প্রযুক্তির ক্ষেত্রে বাহ্যিক রূপই সব কিছু নয়। অডিওর মত গুরুত্বপূর্ণ জিনিসের বেলায়ই ধরা যাক। আর এ জন্যই মাইক্রোসফট তাদের সদরদপ্তর রেডমন্ড, ওয়াশিংটনে একটি আন্তর্জাতিক মানের অডিও ল্যাব তৈরি করেছে।
পারসোনাল অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার করটানার মত আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস ভাল মানের অডিওর উপর নির্ভরশীল। লি শ্যালে মুনরো, মাইক্রোসফট সার্ফেস ডিভাইসের সিনিয়র প্রকৌশলী বলেন এসব সিস্টেম কাজ করার জন্য মাইক্রোফোন থেকে শুরু করে স্পিকার পর্যন্ত ভাল মানের যন্ত্রপাতি দরকার। আর এজন্যই তারা পৃথিবীর সবচেয়ে শান্ত বা নীরব জায়গা তৈরি করেছে। এরই মধ্যে গিনেজ বুকেও বিশ্বরেকর্ডের স্থান দখল করে নিয়েছে এই চেম্বারটি।
এখানে পৃথিবীর বুকে নিরবতম স্থানের বেশ কিছু ছবি দেয়া হলঃ
মাইক্রোসফট অডিও ল্যাবের ‘অ্যানইকোয়িক চেম্বার’ যার মানে হচ্ছে সম্পূর্ণ প্রতিধ্বনি মুক্ত যা সকল প্রকার শব্দ শোষণ করে নেয়।
আপনি এখানে যে বড় বড় ওয়েজ গুলো দেখছেন সেগুলো শব্দ শোষণকারী উপাদান দিয়ে তৈরি।
এটা হল ১৩৬ ডেসিবল(এ) মাত্রার শব্দের গ্রাফ যা জেট বিমানে হয়।
এটা হল ০ ডিবিএ মাত্রার শব্দ যা মানুষের শোনার মত সব থেকে নিম্ন মাত্রা।
আর এটা হল -২৩ ডিবিএ যা শূন্যস্থানে বায়ুকণার চলাচল থেকে সৃষ্ট।
এটা হচ্ছে মাইক্রোসফট অডিও ল্যাব তৈরির আগ পর্যন্ত পৃথিবীর সবথেকে নীরব স্থান, অরফিল্ড ল্যবেরটরি, মিনিয়াপলিস, মিনেসটা। যেখানে শব্দের মাত্রা পরিমাপ করা হয়েছিলো -১৩ ডিবিএ।
আর মাইক্রোসফট আগের সকল রেকর্ড ভেঙে দিয়ে তৈরি করেছে মাত্র -২০ ডিবিএ রেঞ্জের কক্ষ।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।