কম দামে চমৎকার এন্ড্রয়েড ফোন শাওমি এমআই ৪সি

xiaomi mi 4c

শাওমি (Xiaomi) নিয়ে এলো চমৎকার স্পেসিফিকেশনের সুলভ এন্ড্রয়েড স্মার্টফোন এমআই ৪সি, যাতে আছে কোয়ালকম স্নাপড্রাগন ৮০৮ প্রসেসর ও ইউএসবি-সি টাইপ পোর্ট। এর মুল্য ধরা হয়েছে ২০৪ ডলার।

ডিভাইসটিতে আছে ৬৪ বিট ১.৮ গিগা হার্জ প্রসেসর, ৫ ইঞ্চি ১০৮০ পি ডিসপ্লে এবং এড্রিনো ৪১৮ জি পি ইউ।

এর পিছনের দিকে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা যাতে রয়েছে ০.১ মিলি সেকেন্ড ফোকাসিং ক্ষমতা। সামনে আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

Mi-4c-xiaomi

Mi 4c ফোনে দুটি ফোরজি সিম স্লট রয়েছে। আরো আছে ২.০ কুইকচার্জ ব্যবস্থা। এর ব্যাটারি ৩০৮০ এমএএইচ।

শাওমির এ সেটটিতে এন্ড্রয়েড ভিত্তিক এমআইইউআই ৬ ওএস (MIUI 6 OS) দেয়া হয়েছে। এতে আসছে আরও একটি ফিচার যার নাম এজ ট্যাপ যেটা আপনাকে এর পাশে নক করার মাধ্যমে ছবি তোলার সুবিধা দিবে আর দুবার নক করলে আবার হোম স্ক্রিন এ নিয়ে আসবে।

আপনি যদি চীনে থাকেন তবে শাওমির ওয়েবসাইট থেকে আজই Mi4c কিনতে পারবেন। এর ২ জিবি র‍্যাম, ১৬ জিবি স্টোরেজ ভার্সনের দাম ২০৪ ইউএস ডলার এবং ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি স্টোরেজ ভার্সনের দাম ২৩৫ ইউএস ডলার। ফোনটি অন্যান্য দেশের বাজারে কবে আসবে তা জানায়নি শাওমি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *