নগদ একাউন্ট দেখার নিয়ম – নগদ একাউন্ট কোড

নগদ একাউন্ট দেখার নিয়ম, নগদ কোড নাম্বার, নগদ একাউন্ট কোড, নগদের কোড কত, নগদ নাম্বার, ইত্যাদি সম্পর্কে অনেক জিজ্ঞাসা থাকে ব্যবহারকারীদের। এই পোস্টে আপনার এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

নগদ একাউন্ট দেখার নিয়ম

প্রথমত চলুন জেনে নেওয়া যাক নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে। নগদ একাউন্ট কোড ব্যবহার করে কিংবা অ্যাপ এর মাধ্যমে দেখা যায়। অর্থাৎ আপনার নগদ ব্যালেন্স চেক করতে পারবেন নগদ কোড *167# ও নগদ অ্যাপ ব্যবহার করে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে নগদ একাউন্ট দেখতে হয়।

নগদ একাউন্ট কোড দিয়ে দেখার নিয়ম

নগদ একাউন্ট দেখা যাবে নগদ কোড ব্যবহার করে। নগদ কোড হলো *167# যা ডায়াল করে নগদের সকল সুবিধা ব্যবহার করা যাবে।

চলুন জেনে নেওয়া যাক নগদ একাউন্ট কিভাবে দেখতে হয়। বেশ সহজে নগদ কোড ব্যবহার করে নগদ একাউন্ট দেখা যাবে।

  • নগদ একাউন্ট দেখতে প্রথমে *167# ডায়াল করে নগদ এর মেন্যুতে প্রবেশ করুন
  • এরপর 7 লিখে সেন্ড করুন
  • এবার ব্যালেন্স দেখতে 1 লিখে সেন্ড করুন
  • এরপর আপনার নগদ পিন প্রদান করুন
  • এবার আপনার নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন

নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ অ্যাপ ব্যবহার করে বেশ সহজে নগদ ব্যালেন্স দেখা যাবে। নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট দেখতে নিচে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন।

  • প্রথমে নগদ অ্যাপে প্রবেশ করুন
  • নগদ পিন নাম্বার প্রদান করে অ্যাপের মূল মেন্যুতে প্রবেশ করুন
  • Tap for balance অপশনে ট্যাপ করুন
  • এবার আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন

এভাবে বেশ সহজে নগদ কোড বা নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট দেখা যাবে। আপনি চাইলে উল্লেখিত যেকোনো উপায়ে নগদ একাউন্ট দেখতে পারবেন। অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট দেখা বেশ সহজ, যেখানে কোড ব্যবহার করে একাউন্ট দেখতে কয়েকটি বাড়তি স্টেপ নিতে হয়। তবে ফিচার ফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে নগদ কোড নাম্বার ব্যবহার করেই নগদ একাউন্ট দেখতে হয়।

নগদ কাস্টমার কেয়ার নাম্বার ও নগদ হেল্পলাইন

নগদ কাস্টমার কেয়ার নাম্বার বা নগদ হেল্পলাইন এর খোঁজ করে থাকেন অনেকে। চলুন নগদ কাস্টমার কেয়ার নাম্বার ও নগদ হেল্পলাইন সম্পর্কে জেনে নেওয়া যাক।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

nagad

নগদ কাস্টমার কেয়ার নাম্বার হলো 16167 এবং 09609616167

অর্থাৎ 16167 এবং 09609616167 এই দুইটি নাম্বারে কল করে নগদ কাস্টমার কেয়ার এর সাথে যোগাযোগ করতে পারবেন, এগুলোই হলো নগদ হেল্পলাইন এর নাম্বার।

এছাড়া ইমেইল এর মাধ্যমেও নগদ এর সাথে যোগাযোগ করা যাবে। নগদ এর অফিসিয়াল ইমেইল হলো [email protected] যাতে ইমেইল করে যেকোনো অভিযোগ জানাতে পারবেন বা তথ্য জানতে চাইতে পারবেন।

নগদ এর হেড অফিস এর এড্রেস হলোঃ

Delta Dahlia Tower (লেভেল ১৩ ও ১৪)

৩৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা – ১২১৩

উল্লেখিত মাধ্যমগুলোর মাধ্যমে নগদ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারবেন। নগদ কাস্টমার কেয়ার নাম্বার ও নগদ হেল্পলাইন এর পাশাপাশি ইমেইল এর মাধ্যমে কিংবা অফিসে গিয়ে নগদ কতৃপক্ষ এর সাথে যোগাযোগ করা যাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *