টেকনো স্পার্ক ১০ সিরিজ ফোনের দাম কমলো

দাম কমেছে টেকনো স্পার্ক ১০ সিরিজের ফোনগুলোর। টেকনো স্পার্ক ১০ প্রো ও টেকনো স্পার্ক ১০সি, এই মডেল দুইটির দাম কমেছে। টেকনো স্পার্ক ১০ প্রো এর দুইটি ও স্পার্ক ১০সি এর একটি ভ্যারিয়ান্ট এর দাম কমেছে। চলুন জেনে নেওয়া যাক ফোন দুইটির স্পেসিফিকেশন ও নতুন দাম সম্পর্কে।

টেকনো স্পার্ক ১০ প্রো

Tecno SPARK 10 Pro

টেকনো স্পার্ক ১০ প্রো ফোনটির সাথে কেউই অপরিচিত নয়। বেশ সুন্দর দেখতে এই ফোনে ৬.৮ ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি ৯০ হার্জ রিফ্রেশ রেট রয়েছে। মিডিয়াটেক হেলিও জি৮৮ চিপসেট দ্বারা চলবে এই ফোনটি।

৪ জিবি ও ৮ জিবি র‍্যাম ভ্যারিয়ান্টে পাওয়া যাবে ফোনটি, তবে স্টোরেজ মডেল থাকছে ডিফল্ট ১২৮ জিবি। ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফোনটির ব্যাকে, ফোনের ফ্রন্টে পাচ্ছেন ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রয়েছে ৫০০০ মিলিএম্প ব্যাটারি ও ১৮ ওয়াট চার্জিং।

একনজরে টেকনো স্পার্ক ১০ প্রো এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৬.৮ইঞ্চি + ৯০হার্জ রিফ্রেশ রেট
  • প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি৮৮
  • র‍্যাম: ৪জিবি / ৮জিবি
  • স্টোরেজ: ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরা: ৫০মেগাপিক্সেল 
  • ফ্রন্ট ক্যামেরা: ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০মিলিএম্প
  • চার্জিং: ১৮ ওয়াট

টেকনো স্পার্ক ১০ প্রো এর ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ভ্যারিয়ান্ট এর দাম আগে ছিলো ১৫,৬৯০ টাকা। বর্তমানে দাম কমে টেকনো স্পার্ক ১০ প্রো এর দাম হয়েছে ১৪,৯৯০ টাকা।

অন্যদিকে টেকনো স্পার্ক ১০ প্রো এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়ান্ট এর দাম পূর্বে ছিলো ১৭,৯৯০ টাকা যা এখন কমে হয়েছে ১৬,৯৯০ টাকা।

টেকনো স্পার্ক ১০সি

tecno spark 10c launched

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

টেকনো স্পার্ক ১০সি ফোনটিতে ৬.৬ ইঞ্চি ডিসপ্লের সাথে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। এই ফোনটিতে কি প্রসেসর ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এখানে কোনো এক নাম না জানা অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে বলে জানায় টেকনো।

ফোনটির ফ্রন্টে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ব্যাকে রয়েছে ১৬ মেগাপিক্সেল ডুয়াল ক্যমেরা সেটাপ। এই ফোনটি ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়ান্টে পেয়ে যাবেন। এখানে ব্যাটারি থাকছে ৫০০০ মিলিএম্প এর ও চার্জিং রয়েছে ১৮ ওয়াট এর।

একনজরে টেকনো স্পার্ক ১০সি এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৬.৬ইঞ্চি + ৯০হার্জ রিফ্রেশ রেট
  • প্রসেসর: অক্টাকোর
  • র‍্যাম: ৮জিবি
  • স্টোরেজ: ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল 
  • ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০মিলিএম্প
  • চার্জিং: ১৮ ওয়াট

টেকনো স্পার্ক ১০সি এর দাম আগে ছিলো ১৪,৪৯০ টাকা যা এখন কমে হয়েছে ১৩,৯৯০ টাকা। দাম কমার কারণে মাত্র ১৪ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। সাধারণ যেকোনো ব্যবহারকারীর জন্য এই প্যাকেজ অবশ্যই বেশ আকর্ষণীয় বলা চলে।

নতুন দামে টেকনো স্পার্ক ১০ প্রো ও স্পার্ক ১০সি ফোন দুইটি কেনা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? ফোন দুইটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *