ম্যাপিং জায়ান্ট গুগলের একটি স্ট্রিট ভিউ গাড়ির দুটি লোকাল বাস এবং একটি ট্রাকের সাথ সঙ্ঘর্ষ হয়েছে। ইন্দোনেশিয়ার বগর শহরে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, একটি বাসকে ধাক্কা দেয়ার পর গুগলের গাড়িটি পলায়নের চেষ্টা করেছিল। কিন্তু তখন সেটি অন্য আরও একটি বাস ও ট্রাকের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
ঐ দুর্ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ওয়েব ফার্মটি এক্সিডেন্টের কথা স্বীকার করেছে। গুগল ইন্দোনেশিয়ার গণসংযোগ প্রধান ভিস্নু মাহমুদ বলেছেন “এ ধরণের ঘটনাগুলো আমরা খুব গুরুত্বের সাথে নিয়ে থাকি। এই পরিস্থিতি মোকাবেলায় আমরা স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করে যাচ্ছি”;
২০১২ সালের নভেম্বর থেকে ঐ এলাকায় স্ট্রিট ভিউ ইমেজ সংগ্রহ করে আসছে গুগল।
চলতি বছরের প্রথম দিকে বতসোয়ানায় কোম্পানিটির বিরুদ্ধে আরেকটি দুর্ঘটনা ঘটানোর অভিযোগ এসেছিল। এতে বলা হয়, গুগলের স্ট্রিট ভিউ গাড়ি একটি গাধার উপর দিয়ে যাওয়ায় জন্তুটি মারা গেছে। কিন্তু পরবর্তীতে গুগল এই অভিযোগটি অস্বীকার করে এবং নিজেদের পক্ষে কিছু ছবি ও যুক্তি উপস্থাপনের মাধ্যমে দাবী করে যে আসলে গাধাটির কোন ক্ষতিই হয়নি, বরং গাড়ি কাছাকাছি আসার আগেই প্রাণীটি উঠে রাস্তার পাশে দাঁড়িয়ে যায়।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।