মাইক্রোসফটের সেই মজার ভিডিও বিজ্ঞাপনটির কথা মনে আছে? যেখানে অ্যাপল এবং স্যামসাং ভক্তদের হাতাহাতি-মারপিটে একটি বিবাহ সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড হয়ে গিয়েছিল? ঐ এডে রেডমন্ড মূলত অ্যাপল–স্যামসাংয়ের দ্বন্দ্বকেই ইঙ্গিত দিয়েছে এবং লোকজনকে উইন্ডোজ ফোন ওএস চালিত লুমিয়া স্মার্টফোন বেছে নেয়ার আহ্বান জানানো হয়েছে। এবার ফিনিশ কোম্পানি নকিয়া নতুন একটি বিজ্ঞাপনে আইফোন ক্যামেরাকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।
এপ্রিলে অ্যাপল তাদের আইফোনের জনপ্রিয়তা সম্পর্কে ধারণা দিতে গিয়ে “এভরি ডে” শিরোনামের একটি বিজ্ঞাপন তৈরি করে। নকিয়া সেই এডটির “প্যারোডি মূলক রিপ্লাই” তৈরি করেছে। লুমিয়ার এই এডাভার্ট শুরু হয় এরকম একটি কথার মাধ্যমে “প্রতিদিন যেকোন ফোনের চেয়ে আইফোনের সাহায্যে বেশি সংখ্যক ছবি তোলা হয়”;
এরপর ফুটেজটি আবারও প্রথম থেকে শুরু করে এবং বিজ্ঞাপনের ভাষ্যকার বলেন, “কিন্ত নকিয়ায় আমরা শুধুমাত্র সংখ্যার দিকেই লক্ষ্য রেখেই (পণ্য) বানাইনা, বরং মানের দিকেও খেয়াল রাখি”;
এই ভিডিও এডটি তৈরি করতেও আইফোনের এভরিডে এডের মতই বাদ্য, কথাবার্তা এবং ছবি তোলার ধরণ তুলে ধরা হয়েছে। সেই সাথে একই অবস্থানে লুমিয়া ৯২৫ এবং আইফোন ৫ এর ক্যামেরায় তোলা ছবির সচিত্র পার্থক্যও দেখানো আছে। এতে ফ্ল্যাশ সহ, ফ্ল্যাশ ছাড়া, গতিশীল প্রভৃতি পরিস্থিতে ক্যামেরা পারফরমেন্স নজরে আনা হয়েছে। পোস্টের একদম উপরের দিকে নকিয়ার নতুন এই বিজ্ঞাপনের ভিডিও এম্বেড করা আছে। এটি প্লে করে দেখতে ভুলবেন না।
নকিয়ার এই এডের জবাবে সোমবার নতুন আরেকটি ভিডিও বিজ্ঞাপন মুক্তি দিয়েছে অ্যাপল। তবে এতে ক্যামেরা নিয়ে কোন প্রতিক্রিয়া না দেখিয়ে তাদের আইওএস ফেসটাইম ভিডিও কলের কথা উল্লেখ করেছে। অ্যাপল এখানে মূলত লুমিয়া ক্যামেরা প্রসঙ্গকে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করেছে। এবার চলুন লুমিয়া এড ক্লিপটি থেকে নেয়া কয়েকটি ছবি দেখি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।