যেসব স্যামসাং ফোন নতুন ওয়ান UI 5 আপডেট পাবে

এই মাত্র কয়েকদিন আগে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫ ঘোষণা করেছে স্যামসাং। ইতিমধ্যে স্যামসাং স্মার্টফোন ব্যবহারকারীগণ মরিয়া হয়ে উঠেছেন জানতে যে তাদের ফোন One UI 5 এর আপডেট পাবে কিনা। এই পোস্টে জানতে পারবেন যেসব ফোন ওয়ান ইউআই ৫ আপডেট পাবে সেসব ফোনের তালিকা।

ওয়ান ইউ ৫ সাপোর্টেড ফোনের তালিকা

এস সিরিজ (ফ্ল্যাগশিপ)

স্যামসাং গ্যালাক্সি এস ও নোট সিরিজের যেসব ফোন ওয়ান ইউ ৫ এর আপডেট পাবে সেসব ফোন হলোঃ

  • স্যামসাং গ্যালাক্সি এস২২ ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এস২২+ ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এস২১ ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এস২১+ ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এস২০ এলটিই/৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এস২০+ এলটিই / ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এস২০ আলট্রা ৫জি 
  • স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই এলটিই / ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এস১০ লাইট
  • স্যামসাং গ্যালাক্সি নোট ২০ এলটিই / ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি নোট ২০ এলটিই / ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি নোট ১০ লাইট

আপনার ফোনের মডেল উপরের তালিকায় না থাকলে এখনই হতাশ হওয়ার কিছু নেই। আরও অনেকগুলো ফোন আপডেট পাবে।

জি সিরিজ (ফোল্ডেবল)

যেসব স্যামসাং ফোল্ডেবল ফোন ওয়ান ইউআই ৫ এর আপডেট পাবে সেগুলো হলোঃ

  • স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৪ ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৪ ৫জি 
  • স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩ ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ২ ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ এলটিই / ৫জি

এ সিরিজ

স্যামসাং এ সিরিজের যেসব ফোন ওয়ান ইউআই ৫ আপডেট পাবে সেগুলো হলোঃ

  • স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এ২৩
  • স্যামসাং গ্যালাক্সি এ১৩
  • স্যামসাং গ্যালাক্সি এ৭২
  • স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এ৫২ এলটিই /৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এ৭১ এলটিই/৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এ৫১ এলটিই/৫জি
  • স্যামসাং গ্যালাক্সি কোয়ান্টাম ২
  • স্যামসাং গ্যালাক্সি এ৪২ ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এ০৩এস
  • স্যামসাং গ্যালাক্সি এ৩২
  • স্যামসাং গ্যালাক্সি এ৩২ ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এ২২
  • স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এ০৩
যেসব স্যামসাং ফোন নতুন ওয়ান UI 5 আপডেট পাবে

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

এম সিরিজ

স্যামসাং এম সিরিজের যেসব ফোন ওয়ান ইউআই ৫ আপডেট পাবে সেগুলো হলোঃ

  • স্যামসাং গ্যালাক্সি এম৪২ ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এম১২
  • স্যামসাং গ্যালাক্সি এম৬২
  • স্যামসাং গ্যালাক্সি এম২২
  • স্যামসাং গ্যালাক্সি এম৩২
  • স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এম৩৩
  • স্যামসাং গ্যালাক্সি এম২৩

এফ সিরিজ

স্যামসাং এফ সিরিজের যেসব ফোন ওয়ান ইউআই ৫ আপডেট পাবে সেগুলো হলোঃ

  • স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি এফ৬২
  • স্যামসাং গ্যালাক্সি এফ১২
  • স্যামসাং গ্যালাক্সি এফ২২
  • স্যামসাং গ্যালাক্সি এফ২৩

👉 স্যামসাং ওয়ান ইউআই ৫ এর নতুন সুবিধা ফাঁস হলো

গ্যালাক্সি ট্যাব

যেসব স্যামসাং গ্যালাক্সি ট্যাব ওয়ান ইউআই ৫ আপডেট পাবে, সেগুলো হলোঃ

  • স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ এলটিই/৫জি/ওয়াই-ফাই
  • স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭+ এলটিই/৫জি/ওয়াই-ফাই
  • স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ এফই এলটিই/৫জি/ওয়াই-ফাই
  • স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৬ লাইট
  • স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ আলট্রা
  • স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৬ ৫জি
  • স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট
  • স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৮ ১০.৫ (২০২১)

স্যামসাং প্রদত্ত তথ্যমতে শুধুমাত্র উল্লেখিত ডিভাইসগুলো ওয়ান ইউআই ৫ এর আপডেট পাবে। এক ডিভাইসের পর অন্য ডিভাইসে সময়ের সাথে আপডেট পৌঁছে যাবে। আপনার স্যামসাং ডিভাইস যদি তালিকায় থাকে তবে অবশ্যই আপডেট পেয়ে যাবেন। তবে এখানে সম্প্রতি মুক্তি পাওয়া, বিশেষ করে ফোল্ডেবল ও ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে আগে আপডেট পৌঁছে যাবে। 👉 স্যামসাং মোবাইলের দাম জানুন।

অবাক হলেও সত্যি যে স্যামসাং এর তরফ থেকে অফিসিয়ালি আর কোনো আপডেট পাবেনা স্যামসাং নোট ১০ ও এস১০ মডেল। উক্ত মডেল দুইটির ফোনগুলোর নাম তালিকায় নেই।  তবে তালিকায় রয়েছে স্যামসাং গ্যালাক্সি নোট ১০ লাইট, যার মানে এটি ওয়ান ইউ ৫ আপডেট পাবে। পূর্বের ফোনগুলোতে স্যামসাং তিন বছর পর্যন্ত আপডেটের প্রতিশ্রুতি দিয়েছিলো, যেখানে নতুন ফোনগুলোর ক্ষেত্রে এই সময় চার বছর করা হয়েছে।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *