বড় স্ক্রিনের নতুন আইফোন আসছে ৯ সেপ্টেম্বর?

আগামী ৯ সেপ্টেম্বর এক ইভেন্টে একাধিক স্ক্রিন সাইজের নতুন আইফোন প্রকাশ করবে অ্যাপল। নিজস্ব সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে  রি/কোড, ওয়াল স্ট্রিট জার্নালব্লুমবার্গ। আইফোনের ইতিহাসে এই সময়টা নতুন ডিভাইস লঞ্চের জন্য বেশ পরিচিত। সূত্রগুলো সঠিক হলে এবারও সেই পথেই হাঁটতে যাচ্ছে অ্যাপল।

সেপ্টেম্বরের ৯ তারিখ নতুন মডেলের আইফোন উন্মোচনের কয়েক সপ্তাহ পর সেগুলোর বিক্রি শুরু হতে পারে বলেই জানা যাচ্ছে।

ব্লুমবার্গ লিখছে, ৪.৭ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি স্ক্রিনের আইফোন বাজারে আনবে টেক জায়ান্ট। একাধিক সূত্র বলছে, বড় স্ক্রিনের আইফোন নিয়ে বেশ শক্তভাবেই মাঠে নামবে কোম্পানিটি। এজন্য প্রথম কিস্তিতেই হার্ডওয়্যার নির্মাতাদের নিকট ৭০-৮০ মিলিয়ন ইউনিট আইফোন তৈরির অর্ডার করেছে অ্যাপল।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *