গ্রামীণফোন ফ্রি ফেসবুক ও ফ্রি ইন্টারনেট সম্পর্কে যা জানা দরকার

ফেসবুক এর প্যারেন্ট কোম্পানি, মেটা’র সাথে পার্টনারশিপে ফ্রি “টেক্সট-অনলি ফেসবুক” ও “ডিসকভার” ফিচার চালু করেছে গ্রামীণফোন। মোবাইলের ইন্টারনেট প্যাক শেষ হলেও প্রিয়জনদের সাথে যোগাযোগ অব্যহত থাকবে এই নতুন সুবিধার কল্যাণে। নতুন এই সংযুক্তির ফলে কানেকটিভিটি, সহজলভ্যতা ও দেশের ডিজিটাল প্রযুক্তির প্রতি মানুষের ইচ্ছা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার প্রসারে কাজ করবে গ্রামীণফোন। [আপডেট ২০২৩ – উক্ত ফ্রি ফেসবুক সেবা দেশের অধিকাংশ অপারেটর চালু করেছে। তবে জেনে রাখা ভাল যে, সেবাটিতে যেকোনো সময় পরিবর্তন আসতে পারে। আপনি আপনার অপারেটরের সাথে কথা বলে নিশ্চিত হতে পারবেন কোনো এক নির্দিষ্ট সময়ে বিনামূল্যে ফেসবুক সেবা চালু আছে কিনা।]

আপাতত গ্রামীণফোনের পক্ষ থেকে এই ফ্রি ফেসবুক সেবাটি লঞ্চ করার কথা আমরা জানতে পেরেছি। অন্য অপারেটরগুলোর কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে আজ বিকাল ৫টা পর্যন্ত কেউই ফ্রি ফেসবুক সম্পর্কিত কোনো সেবা চালুর কথা নিশ্চিত করতে পারেনি। এসব অপারেটরের কাছ থেকে এ ধরণের ঘোষণা জানতে পারলে আমরা এই পোস্ট আপডেট করে দিবো আশা রাখছি।

নতুন এই সেবার আওতায় ফ্রি ফেসবুক, ফ্রি মেসেঞ্জার, এবং ফ্রি ডিসকভার ব্যবহার করা যাবে। ডিসকভার মূলত ফেসবুকেরই আরেকটি সেবা যার মাধ্যমে ইন্টারনেটের বেশ কিছু সুবিধা বিনামূল্যে গ্রহণ করা যাবে। 

ডিসকভার ফিচারটি ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড অ্যাপ বা ওয়েবসাইট এর মাধ্যমে। এই ফেসবুক ডিসকভার অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে গ্রামীণফোন গ্রাহকগণ বিনামূল্যে ১৫এমবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ফ্রি ডাটা ব্যবহারের সময় ডিসকভার অ্যাপে শুধুমাত্র টেক্সট ও আইকন দেখা যাবে, যার ফলে ১৫এমবি ডাটা দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে।

এছাড়াও এসব প্রোডাক্টের মাধ্যমে গ্রামীনফোন গ্রাহকগণ প্রয়োজনীয় রিসোর্স, যেমনঃ শিক্ষামূলক সাইট, শিক্ষা বিষয়ক তথ্য, চাকরির খবর, ইত্যাদি সুবিধা উপভোগ করতে পারবেন।

গ্রামীণফোনের ফ্রি টেক্সট অনলি ফেসবুক কি?

দেশের সকল স্তরের মানুষের কাছে ডিজিটাল সুবিধা পোঁছে দিতে অনেক আগে থেকে বদ্ধপরিকর গ্রামীণফোন। মেটা’র সাথে যৌথ উদ্যোগে চালু করা এই “টেক্সট অনলি ফেসবুক” সেবাটির মাধ্যমে দেশে থাকা বিশাল একটি সংখ্যার ফেসবুক ইউজার উপকৃত হবে।

এখন থেকে বিনামূল্যে অর্থাৎ কোনো ডাটা ব্যালেন্স ছাড়া ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন সকল গ্রামীণফোন ব্যবহারকারীগণ। এই ফ্রি ফেসবুক ও মেসেঞ্জারের ক্ষেত্রে কোনো ধরনের ছবি বা ভিডিও দেখা যাবেনা, বরং শুধুমাত্র টেক্সট অর্থাৎ লেখা দেখা যাবে।

সিমে থাকা ডাটা ও পে অ্যাজ ইউ গো কোটা শেষ হওয়ার পর ব্যবহার করা যাবে এই ফ্রি ফেসবুক সুবিধা। ফ্রি টেক্সট অনলি ফেসবুক ব্যবহারের এই ফিচারটির নাম হবে ফেসবুক অটোফ্লেক্স (Facebook AutoFlex)। অন্যদিকে ফেসবুক ডিসকভার অ্যাপের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ব্যবহার করা যাবে ছবি বা ভিডিও ছাড়া। 

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

ফ্রি টেক্সট অনলি ফেসবুক অটোফ্লেক্স কিভাবে ব্যবহার করবো?

চলুন জেনে নেওয়া যাক ফ্রি ফেসবুক অটোফ্লেক্স এর সকল ফিচার ও ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত।

  • ফেসবুক অটোফ্লেক্স একটি ফ্রি সার্ভিস, যা ব্যবহার করে গ্রামীণফোন গ্রাহকগণ বিনামূল্যে টেক্সট-অনলি ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন অ্যাপ বা ওয়েব ব্রাউজার থেকে
  • ফেসবুক অটোফ্লেক্স এর মাধ্যমে টেক্সট, ইমোজি, স্টিকার, কমেন্ট, লাইক, প্রোফাইল পিকচার আপলোড এর মত ফিচার ব্যবহার করা যাবে
  • ফেসবুক লাইট, ফেসবুক মোবাইল অ্যাপ ও ওয়েব ব্রাউজারে ব্যবহার করা যাবে এই ফ্রি ফেসবুক ফিচার। তবে আইওএস চালিত ডিভাইস, উইন্ডোজ ফোন, ব্ল্যাকবেরি ডিভাইসের ফেসবুক অ্যাপে এই ফিচারটি সাপোর্ট করবে না
  • ফেসবুক অটোফ্লেক্স প্রথমবার ব্যবহার না করা পর্যন্ত মেসেঞ্জার বিনামূল্যে ব্যবহার করা যাবেনা
  • গ্রামীনফোন গ্রাহকদের ডাটা ব্যালেন্স শূন্য হলে তবেই ব্যবহার করা যাবে ডিসকভার অ্যাপের সেবাসমুহ। এছাড়াও https://0.discoverapp.com/ লিংকে প্রবেশের মাধ্যমেও ফ্রি ডিসকভার ব্যবহার করা যাবে
  • ডিসকভার ব্যবহার করে ছবি ও ভিডিও ছাড়া ইন্টারনেট ব্যবহার করা যাবে
  • প্রতিদিন ১৫এমবি ফ্রি টেক্সট অনলি ডাটা ব্যবহার করা যাবে। আবার মাসিক সর্বোচ্চ ১৫০এমবি ডাটা ব্যবহার করা যাবে ডিসকভার অ্যাপে। এই লিমিট অতিক্রম করার পর গ্রামীণফোন গ্রাহকদের ইন্টারনেট প্যাক কিনতে হবে

👉 ফেসবুক থেকে আয় করার উপায়

ফ্রি ফেসবুক ব্যবহারের জন্য কি মোবাইলে টাকা থাকতে হবে?

না। এই Free Facebook অফারটি ব্যবহার করার জন্য আপনার গ্রামীণফোন মোবাইলের ব্যালেন্স থাকা দরকার নেই। ব্যালেন্স যাই থাকুক না কেন আপনার মোবাইলের কেনা ডাটা শেষ হওয়ার পর শর্তানুযায়ী আপনি ফ্রি ফেসবুক ও ডিসকভার চালাতে পারবেন। বিস্তারিত পোস্টে দেখুন।

ডিসকভার অ্যাপ কি? এটা দিয়ে কি করে?

ডিসকভার অ্যাপ হচ্ছে ফেসবুক বা মেটা’র একটি অনলাইন সেবা। এর মাধ্যমে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট বা ইন্টারনেট সেবা কোনো ডাটা না কিনেই বিনামূল্যে গ্রহণ করতে পারেন মোবাইল ফোন গ্রাহকরা। মোবাইল অপারেটরদের সাথে চুক্তির ভিত্তিতে এই ডিসকভার সেবা প্রদান করা হয়। এটা অ্যাপ অথবা ওয়েবসাইট ভিজিট করে উপভোগ করা যায়।

গ্রামীণফোন ফ্রি ইন্টারনেট ফিচারসমূহ

চলুন জেনে নেওয়া যাক কেমন হবে গ্রামীণফোনের এই নতুন টেক্সট-অনলি ফ্রি ফেসবুক, ফ্রি মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ এর ফিচার।

ফ্রি টেক্সট অনলি ফেসবুক

ফ্রি ফেসবুক

গ্রামীণফোন মোবাইলের ডাটা ব্যালেন্স শেষ হওয়ার পর পে এজ ইউ গো সার্ভিস এর লিমিট হিসেবে ৬.০৮৭৫ টাকায় (সকল চার্জ সহ) সর্বোচ্চ ৫ এমবি পর্যন্ত চার্জ করার পর মোবাইল অ্যাপ (ফেইসবুক ডিফল্ট অ্যাপ এবং ফেইসবুক লাইট অ্যাপ) বা ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিনামূল্যে ফেইসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। এছাড়া জানিয়ে রাখছি ফ্রি ফেইসবুক এবং মেসেঞ্জারে শুধুমাত্র টেক্সট এবং ইমোজি ব্যবহার করতে পারবেন (ছবি এবং ভিডিও দেখা যাবে না)।

ফ্রি ফেসবুক এর ক্ষেত্রে শুধুমাত্র লেখা অর্থাৎ টেক্সট দেখা যাবে। কোনো ধরণের ছবি বা ভিডিও দেখা যাবেনা ফ্রি ফেসবুকে। তবে সকল ফেসবুক পোস্ট দেখা যাবে ছবি বা ভিডিও ছাড়াই। এছাড়া সকল পোস্টে কমেন্ট করা যাবে। আবার প্রোফাইল পিকচার বিনামূল্যে আপলোড এর সুবিধাও থাকছে। 

ফেসবুক পোস্টে বিনামূল্যে লাইক বা রিয়েক্ট সুবিধা তো থাকছেই। এছাড়া যেকোনো পোস্টে টেক্সট কমেন্ট করা যাবে।

👉 ফেসবুক মেটাভার্স এর নতুন ফিচারগুলো জেনে নিন

ফ্রি মেসেঞ্জার

ফ্রি মেসেঞ্জার ব্যবহার করতে আগে ফ্রি ফেসবুক ফিচারটি চালু করতে হবে। ফ্রি মেসেঞ্জারের ক্ষেত্রে টেক্সট দেখা যাবে ও পাঠানো যাবে। এছাড়া টেক্সট এর পাশাপাশি স্টিকার ও ইমোজি বিনামূল্যে পাঠানো যাবে। পাঠানো বা দেখা যাবেনা কোনো ভিডিও বা ছবি।

ফ্রি ডিসকভার অ্যাপ

ডিসকভার অ্যাপ মূলত একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বিনামূল্যে ব্যবহারের সুযোগ করে দেয়। ডাটা না থাকলে 0.discoverapp.com সাইটে প্রবেশ করে কিংবা ডিসকভার অ্যাপের মাধ্যমে এই সুবিধা উপভোগ করা যাবে। দৈনিক ১৫ মেগাবাইট ও মাসিক সর্বোচ্চ ১৫০এমবি ডাটা বিনামূল্যে ব্যবহার করা যাবে ডিসকভার এর মাধ্যমে। এই লিমিট শেষ হয়ে গেলে ডাটা কিনতে হবে গ্রাহকদের। এখানে জানিয়ে রাখছি, ফেসবুক ডিসকভার অ্যাপটি ২০২০ সালে প্রথম প্রকাশিত হয়

👉 ফেসবুক ডিসকভার দিয়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন

বাংলাদেশে বিগত সময়ে ফ্রি ফেসবুক ও কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ফ্রিতে ভিজিট করার সার্ভিস চালু করেছিলো ফেসবুক ও মোবাইল অপারেটরগুলো। সে সময় প্রায় সকল অপারেটরে এই ফিচারটি ব্যবহার করা যেতো। এবারও সকল অপারেটরে শীঘ্রই এই ফিচারটি আসতে পারে। তবে আপাতত গ্রামীনফোন গ্রাহকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। আশা করি অন্যান্য অপারেটরেও সুবিধাটি চালু করা হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

10 comments

  1. Tamzid Reply

    Free Facebook messngar all so good
    But free messngar photo Facebook video
    Dekha are jonno dile besi vlo hoito 🥰

  2. Dr Mizanur Rahman Reply

    Very good and Digitalized system
    Gthaood communication for the future
    Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *