ব্লগিং প্ল্যাটফর্ম হবে ফেসবুক নোটস?

campfirebanda2

ফেসবুকে নোট লিখেছেন কখনো? হয়ত পড়েছেনও। হ্যাঁ, সেই ফেসবুক নোটস টুল নতুন সাজে আসছে যা আপনাকে অনেকটা ব্লগ পোস্টের মত ছবি ও ফরম্যাটেড টেক্সট সহ পোস্ট করতে সহায়তা করবে।

সাইটটির এ ধরনের পদক্ষেপ গত মাসে প্রথম দৃষ্টিগোচর হয় যখন ফেসবুক এটি নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু করে।

ব্লগিং প্ল্যাটফর্ম মিডিয়ামে যারা পোস্ট দেখেছেন তাদের নিকট নতুন ফেসবুক নোটস ডিজাইন পরিচিত মনে হবে। ফেসবুক নোটস এর নতুন ভার্সনে আছে বড় কভার ইমেজ এবং তার নিচে কম ঘনত্বের টেক্সট।

screen-shot-2015-09-22-at-9-33-01-am

সোশ্যাল মিডিয়া কোম্পানিটি তাদের এক ব্লগ পোস্টে বলেছে, ফেসবুক সবসময়ই আপনার মনের ভাব বন্ধুদের সাথে প্রকাশ করার একটি মাধ্যম আর নতুন এ নোটের মাধ্যমে তারা সেটি আরও অর্থবহ করে তুলবে।

আগেরবার যখন ফেসবুক নোটস আপডেট করা হয় তখন ফেসবুক চেয়েছিল যাতে এটিকে আর ভালো পাবলিক শেয়ারিং এর উপযোগী করে তোলা যায়। মার্ক জাকারবার্গ তার ৩৭ মিলিয়ন ফলোয়ারদের নিয়মিত পাবলিক স্ট্যাটাস আপডেট ব্যবহার করে নিউজ দিচ্ছেন। তবে যতক্ষণ না পর্যন্ত নোটস অপশনটি পরিপূর্ণ ফিচার না নিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এ সম্পর্কে কিছু বলা যায় না। ফেসবুকের এক্সিকিউটিভরা এটি ব্যবহার না করা পর্যন্ত কৌতূহল থেকেই যাবে।

ফেসবুক কি ধীরে ধীরে ব্লগিং প্ল্যাটফর্ম এর স্থানেও ভাগ বসাতে চাইছে?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,547 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *