কম দামে চমৎকার এন্ড্রয়েড ফোন শাওমি এমআই ৪সি

xiaomi mi 4c

শাওমি (Xiaomi) নিয়ে এলো চমৎকার স্পেসিফিকেশনের সুলভ এন্ড্রয়েড স্মার্টফোন এমআই ৪সি, যাতে আছে কোয়ালকম স্নাপড্রাগন ৮০৮ প্রসেসর ও ইউএসবি-সি টাইপ পোর্ট। এর মুল্য ধরা হয়েছে ২০৪ ডলার।

ডিভাইসটিতে আছে ৬৪ বিট ১.৮ গিগা হার্জ প্রসেসর, ৫ ইঞ্চি ১০৮০ পি ডিসপ্লে এবং এড্রিনো ৪১৮ জি পি ইউ।

এর পিছনের দিকে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা যাতে রয়েছে ০.১ মিলি সেকেন্ড ফোকাসিং ক্ষমতা। সামনে আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

Mi-4c-xiaomi

Mi 4c ফোনে দুটি ফোরজি সিম স্লট রয়েছে। আরো আছে ২.০ কুইকচার্জ ব্যবস্থা। এর ব্যাটারি ৩০৮০ এমএএইচ।

শাওমির এ সেটটিতে এন্ড্রয়েড ভিত্তিক এমআইইউআই ৬ ওএস (MIUI 6 OS) দেয়া হয়েছে। এতে আসছে আরও একটি ফিচার যার নাম এজ ট্যাপ যেটা আপনাকে এর পাশে নক করার মাধ্যমে ছবি তোলার সুবিধা দিবে আর দুবার নক করলে আবার হোম স্ক্রিন এ নিয়ে আসবে।

আপনি যদি চীনে থাকেন তবে শাওমির ওয়েবসাইট থেকে আজই Mi4c কিনতে পারবেন। এর ২ জিবি র‍্যাম, ১৬ জিবি স্টোরেজ ভার্সনের দাম ২০৪ ইউএস ডলার এবং ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি স্টোরেজ ভার্সনের দাম ২৩৫ ইউএস ডলার। ফোনটি অন্যান্য দেশের বাজারে কবে আসবে তা জানায়নি শাওমি।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,504 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *