আপডেট: ৬ নভেম্বর বিটিআরসি আবার চালু করে দিয়েছে সিটিসেল।
আগের পোস্ট: সরকারের পাওনা পরিশোধ করতে ব্যর্থ হয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বন্ধ হয়ে গেল সিটিসেল। দেশের সর্বপ্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির পাওনা ছিল ৪৭৭ কোটি টাকা, যা যথা সময়ে পরিশোধ করতে পারেনি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি।
২০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বিটিআরসির একটি প্রতিনিধিদল কোম্পানিটির প্রধান কার্যালয়ে গিয়ে বন্ধের নির্দেশনা বাস্তবায়ন করেন।
সিটিসেলের তরঙ্গ স্থগিত করা হলেও এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়নি। এ ব্যাপারে এক সংবাদ সম্মেলনে বিটিআরসির আইনজীবী রেজা-ই রাকিব বলেন, “সিটিসেলের তরঙ্গ স্থগিতের পর যে কোনো সময় লাইসেন্স বাতিল করতে পারে। এটি পলিসি ম্যাটার।”
সিটিসেলের তরঙ্গ স্থগিত করে দেয়ার পর এখন নতুন কোনো মোবাইল ফোন অপারেটর নিয়ে আসার কোনো চিন্তাভাবনা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
শেষ পর্যন্ত সিটিসেলের গ্রাহক সংখ্যা মাত্র দেড় লাখে নেমে এসেছিল। কোম্পানিটির গ্রাহক ও কর্মচারীরা কোনো ক্ষতিপূরণ পাবেন কিনা সে ব্যাপারে কোনো নিশ্চিত উত্তর মেলেনি।
সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।