থ্রিজি লাইসেন্স হাতে পেল বাংলালিংক

banglalink official about us imageঅবশেষে তৃতীয় প্রজন্মের মোবাইল সেবা ‘থ্রিজি’র লাইসেন্স হাতে পেল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেলুলার অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। বিটিআরসি কর্তৃক বৃহস্পতিবার ইস্যুকৃত এই লাইসেন্স নেয়ার মাধ্যমে নিলামে অংশ গ্রহণ করা দেশের চার বেসরকারী মোবাইল ক্যারিয়ারই থ্রিজি সেবা দেয়া নিশ্চিত করল। গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত থ্রিজি নিলামে ওঠা দামের প্রথম কিস্তি পরিশোধ করে গত ১২ সেপ্টেম্বর লাইসেন্স নিয়েছে গ্রামীণফোনরবি ও এয়ারটেল।

রইল বাকী টেলিটক…

১০ মেগাহার্টজ স্পেকট্রামের থ্রিজি লাইসেন্স পেতে জিপিকে পরিশোধ করতে হচ্ছে প্রায় ১ হাজার ৬২৩ কোটি টাকা। আর অপর তিন বেসরকারি অপারেটর বাংলালিংকরবি ও এয়ারটেল প্রত্যেক প্রতিষ্ঠানকে তাদের নিজ নিজ ৫ মেগাহার্টজ তরঙ্গের জন্য (একই রেটে) গুণতে হবে প্রায় ৮১৬ কোটি টাকা করে।

রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন সেবাদাতা কোম্পানি টেলিটক নিলামে ওঠা দর (২ কোটি ১০ লাখ ডলার/মেগাহার্টজ) পরিশোধপূর্বক ১০ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করবে।

নিলামে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর ৩০ দিনের মধ্যে প্রথম কিস্তিতেই মোট অ্যামাউন্টের ৬০% জমা দেয়ার বিধান ছিল, যা বেসরকারী চার কোম্পানিই নিশ্চিত করেছে। ১৮০ কর্মদিবসের মধ্যে বাকি টাকা দিতে হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *