৮ দিন চার্জ থাকবে নতুন শাওমি রেডমি ৫এ স্মার্টফোনে!

কিছুদিন পর পরই নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করার ক্ষেত্রে বেশ পরিচিতি রয়েছে শাওমির। সেই ধারা অব্যাহত রেখে গতকাল কোম্পানিটি প্রকাশ করল আরও একটি এন্ড্রয়েড ফোন। শাওমি রেডমি ৫এ মডেলের এই ফোনটির অন্যতম বিশেষত্ব হচ্ছে এর অসাধারণ ব্যাটারি ব্যাকআপ। শাওমি দাবী করছে, রেডমি ৫এ স্মার্টফোনের স্ট্যান্ডবাই টাইম হবে ৮ দিন। চলুন দেখে নিই কী কী থাকছে অত্যন্ত সুলভ এই ফোনটিতে।

  • ৫ ইঞ্চি স্ক্রিন (৭২০ x ১২৮০পি, ১৬:৯ র‍্যাশিও, ২৯৪ পিপিআই)
  • এন্ড্রয়েড ৭.১ নোগাট অপারেটিং সিস্টেম, এমআইইউআই ৯
  • কোয়ালকম কোয়াডকোর ১.৪ গিগাহার্টজ প্রসেসর
  • ১৬জিবি স্টোরেজ, ২জিবি র‍্যাম, ডুয়াল সিম
  • ১২৮জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট (২য় সিম স্লটে)
  • ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
  • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি
  • গোল্ড, রোজ এবং গ্রে কালার

শাওমি রেডমি ৫এ এই মাসেই বাজারে পাওয়া যাবে। এর দাম মাত্র ৯১ ডলার, যা বাংলাদেশি টাকায় হয় সাড়ে ৭ হাজার টাকার মত। এই দামে যে স্মার্টফোন পাওয়া যায় তাও একটা দারুণ ব্যাপার বটে! কী বলেন?

 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,569 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *