হ্যাক হয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (ইউজিসি)’র ওয়েবসাইট

ugc bdবাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র ওয়েবসাইট হ্যাক হয়েছে। ঠিক কবে-কখন এই হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে সেটি নিশ্চিত নয়। তবে http://www.ugc.gov.bd ঠিকানা ভিজিট করলে প্রথমে হোমপেজ দেখা যায়। এরপর সাইটটির প্রাথমিক সেকশন/ লিংকসমূহ (যেমন মিশন, গ্রেডিং সিস্টেম, স্কলারশিপ প্রভৃতি) ক্লিক করলে পেজগুলো হ্যাকড অবস্থায় পাওয়া যায়। এতে লেখা আসে, “হ্যাকড বাই রুটলেস”।

অবশ্য ইউজিসির নোটিশবোর্ড এখনও কাজ করছে।

১৬ ডিসেম্বর ১৯৭২ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন স্থাপিত হয়। এটি বাংলাদেশের সকল সরকারী এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সবোর্চ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা। মূলত মঞ্জুরী কমিশন হচ্ছে সরকার এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্ময় সাধনকারী একটি সংস্থা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,574 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *