পাসকোড ছাড়াই আইফোন আনলক করার উপায়

ধরুন আপনি সম্প্রতি আইফোন এর পাসকোড পরিবর্তন করেছেন, কিন্তু এখন আর উক্ত পাসকোড মনে করতে পারছেন না। এমন অবস্থায় লক থাকা আইফোন আনলক করার একাধিক কার্যকরী উপায় রয়েছে। অধিকাংশ সময়ে নিজের দোষে ফোন লক হয়ে গেলেও হতে পারে অন্য কেউ আপনার অজান্তে আপনার আইফোন লক করে ফেলেছে।

এই পোস্টে পাসকোড ভুলে গেলে বা পাসকোড ছাড়াই কিভাবে আইফোন আনলক করতে পারবেন, সে সম্পর্কে বিস্তারিত জানবেন। চলুন একনজরে জানি পাসকোড ছাড়া আইফোন কেনো আনলক করার প্রয়োজন পড়তে পারে যেসব ক্ষেত্রে সেসব পরিস্থিতি সম্পর্কেঃ

  • পাসকোড রিসেট করার পর পাসওয়ার্ড ভুলে গেলে
  • অন্যকেউ পাসকোড রিসেট করলে
  • ভুল পাসকোড অতিরিক্ত পরিমাণে এন্টার করার কারণে
  • ফোন ডিসেবল হয়ে গেলে
  • স্ক্রিন ক্র‍্যাক হয়ে গেলে ও পাসকোড প্রদান করা না গেলে
  • অন্য কারো ফোন আনলক এর ক্ষেত্রে সাহায্য লাগলে
  • গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে পাসকোড ছাড়া হাতের কাছে থাকা আইফোন আনলক এর প্রয়োজন হলে

অনেকে টাচ আইডি বা ফেস আইডি ব্যবহার করেন, যার কারণে আইফোন এর পাসকোড তাদের মনে থাকেনা। সেক্ষেত্রেও পাসকোড রিসেট করতে হতে পারে।

পাসকোড ছাড়া আইফোন আনলক করার উপায়

আইফোন আনলক করতে না পারা বেশ বিরক্তিকর বিষয় হতে পারে৷ আপনার আইফোন এর পাসকোড ভুলে যাওয়ার কারণে যদি আনলক করতে না পারেন, তবে নিচে উল্লেখিত নিয়মগুলো অনুসরণ করুন। উল্লেখ্য যে উল্লেখিত নিয়মসমূহ অনুসরণ করে আইফোন আনলক করার ক্ষেতে ফোন রিসেট হয়ে যাবে। তাই নিয়মিত আইক্লাউডে আপনার গুরুত্বপূর্ণ ডাটা ব্যাকাপ নিয়ে রাখার চেষ্টা করুন।

আইটিউনস

আইটিউনস ব্যবহার করে পাসকোড ছাড়া আইফোন আনলক করতে পারবেন  ম্যাক ওএস ক্যাটালিনা বা এর পরের ভার্সন ব্যবহার করে আইটিউন্স দ্বারা আইফোন আনলক সম্ভব নয়। তবে এর আগের অপারেটিং সিস্টেম চালিত ম্যাক বা উইন্ডোজ কম্পিউটারে আইটিউনস ব্যবহার করে আইফোন আনলক করা যাবে। আইটিউনস ব্যবহার করে আইফোন আনলক করতেঃ

