ট্রেন্ডিং টপিকস নামে নতুন একটি ফিচার চালু করছে ফেসবুক। আপাতত যুক্তরাষ্ট্রের কিছু বাছাইকৃত ব্যবহারকারীর একাউন্টে পরীক্ষামূলকভাবে পাওয়া যাচ্ছে এটি।
নাম শুনেই যেমনটি ভেবেছেন, অর্থাৎ পুরো ফেসবুক জুড়ে জনপ্রিয় আলোচিত টপিকগুলোর একটি স্টোরি লিস্ট উপস্থাপন করাই হচ্ছে ট্রেন্ডিং টপিকসের কাজ।
প্রথমদিকে ফিচারটি মূলত মোবাইল ভার্সনেই ব্যবহার করা যাবে এবং এতে আপনার ফ্রেন্ড লিস্টের ভেতরের ও বাইরের সবার আলোচিত পাবলিক পোস্টগুলো তালিকাভুক্ত থাকবে।
বলাই বাহুল্য, ট্রেন্ডিং টপিকসের আইডিয়াটি সরাসরি টুইটার থেকে কপি করেছে ফেসবুক। মার্ক জুকারবার্গের নেতৃত্বাধীন এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে টুইটারের আরেকটি জনপ্রিয় বৈশিষ্ট্য “হ্যাশট্যাগ” চালু হয়েছে জুনে।
টুইটার স্টাইলের এসব ফিচার ফেসবুকে সাইটটির ব্যবহারকারীদের আরও বেশি বেশি পাবলিক কনটেন্ট শেয়ারের উৎসাহ দেবে। হ্যাশট্যাগ চালু করে ইতোমধ্যেই এই উদ্দেশ্য সফল হতে শুরু করেছে। আর ট্রেন্ডিং টপিকস তাতে আরও নতুন মাত্রা যোগ করবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।