টেলিটক বর্ণমালা সিম অফার জেনে নিন

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য স্পেশাল টেলিটক প্যাকেজ হলো বর্ণমালা। বর্ণনালা সিম এর অসাধারণ ইন্টারনেট প্যাকেজের কারণে আমাদের দেশে এই টেলিটক সিম প্যাকেজ ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই সাশ্রয়ী ডাটা প্যাক বেশ কাজে আসে। এই পোস্টে টেলিটক বর্ণমালা সিম এর অফার সম্পর্কে জানবেন।

বর্ণনালা সিম যেভাবে পাবেন

বর্ণমালা সিমের জন্য এসএমএসের মাধ্যমে অথবা অনলাইনে আবেদন করতে পারেন। এক্ষেত্রে SSC পাশের তথ্য ব্যবহার করতে হবে। নতুন বর্ণমালা সিম এর সাথে উল্লেখিত মিনিট, এসএমএস, ও ইন্টারনেট বোনাসগুলো পাওয়া যাবে। বর্ণমালা সিম এর জন্য আবেদন করতে পারেন bornomala.teletalk.com.bd লিংকে প্রবেশ করে। এছাড়া বর্ণমালা সিম পেতে যেকোনো টেলিটক নাম্বার থেকে এই ফরম্যাটে আবেদন করতে হবেঃ BOR BOARD (first 3 letter) Roll Year Registration Contact Number

অর্থাৎ এসএমএস এর ধরন হবে অনেকটা এমনঃ BOR MYM 123456 2020 123456789 0155XXXXXXX

উল্লেখ্য যে এখানে এসএসসি পরীক্ষার বোর্ড, রোল নাম্বার, সাল, ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে। এসএমএস পাঠানোর পর সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে একটি আইডি ও ওটিপি পাবেন। যেকোনো টেলিটক কাস্টমার কেয়ারে গিয়ে এই আইডি, ওটিপি এবং এনআইডি নাম্বার দেখিয়ে বর্ণমালা সিম নেওয়া যাবে।

বর্ণমালা সিম কেনার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের ডেডিকেটেড পোস্টে। নিচে টেলিটক বর্ণমালা সিম কেনার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা পোস্টটি লিংক করা আছে।

👉 টেলিটক বর্ণমালা সিম কেনার নিয়ম

বর্ণমালা নতুন সিম বোনাস

টেলিটক বর্ণমালা সিম এর মূল্য ১০০টাকা। নতুন সিম এর সাথে পাবেন ৫০মিনিট টকটাইম ও ৫০টি এসএমএস। আবার বর্ণমালা সিম একটিভ করার পর প্রথমবার ৫০টাকা রিচার্জ করলে পাওয়া যাবে ৩০দিন মেয়াদের ৫জিবি ইন্টারনেট। রিচার্জ এর এমাউন্ট একাউন্টে যোগ হবে, ইন্টারনেট প্যাকেজ পাওয়া যাবে বোনাস হিসেবে। পে পার ইউজ এর ক্ষেত্রে প্রতি ১৫কেবি তে ১ পয়সা করে কাটে।

বর্ণমালা কল রেট / এসএমএস ফি

আগেই বলেছি কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কম দামে সেরা সুবিধাসমূহ দিতে বর্ণমালা প্যাকেজ নিয়ে এসেছে টেলিটক। বর্ণমালা সিম এর ক্ষেত্রে ১সেকেন্ড পালস প্রযোজ্য। প্রতি মিনিট ৪৫ পয়সা রেটে কথা বলা যাবে টেলিটক বর্ণমালা সিমে। দেশের অন্যান্য অপারেটর এর সাথে তুলনা করলে বেশ সাশ্রয়ী মূল্যে এখানে কথা বলার সুবিধা পাওয়া যাচ্ছে। আবার ২৫পয়সা খরচে এসএমএস এর সুযোগ রয়েছে বর্ণমালা সিমে। মোট কথায় বেশ সাশ্রয়ী মূল্যে কথা বলা যাবে ও টেক্সট করা যাবে বর্ণমালা সিমে।

টেলিটক বর্ণমালা সিম ইন্টারনেট অফার

টেলিটক বর্ণমালা সিম এর মূল আকর্ষণ হলো এর সাশ্রয়ী ইন্টারনেট প্যাকেজগুলো। চলুন জেনে নেওয়া যাক বর্ণমালা সিম এর জন্য ইন্টারনেট অফারগুলো সম্পর্কে।

১জিবি ইন্টারনেট

  • মেয়াদঃ ৭দিন
  • দামঃ ২৪টাকা
  • কেনার কোডঃ *111*611#

১জিবি ইন্টারনেট

  • মেয়াদঃ ৩০দিন
  • দামঃ ৪৬টাকা
  • কেনার কোডঃ *111*612#

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

টেলিটক বর্ণমালা সিম অফার জেনে নিন

👉 সকল সিমে আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালুর নিয়ম

২জিবি ইন্টারনেট

  • মেয়াদঃ ৩০দিন
  • দামঃ ৮৩টাকা
  • কেনার কোডঃ *111*613#

৪জিবি ইন্টারনেট

  • মেয়াদঃ ৭দিন
  • দামঃ ৬২টাকা
  • কোডঃ *111*614#

৫জিবি ইন্টারনেট

  • মেয়াদঃ ১৫দিন
  • দামঃ ৯৬টাকা
  • কেনার কোডঃ *111*615#

১০জিবি ইন্টারনেট

  • মেয়াদঃ ৩০দিন
  • দামঃ ১৮৬টাকা
  • কেনার কোডঃ *111*616#

👉 টেলিটক মেয়াদহীন ইন্টারনেট প্যাক কেনার নিয়ম জানুন

প্রদত্ত ইন্টারনেট প্যাক এর তালিকায় দেখতে পাচ্ছেন দেশের সকল অপারেটরের ইন্টারনেট প্যাকের চেয়ে টেলিটক বর্ণমালা সিম এর ইন্টারনেট অফারগুলো বেশ সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। মূলত এই কারণে টেলিটক বর্ণমালা প্যাকেজ বেশ জনপ্রিয়। ২০০৫ বা তার পরে যারা এসএসসি পাশ করেছেন তারা টেলিটক সিম থেকে বর্ণমালা সিম এর জন্য আবেদন করতে পারবেন। তাদের এসএসসি পরীক্ষার তথ্য ব্যবহার করে এই আবেদন করতে হবে।

দেশের সবচেয়ে সাশ্রয়ী রেটে কলে কথা বলার সুযোগ প্রদান করছে বর্ণনালা প্যাকেজ। আবার অসাধারণ সব সুলভ মূল্যের ইন্টারনেট প্যাকেজও রয়েছে যা শিক্ষার্থীদের বেশ কাজে আসবে। সব মিলিয়ে বলতে গেলে অন্তত সেকেন্ডারি সিম হিসেবে হলেও সকলের কাছে একটি বর্ণমালা সিম থাকা উচিত। এতো কম দামে কথা বলার সুযোগ কিংবা ইন্টারনেট প্যাক অন্য কোনো অপারেটরের অন্য কোনো সিমে পাওয়া যায়না।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *