ব্যবহারকারীদের ভয়েস সার্চ রেকর্ড করার অপশন আছে গুগলে – ডিলিট করার উপায় দেখুন

google voice search img

আপনি কি জানেন গুগল আপনার ভয়েস সার্চগুলো রেকর্ড করে রাখে? আর এ কাজটি প্রাসঙ্গিক বিজ্ঞাপন এবং উন্নত গ্রাহক সেবা প্রদান করার উদ্দেশ্যেই করা হয়ে থাকে বলে দাবি করে গুগল।

গুগলে আপনি যা সার্চ করেন তা যেমন পরবর্তীতে দেখার জন্য গুগল সংরক্ষণ করে রাখে এবং এই সার্চ হিস্ট্রি ডিলিটও করা যায় ঠিক তেমনি আপনি গুগলের ভয়েস সার্চ বা ওকে গুগল নামক ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে আপানার করা সার্চ গুলো পরবর্তীতে আবার শুনতে পারবেন এবং তা ডিলিট করতে পারবেন।

ভয়েস সার্চগুলো শোনা এবং ডিলিট করার জন্য আপনাকে এই লিঙ্কে https://history.google.com/history/audio গিয়ে ভয়েস সার্চ আইটেমের পাশে টিক দিয়ে ডিলিট বাটন চাপতে হবে। এছাড়া সেখান থেকে রেকর্ড করা প্রতিটি ভয়েস সার্চ/কমান্ড আইটেম আপনি প্লে করে শুনতে পারবেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,550 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *