ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনার সাথে বিকাশও নিয়ে এলো মোবাইল রিচার্জ অফার।
“বিকাশ করলে বিশ্বকাপ” নামে নতুন এক ক্যাম্পেইন নিয়ে এসেছে বিকাশ। এই ক্যাম্পেইনের আওতায় প্রতি সপ্তাহে সর্বাধিকবার ৫০ টাকা বা ১০০ টাকা রিচার্জ রিচার্জ করে বাংলাদেশ ক্রিকেট দলকে এসএমএস এর মাধ্যমে উইশ করে পাওয়া যাবে এয়ার টিকেট ও হোটেল বুকিং এর পাশাপাশি বাংলাদেশ বনাম পাকিস্তান, সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচের টিকেট। অর্থাৎ “বিকাশ করলে বিশ্বকাপ” ক্যাম্পেইনে অংশগ্রহণ করতেঃ
- প্রতি সপ্তাহে সর্বাধিকবার ৫০ টাকা বা ১০০ টাকা রিচার্জ করতে হবে
- রিচার্জ এর পর বাংলাদেশ ক্রিকেট দলকে এসএমএস এর মাধ্যমে উইশ করতে হবে
উল্লেখিত শর্ত পূরণ করলে জিতে নিতে পারেনঃ
- এয়ার টিকেট ও হোটেল বুকিং
- বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের টিকেট
- সেমিফাইনাল ম্যাচের টিকেট
- ফাইনাল ম্যাচের টিকেট
চলুন জেনে নেওয়া যাক “বিকাশ করলে বিশ্বকাপ” সম্পর্কে বিস্তারিত।
বিকাশ করলে বিশ্বকাপ
বিকাশ করলে বিশ্বকাপ ক্যাম্পেইনে অংশগ্রহণ করে গ্রাহকগণ জিতে নিতে পারেন ম্যাচের টিকেট। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ টিকেট পাবেন সবচেয়ে বেশিবার ৫০ টাকা মোবাইল রিচার্জ করে মেসেজ করে উইশ পাঠানো গ্রাহকগণ। সবচেয়ে বেশিবার ১০০ টাকা মোবাইল রিচার্জ করে সেরা উইশ মেসেজ করা গ্রাহকগণ পাবেন সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকেট। প্রতি সপ্তাহে সবচেয়ে বেশিবার ৫০ টাকা বা ১০০ টাকা যেকোনো মোবাইল নাম্বারে রিচার্জ করে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা মেসেজ দিয়ে ৮ জন বিকাশ গ্রাহক জিতে নিতে পারেন এয়ার টিকেট ও হোটেল বুকিং এর পাশাপাশি বাংলাদেশ বনাম পাকিস্তান, সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচের টিকেট।
রিচার্জ করার পর গ্রাহকগণ 09612016247 নাম্বারে এসএমএস করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সমর্থনের মেসেজ পাঠাবেন। বলে রাখা ভালো এখানে যে নাম্বারে রিচার্জ করা হয়েছে উক্ত নাম্বার থেকে উইশ মেসেজ পাঠাতে হবে। স্বতন্ত্র বিচারকের প্যানেল সেরা মেসেজগুলো নির্বাচন করবেন।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারী বিজেয়ীরা পাবেনঃ
- আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ টিকেট
- বাংলাদেশ থেকে যাওয়া এবং আসার এয়ার টিকেট
- একজন ব্যক্তি থাকার জন্য ২ রাতের হোটেল বুকিং
বিকাশ করলে বিশ্বকাপ ক্যাম্পেইন চলবে ২০ আগস্ট থেকে শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।
ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে বিকাশ থেকে ৫০ বা ১০০ টাকা রিচার্জ করতে হবে যেকোনো নাম্বারে ও যে নাম্বারে রিচার্জ করা হয়েছে উক্ত নাম্বার থেকে বাংলাদেশ দলকে সমর্থন জানিয়ে এসএমএস পাঠাতে হবে।
উল্লেখ্য যে বাংলাদেশের বাইরে অবস্থানরত বিকাশ গ্রাহকগণ এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না। প্রতি সপ্তাহে ৮ জন করে মোট ৪০ জন গ্রাহক এই ক্যাম্পেইনের বিজয়ী বলে ঘোষিত হবেন।
প্রতি সপ্তাহে বাংলাদেশ বনাম পাকিস্তানের জন্য ৬টি টিকেট, সেমিফাইনালের জন্য ১টি টিকেট এবং ফাইনালের জন্য ১টি টিকেট প্রদান করে। সপ্তাহ এর তালিকাগুলো জেনে নিনঃ
- সপ্তাহ ১: ২০ আগস্ট – ২৬ আগস্ট
- সপ্তাহ ২: ২৭ আগস্ট – ২ সেপ্টেম্বর
- সপ্তাহ ৩: ৩ সেপ্টেম্বর – ৯ সেপ্টেম্বর
- সপ্তাহ ৪: ১০ সেপ্টেম্বর – ১৬ সেপ্টেম্বর
- সপ্তাহ ৫: ১৭ সেপ্টেম্বর – ২৩ সেপ্টেম্বর
বিকাশ করলে বিশ্বকাপ ক্যাম্পেইন এর নিয়মসমূহ সংক্ষেপেঃ
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
- শুধুমাত্র ৫০ টাকা এবং ১০০ টাকা বিকাশ থেকে মোবাইল রিচার্জের ক্ষেত্রে পুরস্কার পাওয়া যাবে
- সবচেয়ে বেশিবার রিচার্জ করা গ্রাহকগণ পুরষ্কার পাবেন
- পুরস্কার পেতে হলে যে নাম্বার থেকে রিচার্জ করা হয়েছে উক্ত নাম্বার থেকে এসএমএস পাঠাতে হবে
- এসএমএস এর সর্বোচ্চ দৈর্ঘ্য ২০০ ক্যারেক্টার হবে
- এসএমএস পাঠাতে মোবাইল অপারেটর কর্তৃক নির্ধারিত চার্জ প্রযোজ্য হবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ টিকেটের জন্য সবচেয়ে বেশিবার ৫০ টাকা মোবাইল রিচার্জ এবং সেরা উইশ মেসেজ করা বিকাশ গ্রাহকগণ পুরষ্কার পাবেন
- সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের টিকেটের জন্য সবচেয়ে বেশিবার ১০০ টাকা মোবাইল রিচার্জ এবং সেরা উইশ মেসেজ পাঠানো বিকাশ গ্রাহকগণ পুরষ্কার পাবেন
- ক্যাম্পেইন চলাকালে প্রতি সপ্তাহ শেষে পরবর্তী ৬ দিনের মধ্যে বিজয়ী ঘোষণা করা হবে
- সর্বাধিক রিচার্জের সংখ্যা একাধিক গ্রাহকের একই হলে দ্রুততম রিচার্জকারী বিজেতা বিবেচিত হবেন
- প্রতি সপ্তাহের বিজয়ীদের সাথে শুধুমাত্র বিকাশ হেল্পলাইন ১৬২৪৭ এর মাধ্যমে সরাসরি যোগাযোগ করা হবে
- একজন গ্রাহক ক্যাম্পেইন চলাকালে শুধুমাত্র একবার পুরস্কারের জন্য বিবেচিত হবেন
- বিকাশ অ্যাপ বা *247# দিয়ে মোবাইল করে ক্যাম্পেইনে অংশগ্রহণ করা যাবে
বিকাশ করলে বিশ্বকাপ ক্যাম্পেইন এর শর্তসমূহঃ
- বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ টিকেটের জিতে নিতে সবচেয়ে বেশিবার ৫০ টাকা মোবাইল রিচার্জ এবং সেরা উইশ মেসেজ পাঠাতে হবে
- সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের টিকেটের জন্য সবচেয়ে বেশিবার ১০০ টাকা মোবাইল রিচার্জ এবং সেরা উইশ মেসেজ পাঠাতে হবে
- বিকাশ অ্যাপ বা *247# কোড ডায়াল করে মোবাইল রিচার্জ করে ক্যাম্পেইনে অংশগ্রহণ করা যাবে
- সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা যেকোনো গ্রাহক নিজের বিকাশ একাউন্ট থেকে সবচেয়ে বেশিবার যেকোনো নাম্বারে রিচার্জ করে ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন
- পুরস্কার পেতে হলে অংশগ্রহণকারী গ্রাহককে অবশ্যই ১৮ বছর বয়সের হতে হবে এবং বাংলাদেশে বসবাসরত হতে হবে
- বিকাশ লিমিটেড এর সংশ্লিষ্ট কোন ব্যক্তিবর্গ এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না
- অফার চলাকালীন সময়ে প্রতি সপ্তাহে সবচেয়ে বেশিবার বিকাশ রিচার্জকারী বিজয়ী হিসেবে বিবেচিত হবেন
- সর্বাধিক রিচার্জের সংখ্যা একাধিক গ্রাহকের একই হলে দ্রুততম রিচার্জকারী বিবেচিত হবেন
- রিচার্জ করার পর 09612016247 নাম্বারে যে বিকাশ একাউন্ট থেকে রিচার্জ করা হয়েছে উক্ত নাম্বার থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সমর্থনের উইশ মেসেজ পাঠাতে হবে।
- অফার চলাকালে প্রতি সপ্তাহ শেষ হওয়ার ৬ দিনের মধ্যে বিজয়ীর সাথে শুধুমাত্র বিকাশ হেল্পলাইন নাম্বার 16247 থেকে দিনে দুই বার করে পরপর দুই দিন (সকাল ১০:০০টা থেকে রাত ১০:০০টার মধ্যে) যোগাযোগ করা হবে
- বিজয়ীর সাথে যোগাযোগ করা সম্ভব না হলে বা বিজয়ী স্পষ্টভাবে বলেন যে তিনি পুরস্কার নিতে চান না বা বিকাশ থেকে প্রাথমিক যোগাযোগের পর তার কাছ থেকে যদি কোনো সাড়া পাওয়া যায় না তবে তিনি আর পুরস্কার পাবেন না। এমন অবস্থার সৃষ্টি হলে পরবর্তী গ্রাহককে বিজয়ী হিসেবে নির্বাচন করবে
- বিজয়ীর সাথে বিকাশ থেকে সফলভাবে যোগাযোগ করার পর বিজয়ীকে তার ফটো আইডি, যেমন- জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি এবং সচল ই-মেইল এড্রেস শেয়ার করতে হবে
- বিকাশ-এর অফিশিয়াল চ্যানেল বা প্ল্যাটফর্ম ব্যতীত অন্য কোনো চ্যানেল থেকে কোনো লেনদেন করা, তথ্য দেওয়া বা অন্য কোনো নির্দেশ গ্রহণ করা থেকে বিরত থাকুন
- কোনো অপ্রত্যাশিত উৎস বা তৃতীয় পক্ষ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অংশগ্রহণকারী বা বিজয়ীর কোনো ক্ষতি সেক্ষেত্রে বিকাশ দায়ী থাকবেনা
- ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার গ্রহণ করতে চাইলে অবশ্যই ৬ মাসের মেয়াদসহ বৈধ বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে
- ফিরতি টিকেটসহ ঢাকা থেকে ম্যাচ ভেন্যু শহরে এয়ার টিকেট প্রদান করবে বিকাশ
- শুধুমাত্র ৩ দিন ২ রাত হোটেল বুকিংয়ের ব্যবস্থা করবে বিকাশ। এর বাইরে যেকোনো অতিরিক্ত খরচ, যেমন: যাতায়াত খরচ, খাবার খরচ ইত্যাদি বিজয়ীকে বহন করতে হবে
- বিজয়ীদের নিজ খরচে ভিসার ব্যবস্থা করতে হবে। পাসপোর্ট সংক্রান্ত যেকোনো ইস্যু বিজয়ীদের নিজেদেরই সমাধান করতে হবে। বিজয়ী ভিসা না পেলে বা পাসপোর্ট সংক্রান্ত কোনো ইস্যু দেখা দিলে বিকাশ বিষয়টি সমাধানের জন্য দায়ী থাকবেনা
- বিজয়ীরা পুরস্কার গ্রহণের পরিবর্তে সমপরিমাণ অর্থ দাবি করতে পারবেন না। মনোনীত বিজয়ী শুধুমাত্র পুরস্কারটি নিতে পারবেন
বলে রাখা ভালো যে বিজয়ীগণ এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে পুরস্কার গ্রহণ করলে বিকাশের সকল শর্ত মেনে তবেই পুরষ্কার গ্রহণ করতে পারবেন। পুরস্কার জেতার পর বিজয়ীর পরিচয় ও ছবি বিকাশ ব্যবহার করবে যাতে সম্মতি থাকা আবশ্যক।
এছাড়াও উল্লেখ্য বিষয় হলো পুরস্কার জিততে হলে অবশ্যই রিচার্জ ও উইশ মেসেজ দুটি শর্তই পুরণ করতে হবে। আবার রিচার্জ সবচেয়ে অধিকবার করা ব্যক্তিই পুরস্কার পাবেন। আরও জানতে পারেন বিকাশের অফিসিয়াল লিংক থেকে। বিকাশ এর “বিকাশ করলে বিশ্বকাপ” অফার সম্পর্কে আপনার মতামত কি? আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।