এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ নিয়ম, HSC বোর্ড চ্যালেঞ্জ

এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ নিয়মাবলী – HSC বোর্ড চ্যালেঞ্জ

পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ এর ফল প্রকাশিত হতে কয়েক সপ্তাহ লাগতে পারে। ফল প্রকাশিত হলে (পরিবর্তিত হলে) ফোনে মেসেজ পাবেন।

আবেদনের সময় কন্টাক্ট নম্বর হিসেবে যে নম্বর দিবেন/দিয়েছেন সেটাতে SMS আসবে। এছাড়া নিজের বোর্ডের ওয়েবসাইট ও পত্রিকায়ও জানানো হবে।

টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষা বা বোর্ড চ্যালেঞ্জ এর জন্য আবেদন করা যাবে। আবারো জানাচ্ছি, শুধুমাত্র প্রিপেইড টেলিটক মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন।

এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে প্রার্থীর রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে এসএমএস’টি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে সেসব বিষয়ের জন্য কোড উল্লেখ করে আবেদন করতে পারবেন।

একই এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে সাবজেক্ট কোড পর্যায়ক্রমে ‘কমা’ (,) দিয়ে লিখতে হবে। যেমন 174, 176 এভাবে। যেসব বিষয়ে দুটি পত্র আছে সেগুলোর ক্ষেত্রে প্রথম পত্রের বিষয় কোড উল্লেখ করতে হবে, তাহলেই উভয় পত্রের জন্যই আবেদন বিবেচিত হবে এবং উভয় পত্রের আবেদনের জন্য টাকা প্রযোজ্য হবে।

উদাহরণ: RSC DHA 123456 174

মেসেজটি পাঠান 16222 নম্বরে।

ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর – PIN) প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য যেকোনো অপারেটরের একটি মোবাইল নম্বর (কন্টাক্ট নম্বর) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠান।

উদাহরণ: RSC YES 47483875 01XXXXXXXX

মেসেজটি পাঠান 16222 নম্বরে।

পুনঃনিরীক্ষণের জন্য প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১৫০ টাকা করে খরচ হবে। যেসব বিষয়ের দুটি পত্র (যেমন পদার্থ-রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে সেসব বিষয়ের জন্য আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ৩০০ টাকা ফি দরকার হবে।

একই এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে সাবজেক্ট কোড পর্যায়ক্রমে ‘কমা’ (,) দিয়ে লিখতে হবে। নিচে নোটিশ এর স্ক্রিনশট দেয়া হল।

এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ নিয়ম, HSC বোর্ড চ্যালেঞ্জ

শুভকামনা রইল!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *