৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কিউপারটিনো’তে বহুল প্রতীক্ষিত আইফোন ৬ প্রকাশ করল অ্যাপল। সাম্প্রতিক জল্পনাকল্পনা সঠিক প্রমাণ করে দিয়ে বড় স্ক্রিনের দুটি মডেলের আইফোন লঞ্চ করার ঘোষণা দিল টেক জায়ান্ট। একই ইভেন্টে ‘অ্যাপল ওয়াচ’ স্মার্টওয়াচ তৈরির ঘোষণাও দিয়েছে কোম্পানিটি।
অ্যাপলের নতুন স্মার্টফোন মডেলদুটি হচ্ছে ৪.৭ ইঞ্চি স্ক্রিন সমৃদ্ধ ‘আইফোন ৬’ এবং ৫.৫ ইঞ্চি স্ক্রিনের ‘আইফোন ৬ প্লাস’। সাড়ে পাঁচ ইঞ্চি ডিসপ্লের আইফোন সিক্স প্লাস হচ্ছে এখন পর্যন্ত অ্যাপলের তৈরি সবচেয়ে বড় ফোন।
নতুন আইফোনে থাকছে লেটেস্ট আইওএস ৮ অপারেটিং সিস্টেম। ডিভাইসগুলোতে ব্যবহৃত ৬৪বিট ‘অ্যাপল এ৮ চিপ’ এর আকার পূর্ববর্তী ভার্সনের চেয়ে ১৩% ছোট। অ্যাপলের ফিল শিলার বলেছেন, আইফোন ৬ এ রয়েছে ২০% দ্রুততর সিপিউ এবং ৫০% দ্রুত গ্রাফিক্স।
আইফোন ৬ এর ব্যাটারি লাইফ আগের মত অথবা কিছুটা বেশি হবে। আইফোন ৬ প্লাসে ৩জি নেটওয়ার্কে ২৪ ঘন্টা কথা বলা যাবে। তুলনামূলক ছোট আইফোন ৬ এর টকটাইম হবে ৩জি’তে ১৪ ঘন্টা।
আইফোন ৬ এ অ্যাপল দিচ্ছে ৮ মেগাপিক্সেল আইসাইট ক্যামেরা, ট্রু-টোন ফ্ল্যাশ, দ্রুততর অটো ফোকাস, ইমেজ স্ট্যাবিলাইজেশন (আইফোন ৬ এ ডিজিটাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, আইফোন ৬+ এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) ফিচার। এটি ৩০ বা ৬০ ফ্রেম/সেকেন্ডে ১০৮০পি ভিডিও রেকর্ড করতে সক্ষম। আর ফ্রন্ট সাইডে রয়েছে ‘নতুন ফেইসটাইম এইচডি ক্যামেরা’, যা আগের চেয়েও ভাল ছবি তুলতে পারবে বলে জানিয়েছে অ্যাপল।
আইফোন ৬ এ আরও থাকছে ১৫০ এমবিপিএস এলটিই সাপোর্ট, ৩ গুণ দ্রুত ওয়াইফাই, ওয়াইফাই কলিং, ‘অ্যাপল পে’ পেমেন্ট সিস্টেম, এনএফসি প্রভৃতি।
১৯ সেপ্টেম্বর বাজারে আসবে আইফোন সিক্স। এর ৪.৭ ইঞ্চি মডেলের দাম ১৯৯ ডলার এবং ৫.৫ ইঞ্চি মডেলের দাম হবে ২৯৯ ডলার। যুক্তরাষ্ট্রের মোবাইল অপারেটর ভেরিজন, এটিএন্ডটি, স্প্রিন্ট ও টিমোবাইলের সাথে চুক্তিতে এই মূল্যে আইফোন কেনা যাবে। তবে আনলকড অবস্থায় দাম আরও বেশি হবে। অবশ্য সেই মূল্য এখনও জানা যায়নি। আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে যোগ করার আশা রইল।
বোনাসঃ নতুন ‘অ্যাপল ওয়াচ’ স্মার্ট হাতঘড়ি সম্পর্কে জানতে আমার এই পোস্টটি দেখুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।