  • আপনার ম্যাক বা কম্পিউটারে আইটিউনস ইন্সটল করুন
  • আইফোন বন্ধ করুন ও যেকোনো ধরনের কানেকশন থাকলে তা আনপ্লাগ করুন
  • এবার নির্দিষ্ট বাটন প্রেস করে ধরে রেখে ফোন রিকভারি মোডে নিয়ে যেতে হবে। আইফোন ৬ বা তার আগের মডেলের ক্ষেত্রে হোম বাটন, ৭ সিরিজের জন্য ভলিউম ডাউন বাটন, আইফোন ৮ ও পরের মডেলের জন্য সাইড বাটন প্রেস করে ধরে রাখলে রিকভারি মোডে প্রবেশ করা যাবে
  • রিকভারি মোড আসা পর্যন্ত উল্লেখিত বাটন প্রেস করে ধরে রাখুন
  • এবার ফোন কম্পিউটারের সাথে কানেক্ট করুন
  • আইটিউনস অ্যাপ থেকে আইফোন সিলেক্ট করুন এবং restore or update এর অপশন দেখতে পেলে restore সিলেক্ট করুন
  • এবার প্রয়োজনীয় ফাইল ডাউনলোড হবে, ডাউনলোড শেষে ফোন বন্ধ হয়ে পুনরায় চালু হবে
  • ফোন পুনরায় চালু হওয়ার পর কম্পিউটার থেকে ডিসকানেক্ট করে সাধারণভাবে তা সেটাপ করুন 
  • ফোন যদি অ্যাপল আইডিতে যুক্ত থাকে তাহলে সেই অ্যাপল আইডিতে পুনরায় সাইন ইন করতে হবে, অন্যথায় আইফোন চালু করতে পারবেন না।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

iphone image

👉 হারানো আইফোন বন্ধ থাকলেও যেভাবে খুঁজে পেতে পারেন!

ফাইন্ডার

ম্যাকওএস ক্যাটালিনা বা নতুন ভার্সন যারা ব্যবহার করছেন তারা ফাইন্ডার ব্যবহার করে আইফোন আনলক করতে পারবেন। ফাইন্ডার ব্যবহার করে আইফোন আনলক করতেঃ

  • ম্যাক কম্পিউটারে Finder ওপেন করুন ও ইউএসবি ক্যাবল এর মাধ্যমে আইফোন কানেক্ট করুন
  • এবার আইটিউনস সেকশনে বর্ণিত নিয়মে রিকভারি মোডে প্রবেশ করুন
  • রিকভারি মোডে প্রবেশের পর ম্যাক এর স্ক্রিনে update or restore অপশন দেখতে পেলে Restore সিলেক্ট করুন
  • Terms & conditions এ Agree করুন
  • এবার লেটেস্ট আইওএস ফার্মওয়্যার ফাইল ডাউনলোফ করবে ফাইন্ডার
  • কিছুক্ষণের মধ্যে আপনার আইফোন আবার নতুনভাবে চালু হয়ে যাবে
  • ফোন যদি অ্যাপল আইডিতে যুক্ত থাকে তাহলে সেই অ্যাপল আইডিতে পুনরায় সাইন ইন করতে হবে, অন্যথায় আইফোন চালু করতে পারবেন না।

👉 আইফোন ডিজেবল হলে ঠিক করার উপায়

ফাইন্ড মাই

পাসকোড ছাড়া আইফোন আনলক করার আরেকটি উপায় হতে পারে অ্যাপল এর ফাইন্ড মাই ফিচার। ফাইন্ড মাই অ্যাপের অনেক সুবিধার মধ্যে একটি হলো ফোন পাসকোড ছাড়া আনলক করার সুবিধা। আইফোন এর পাসকোড ভুলে গেলে ফাইন্ড মাই দ্বারা তা রিসেট করতে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করুন।

  • যেকোনো ডিভাইস থেকে icloud.com এ প্রবেশ করুন
  • Find My অপশন সিলেক্ট করুন
  • এবার টপ বার থেকে All Devices অপশন সিলেক্ট করে আপনার লক হয়ে যাওয়া আইফোন খুঁজে নিন
  • এরপর Erase iPhone অপশন সিলেক্ট করুন
  • আপনার অ্যাপল আইডি এর তথ্য প্রদান করে একশন কনফার্ম করুন
  • এরপর লক হয়ে যাওয়া আইফোন ইন্টারনেটে কানেক্ট হলে ফোন রিসেট হয়ে যাবে ও আপনি পুনরায় তা সেটাপ করতে পারবেন।

উল্লেখ্য যে থার্ড-পার্টি অ্যাপস ব্যবহার করে আইফোন পাসকোড ছাড়া আনলক করার চেষ্টা থেকে দূরে থাকুন। যেহেতু অ্যাপল আপনাকে পাসকোড ছাড়া আইফোন আনলক এর একাধিক উপায় প্রদান করছে, তাই একই কাজে থার্ড-পার্টি সফটওয়্যার ব্যবহার করা ঠিক হবেনা।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *