মোবিক্যাশ নিয়ে জটিলতায় গ্রামীণফোনঃ সংশোধন হচ্ছে বিজ্ঞাপন

mobicash gpগ্রামীণফোনের ‘মোবিক্যাশ’ নামক মোবাইল ব্যাংকিং সম্পর্কিত সেবা নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই কিছুটা দ্বিধা চলে আসছিল। কোনো মোবাইল কোম্পানি ব্যাংকিং সার্ভিস সরবরাহ করার এখতিয়ার রাখে কিনা সেটাই এসব আলোচনার মূল বিষয় ছিল। ইতোমধ্যে ‘স্বপ্নের সব জানালা খোলা’ শিরোনামে সম্প্রতি গ্রামীণফোন যে বিজ্ঞাপনটি প্রচার করছিল সেখান থেকেই ইস্যুটি চূড়ান্ত রূপ ধারণ করে।

‘স্বপ্নের সব জানালা খোলা’ শিরোনামে মোবিক্যাশের বিজ্ঞাপনে বলা হয়, গ্রামীণফোন ‘মোবিক্যাশ’ আউটলেটের মাধ্যমে পার্টনার ব্যাংকের মোবাইল অ্যাকাউন্ট খোলা, অর্থ স্থানান্তর, যে কোনো ধরনের বিল পরিশোধ, মোবাইলে বীমা সুবিধা, ফ্লেক্সিলোড, ই-টিকেটিংসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে।

কিন্তু বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের এক কর্মকর্তা বলেন, “একমাত্র ব্যাংকই মোবাইল ব্যাংকিংয়ের জন্য অনুমোদিত প্রতিষ্ঠান। ফলে গ্রামীণফোন এধরনের সেবা কিংবা বিজ্ঞাপন প্রচার করতে পারে না।”

গত ৫ জুলাই এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম গ্রামীণফোনের মোবিক্যাশ সেবার সাম্প্রতিক ঐ বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়। একই দিন প্রাইম ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ইজিক্যাশ এর লাইসেন্স বাতিল করার কথাও জানানো হয়। এরপর জিপি সিইও বিবেক সুদ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে দেখা করে মোবিক্যাশের বিজ্ঞাপন সংশোধন করার প্রতিশ্রুতি দেন।

এখন থেকে  ‘মোবিক্যাশ’ এর বিজ্ঞাপনে  চুক্তিবদ্ধ ব্যাংকগুলোকেই সামনে রাখবে গ্রামীণফোন।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার বলেন, “গ্রামীণফোনের মোবাইল ব্যাংকিং বিষয়ক বিজ্ঞাপনের বিষয়ে আমাদের একটা অবজারভেশন ছিলো। বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছিলেন গ্রামীণ ফোনের সিইও। গ্রামীণ ফোনের পক্ষ থেকে বলা হয়েছে, যে অসঙ্গতি আছে তা তারা সংশোধন করবে।”

জিপি চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন জানান, “কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দু’পক্ষের ঐকমত্যের ভিত্তিতে এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমানে ডাচ-বাংলা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গ্রামীণফোন মোবিক্যাশের মাধ্যমে সেবা দিচ্ছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,573 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *