আউটলুকে লাইক এবং মেনশন সুবিধা দিচ্ছে মাইক্রোসফট

microsoft-outlook-com

মাইক্রোসফট তাদের অউটলুক ইমেইলে নতুন দুটি ফিচার আনছে। এগুলো হচ্ছে লাইক এবং ম্যানশন। লাইক ফিচারের মাধ্যমে আপনি আপনার মেইলবক্সে প্রাপ্ত ইমেইলে ‘লাইক’ দিতে পারবেন। ফলে প্রত্যেক মেইলে আপনাকে ফিরতি মেইল বা কনফার্মেশন ইমেইল পাঠাতে হবেনা, যা আপনার বেশ খানিকটা সময় বাঁচাবে। এমন অনেক মেইল আছে যার বিপরীতে বর্ণনামূলক ফিরতি মেইল পাঠানোর দরকার হয় না, কেবল মেইলটি আপনি পেয়েছেন জানালেই হয়। সেক্ষেত্রে নতুন এ ফিচারটি বেশ কাজে দেবে। আপনি যখনি কোন মেইলে লাইক দিবেন আপনার অপর প্রান্তে সেটি নোটিফিকেশন আকারে চলে যাবে।

এ ফিচার অবশ্য অনেকে নাও পছন্দ করতে পারেন যেমন ধরুন আপনি কোন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। সেক্ষেত্রে অনেক কর্মীর বিপুল সংখ্যক লাইক আপনার বিরক্তির কারন হতে পারে।

ম্যানশন ফিচারের মাধ্যমে আপনি @ চিহ্নতে ক্লিক করে এক সাথে একাধিক লোককে একই মেইল ট্যাগ করতে পারবেন। আপনি যখনি আপনার কন্টাক্ট থেকে একাধিক লোকের কন্টাক্ট নেম এর পাশে থাকা “@“ চিহ্নতে ক্লিক করবেন তখন তা স্বয়ংক্রিয় ভাবে ইমেইলের “to”  ফিল্ডে যোগ হয়ে যাবে।

নতুন এ ফিচারদুটি সাধারণ ব্যবহারকারীরা ডিসেম্বরের আগে পাচ্ছেন না। অপরদিকে ৩৬৫ অফিস ব্যবহারকারীরা যাদের এক্সেঞ্জ অনলাইন সুবিধা আছে তারা এখন থেকেই লাইক সুবিধাটি পাবেন। আর অফিস ৩৬৫ এর কমার্শিয়াল গ্রাহকরা এ সুবিধা অক্টোবরের শেষদিকে পাবেন।

ম্যানশন ফিচারটি অক্টোবরের মাঝামাঝি সময়ে পাবেন অফিস ৩৬৫ এর গ্রাহকরা আর কমার্শিয়াল গ্রাহকরা পাবেন নভেম্বরের মাঝামাঝিতে। তবে যারা আউটলুকের নতুন সেবায় মাইগ্রেট করেছেন তারা ডিসেম্বর থেকে ম্যানশন সুবিধা পাবেন। আশা করা যায় অফিস ২০১৬ ব্যবহারকারীরা ম্যানশন সুবিধা তাদের উইন্ডোজ, ম্যাক, এন্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে ২০১৬ এর মাঝামাঝি সময়ে পাবেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *