অবশেষে মুক্তি পেলো স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন সুপার অ্যাফোর্ডেবল মডেল – গ্যালাক্সি এ০৫ ও গ্যালাক্সি এ০৫এস। এই নতুন দুইটি স্মার্টফোনে নতুন ডিজাইন, ফাস্টার পারফরম্যান্স ও চার্জিং স্পিড পাওয়া যাবে। গ্যালাক্সি এ০৪ সিরিজের উত্তরসূরি হবে এগুলো। ফোন দুইটি সবেমাত্র মালয়েশিয়ার বাজারে মুক্তি পেয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে এশিয়ার অন্য দেশগুলোতেও ফোনগুলোর দেখা পাওয়া যাবে বলে আশা করা যায়।
চলুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এ০৫ ও গ্যালাক্সি এ০৫এস সম্পর্কে বিস্তারিত।
স্যামসাং গ্যালাক্সি এ০৫ ও গ্যালাক্সি এ০৫এস
স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনটিতে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে থাকছে যার রেজ্যুলেশন এইচডি প্লাস। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনে রয়েছে ফুলএইচডি প্লাস রেজ্যুলেশনের ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। ডিভাইসটিতে আবার ৯০ হার্জ রিফ্রেশ রেটও রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সরও রয়েছে ব্যাকে, ফোনের ফ্রন্টে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনটিতেও একই ব্যাক ক্যামেরা সেটআপ রয়েছে – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর, তবে এখানে বাড়তি যোগ হয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ফোনের ফ্রন্টে রয়েছে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। উভয় ফোন দ্বারা ১০৮০পি ৬০এফপিএস ভিডিও রেকর্ড করা যাবে।
গ্যালাক্সি এ০৪ ও গ্যালাক্সি এ০৪এস এর চেয়ে স্যামসাং গ্যালাক্সি এ০৫ ও গ্যালাক্সি এ০৫এস এর হার্ডওয়্যার অপেক্ষাকৃত অনেক বেশি শক্তিশালী। স্যামসাং গ্যালাক্সি এ০৫ চলবে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা, অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ০৫এস এ ব্যবহার করা হয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। উভয় ফোনেই ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকবে। এছাড়া ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুযোগও থাকছে। উভয় ফোনে ডুয়াল সিম সুবিধা থাকলেও থাকছেনা কোনো ধরনের ৫জি সুবিধা। তবে ভালো বিষয় হলো স্যামসাং এর মিড-রেঞ্জ ও হাই-এন্ড ডিভাইসগুলোর মত এখানেও ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট থাকছে।
স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনটিতে চারটি এন্ড্রয়েড ওএস আপডেট আসবে বলে প্রতিশ্রুতি প্রদান করেছে স্যামসাং, তবে গ্যালাক্সি এ০৫ এর ক্ষেত্রে এই বিষয়ে কিছুই জানায়নি স্যামসাং। উভয় ফোনই চলবে ৫০০০ মিলিএম্প এর ব্যাটারি দ্বারা।
স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনটিতে ফিংগারপ্রিন্ট না থাকলেও স্যামসাং গ্যালাক্সি এ০৫এস এ সাইড-মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে। উভয় ফোনেই আউট অফ দ্যা বক্স এন্ড্রয়েড ১৩ এর দেখা মিলবে। 👉 স্যামসাং ফোনের ক্যামেরার কিছু আকর্ষণীয় ফিচার জানুন।
একনজরে স্যামসাং গ্যালাক্সি এ০৫ এর ফিচারসমূহ
- ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
- র্যামঃ ৬ জিবি
- স্টোরেজঃ ১২৮ জিবি
- প্রাইমারি ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
- চার্জিংঃ ২৫ ওয়াট
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
একনজরে স্যামসাং গ্যালাক্সি এ০৫এস এর ফিচারসমূহ
- ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০
- র্যামঃ ৬ জিবি
- স্টোরেজঃ ১২৮ জিবি
- প্রাইমারি ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- সেলফি ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
- চার্জিংঃ ২৫ ওয়াট
স্যামসাং গ্যালাক্সি এ০৫ ও স্যামসাং গ্যালাক্সি এ০৫এস পাওয়া যাবে ব্ল্যাক, লাইট গ্রিন, সিলভার কালার, এই কালারগুলোতে। স্যামসাং তাদের স্মার্টফোনগুলোর ডিজাইন একই ধরনের করে ফেলছে যার ছোঁয়া এই নতুন এ সিরিজের ফোনগুলোতেও থাকছে। ফোন দুইটির দাম সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।