বাংলালিংক আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট চালু করার নিয়ম

আনলিমিটেড ইন্টারনেট প্যাক নিয়ে এলো বাংলালিংক। টেলিটক, গ্রামীণফোন, ও রবি এর পর দেশের চতুর্থ টেলিকম অপারেটর হিসেবে মেয়াদহীন ইন্টারনেট প্যাক নিয়ে এসেছে বাংলালিংক। আনলিমিটেড মেয়াদের দুইটি প্যাক ও ঘণ্টা ভিত্তিক নির্দিষ্ট ভলিউমের দুইটি প্যাক, মোট চারটি নতুন প্যাক নিয়ে এসেছে বাংলালিংক। এই পোস্টে বাংলালিংক “আনলিমিটেড” ইন্টারনেট প্যাকেজ একটিভ করার নিয়ম জানবেন।

সকল বাংলালিংক গ্রাহক কিছু শর্ত মেনে মাইবিএল অ্যাপ থেকে প্যাকগুলো কিনতে পারবেন। ক্রয় করা ইন্টারনেটে গ্রাহকগণ যাতে স্বাধীনতা উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে এই প্যাকগুলো নিয়ে এসেছে বলে জানায় বাংলালিংক। এছাড়া গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে নতুন স্পেকট্রাম একোয়্যার করেছে বাংলালিংক।

নেটওয়ার্ক বর্ধিতকরণের অংশ হিসেবে দেশব্যাপী ৩,০০০ এর অধিক স্থানে বাংলালিংক এর নেটওয়ার্ক উন্নত করা হয়েছে। এছাড়া ওকলা স্পিডটেস্টে বাংলাদেশের ফাস্টেস্ট ৪জি মোবাইল নেটওয়ার্ক কিন্তু বাংলালিংক।

বাংলালিংক আনলিমিটেড প্যাকেজ চালু করার নিয়ম

বাংলালিংক এর ইন্টারনেট সম্পর্কে তো অনেক তথ্য জানা গেলো, এবার জানি চলুন বাংলালিংক আনলিমিটেড প্যাকেজ চালু করার নিয়ম সম্পর্কে।

বাংলালিংক ১৫ জিবি আনলিমিটেড মেয়াদ ইন্টারনেট প্যাক

  • ইন্টারনেটের পরিমাণঃ ১৫জিবি
  • প্যাক এর দামঃ ৫৪৭টাকা
  • মেয়াদঃ ১০বছর
  • কেনার কোডঃ *121*547#

বাংলালিংক আনলিমিটেড ম্যেয়াদ এর প্যাক এর মেয়াদ আসলে ১০বছর। ৫৪৭টাকায় ১০বছর মেয়াদের ১৫জিবি ইন্টারনেট কিনতে *121*547# ডায়াল করুন

বাংলালিংক ৪০ জিবি আনলিমিটেড মেয়াদ ইন্টারনেট প্যাক

  • ইন্টারনেট এর পরিমাণঃ ৪০জিবি
  • প্যাক এর দামঃ ১১৯৯টাকা
  • মেয়াদঃ ১০বছর
  • কেনার কোডঃ *121*1199#

নামে আনলিমিটেড মেয়াদের হলেও ৪০জিবি বাংলালিংক আনলিমিটেড ইন্টারনেট এর মেয়াদ ১০বছর (যেটা আসলেই অনেক বেশি)। ১১৯৯টাকায় ১০বছর মেয়াদের ৪০জিবি ইন্টারনেট কিনতে *121*1199# ডায়াল করুন।

এবার চলুন জেনে নিই বাংলালিংকের ঘণ্টা ভিত্তিক ডাটা প্যাকেজগুলো চালু করার নিয়ম।

বাংলালিংকের ২ঘন্টা ৪জিবি ইন্টারনেট চালুর নিয়ম

  • প্যাক এর মেয়াদঃ ২ঘন্টা
  • সর্বোচ্চ ব্যবহারঃ ৪জিবি
  • প্যাক এর দামঃ ২২টাকা
  • কেনার কোডঃ *121*22#

২২টাকায় ২ঘন্টার জন্য বাংলালিংক ৪জিবি ইন্টারনেট কিনতে ডায়াল করুন *121*22# নাম্বারে। এর প্যাক এর মাধ্যমে সর্বোচ্চ ৪জিবি ইন্টারনেট ব্যবহার করা যাবে। প্যাক এর ভলিউম বা মেয়াদ শেষ হয়ে গেলে সেক্ষেত্রে পে-পার-গো চার্জ প্রযোজ্য হবে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

বাংলালিংক আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট চালু করার নিয়ম

বাংলালিংক ৩ঘন্টা ৬জিবি ইন্টারনেট চালুর নিয়ম

  • প্যাক এর মেয়াদঃ ৩ঘন্টা
  • সর্বোচ্চ ব্যবহারঃ ৬জিবি
  • প্যাক এর দামঃ ৩৩টাকা
  • কেনার কোডঃ *121*33#

৩৩টাকায় ৩ঘন্টার জন্য বাংলালিংক ৬জিবি ইন্টারনেট কিনতে পারবেন *121*33# নাম্বারে ডায়াল করে। উল্লেখ্য যে ৩ঘন্টার আনলিমিটেড ইন্টারনেট প্যাক এর মাধ্যমে সর্বোচ্চ ৬জিবি ইন্টারনেট ব্যবহার করা যাবে। প্যাক এর মেয়াদ বা ভলিউম শেষ হওয়ার পর সাধারণ পে-পার-গো চার্জ প্রযোজ্য হবে।

সকল সিম এর আনলিমিটেড ইন্টারনেট প্যাকঃ

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

1 Comment

  1. S M Eleas Reply

    It’s just joking with the public, whatever Bangladesh telecom companies doing. Government should impose a standard rate per Gigabite and the public will buy until finished. On the other hand, validity may standardise for one month or more.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *