
ডেস্কটপ ছাড়াও ফেসবুকের মোবাইল সংস্করণের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দিয়েছিল। তবে ফেসবুক অ্যাপের ক্ষেত্রেও একই অসুবিধা হয়েছিল কিনা তা নিশ্চিত নয়। এ সময় ফেসবুকে আপডেট, মন্তব্য লেখা বা লাইক দিতে গেলে ‘এরর’ মেসেজ এসেছিল। তখন “লাইকলি সার্ভিস ডিসট্রাপশন” নামের একটি সমস্যার কথা ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছিল।
একজন ফেসবুক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, নেটওয়ার্ক মেইনটেন্যান্স জনিত সমস্যার কারণে এই পরিস্থিতির উদ্ভব ঘটেছিল। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই কোম্পানিটির প্রকৌশলীরা এটি সমাধান করেছেন বলে জানিয়েছে ফেসবুক। এই মুহুর্তে সাইটটি ১০০% সঠিকভাবে কাজ করছে বলেও নিশ্চিত করেছে সোশ্যাল নেটওয়ার্কটির ঐ মুখপাত্র।
আপনিও কি উক্ত সমস্যার সম্মুখীন হয়েছিলেন? আপনার ফেসবুকে কখন এবং কোন ক্ষেত্রে এরর মেসেজ এসেছিল? তাতে কী লেখা ছিল? আশা করি এখানে মন্তব্যের মাধ্যমে সবার সাথে শেয়ার করবেন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।

আমাদের যেকোনো প্রশ্ন করুন!