সকল সিমের প্রয়োজনীয় কোড জেনে নিন (সাথে সেরা সিম অফার)

রবি, এয়ারটেল, গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক – বাংলাদেশের এই মোবাইল অপারেটরগুলোর কথা কারো অজানা নয়। তবে মোবাইল অপারেটরগুলোর প্রয়োজনীয় কোড, যেমনঃ ব্যালেন্স / মিনিট / ইন্টারনেট চেক করা, প্যাক কেনা, ইত্যাদি প্রয়োজনীয় কোড সকলের জানা থাকার কথা না।

এই পোস্টে সকল সিমের প্রয়োজনীয় কোড সম্পর্কে জানতে পারবেন। এই পোস্ট থেকে জানতে পারবেনঃ

  • সকল সিমে ব্যালেন্স দেখার কোড
  • সকল সিম এর নিজের নাম্বার দেখার কোড
  • সকল সিম এর মিনিট চেক করার কোড
  • সকল সিমে মিনিট অফার চেক করার কোড
  • সকল সিমে ইন্টারনেট / ডাটা চেক করার কোড

উল্লেখিত বিষয়গুলো ছাড়াও আরো অনেক জরুরি কোড জানতে পারবেন সকল সিম এর। আমাদের পোস্ট থেকে সকল সিম এর প্রয়োজনীয় কোডগুলো জেনে নিতে পারবেন।

গ্রামীণফোন সিম এর প্রয়োজনীয় কোড

দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন এর কথা এক নামে সবাই জানেন। পুরো দেশজুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে দেশের সর্বাধিক ব্যবহারকারী সংখ্যা গ্রামীণফোন বা জিপি’র দখলে। এবার জানি চলুন জিপি বা গ্রামীণফোন এর প্রয়োজনীয় কোডসমূহ সম্পর্কে।

  • গ্রামীণফোন সিমের ব্যালেন্স দেখার কোড *566#
  • গ্রামীণফোন সিমে নিজের নাম্বার চেক করার কোড *2#
  • জিপি প্যাকেজ চেক করার কোড *121*1*6#
  • জিপি ইন্টারনেট চেক কোড *121*1*4#
  • জিপি মিনিট চেক করার কোড *121*1*2#
  • জিপি এসএমএস চেক করার কোড *566*22#
  • গ্রামীণফোন ইমার্জেন্সি ব্যালেন্স কোড *9#
  • গ্রামীণফোন ব্যালেন্স ট্রান্সফার কোড *121*1500# 

👉 গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ ও অ্যাক্টিভেশন কোড সমূহ জেনে নিন

রবি সিম এর প্রয়োজনীয় কোড

ব্যবহারকারীর সংখ্যা দিয়ে গ্রামীণফোনের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে রবি। জানি চলুন রবি সিমের সকল প্রয়োজনীয় কোড সম্পর্কে।

  • রবি সিমে ব্যালেন্স চেক করার কোড *1# / *222#
  • রবি সিমে নিজের নাম্বার দেখার কোড *2#
  • রবি সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড *8444*88# / *3# 
  • রবি সিমের মিনিট চেক করার কোড *222*3#
  • রবি সিমে এসএমএস চেক করার কোড *222*11#
  • রবি সিমে এমএমএস চেক করার কোড *222*13#
  • রবি সিমে ইন্টারনেট কেনার কোড *8444#
  • রবি ইজি মেন্যু কোড *121#
  • রবি সিমের সকল অফার দেখার কোড *888#
  • রবি সিমে সকল টাকা কাটার সার্ভিস বন্ধ করার কোড *9#
  • রবি ঝটপট ব্যালেন্স নেওয়ার কোড *8#
  • রবি প্রোমোশনাল এসএমএস বন্ধ করার কোড *7#
  • রবি ইন্টারনেট সেটিং কোড *121*3*1#

👉 রবি মিনিট অফার সম্পর্কে জেনে নিন

এয়ারটেল সিম এর প্রয়োজনীয় কোড

এয়ারটেল পূর্বে ওয়ারিদ নামে পরিচিত ছিলো, যা এখন রবি এর সাথে একসাথে মিলে কার্যক্রম পরিচালনা করে। এয়ারটেল সিম এর প্রয়োজনীয় কোডগুলো নিচে দেওয়া হলো।

  • এয়ারটেল ইজি মেন্যু কোড *121#
  • এয়ারটেল সিমে ব্যালেন্স চেক করার কোড *1#
  • এয়ারটে সিমে নিজের নাম্বার দেখার কোড *2#
  • এয়ারটেল সিমে ইন্টারনেট / ডাটা চেক করার কোড *3#
  • এয়ারটেল ইন্টারনেট প্যাক কেনার কোড *4#
  • এয়ারটেল জনপ্রিয় ভ্যালু এডেড সার্ভিস চালু-বন্ধ করার কোড *5#
  • এয়ারটেল ট্যারিফ প্ল্যান চেক *6#
  • এয়ারটেল ডু নট ডিস্টার্ব চালু/বন্ধ করার কোড *7#
  • এয়ারটেল প্রিপেইড এয়ার ক্রেডিট চেক কোড *8#
  • এয়ারটেল সকল টাকা কাটার সার্ভিস বন্ধ করার কোড *9#  
  • এয়ারটেল মিনিট বান্ডেল কোড *0# 
  • এয়ারটেল ইউএসএসডি বট কোড *666#

👉 সকল সিমে আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালুর নিয়ম

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

বাংলালিংক সিম এর প্রয়োজনীয় কোড

বাংলাদেশের আরেকটি বৃহৎ মোবাইল অপারেটর হলো বাংলালিংক। দিনদিন গ্রাহক সংখ্যা বেড়েই চলেছে এই মোবাইল অপারেটরের। চলুন জেনে নেওয়া বাংলালিংক সিম এর প্রয়োজনীয় কোডসমূহ সম্পর্কে।

  • বাংলালিংক সিমে নিজের নাম্বার দেখার কোড *511#
  • বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার কোড *124#
  • বাংলালিংক সিমে ইন্টারনেট চেক করার কোড *5000*500# / *124*3#
  • বাংলালিংক সিমে মিনিট চেক করার কোড *124*100#
  • বাংলালিংক এসএমএস চেক করার কোড *121*100#

👉 বাংলালিংক আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট চালু করার নিয়ম

টেলিটক সিম এর প্রয়োজনীয় কোড

বাংলাদেশ সরকার পরিচালিত মোবাইল অপারেটর কোম্পানি হলো টেলিটক। অন্যান্য মোবাইল অপারেটরের চেয়ে ব্যবহারকারী সংখ্যা কম হয়ে থাকলেও টেলিটক এর ইন্টারনেট ও টকটাইম রেট সবচেয়ে কম। চলুন জেনে নেওয়া যাক টেলিটক সিমের প্রয়োজনীয় কোডগুলো সম্পর্কে।

  • টেলিটক সিম এর নাম্বার চেক করার কোড *551#
  • টেলিটক সিম এর ব্যালেন্স চেক করার কোড *152#
  • টেলিটক সিমে ইন্টারনেট চেক করার কোড *152#
  • টেলিটক সিমে মিনিট চেক করার কোড *152#
  • টেলিটক ইজি মেন্যু কোড *121#

👉 টেলিটক বর্ণমালা সিম অফার জেনে নিন

টেলিটকে *152# ডায়াল করে ব্যালেন্স, ইন্টারনেট ও মিনিট চেক করা যাবে। এছাড়া যেকোনো ধরনের বোনাসও চেক করা যাবে এই নাম্বারে ডায়াল করে। *152# ডায়াল করার পর এসএমএস এর মাধ্যমে কাংখিত তথ্য পেয়ে যাবেন। 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *