সেরা একটি চয়েজ হতে পারে, চলুন জেনে নেওয়া যাক এই ফোন সম্পর্কে বিস্তারিত।
ওয়ালটন প্রিমো জিএইচ১১ ফোনটিতে অ্যান্ড্রয়েড ১২ থাকবে, যেখানে আগের ৩জিবি র্যাম ভ্যারিয়েন্টে অ্যান্ড্রয়েড ১২ গো ছিল। ৪জিবি র্যাম এর পাশাপাশি এখানে ৩২জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন।
হেলিও এ২২ প্রসেসর রয়েছে ফোনটিতে যা দাম বিবেচনায় ঠিকঠাক বলা চলে। এই প্রসেসর এই দামের অনেক ফোনেই আমরা দেখেছি, আহামরি শক্তিশালী না হলেও ৪জিবি র্যামের বদৌলতে সাধারণ ব্যবহারকারী কোনো ধরনের সমস্যার পড়বেন না। তবে এই ফোন কোনোমতে গেমিং এর জন্য তৈরী নয়।
ফোনের ফ্রন্টে রয়েছে ৬.৫২ইঞ্চির এইচডি রেজ্যুলেশনের স্ক্রিন। দাম বিবেচনায় ফোনটির ডিজাইন মানানসই বলা চলে, ফোনের ফ্রন্টে নচ রয়েছে। ফোনের ফ্রন্ট নচে ৫মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা রয়েছে। ফোনের ব্যাকে ১৩মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা রয়েছে।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
এছাড়া এই ফোনে ফেস আনলক এর পাশাপাশি ফিজিক্যাল ফিংগারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন। ৪২০০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে ওয়ালটন প্রিমো জিএইচ১১ তে।
ওয়ালটন প্রিমো জিএইচ১১ পাওয়া যাবে নতুন ৪জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। ওয়ালটন প্রিমো জিএইচ১১ এর এই নতুন ভ্যারিয়েন্ট এর দাম ১০,৩৯৯টাকা। বর্তমান বাজার বিবেচনায় ১০০০০ টাকার মধ্যে ফোন খুঁজলে এটা মানানসই বলা চলে।
বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির কারণে বর্তমানে ফোনের দাম অনেক বেড়েছে, এমন অবস্থায় ওয়ালটন প্রিমো জিএইচ১১ ফোনটি বাজেট ক্রেতাদের জন্য স্বস্তির নিঃশ্বাস বলা চলে।
👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।