ফেসবুক এবং মেসেঞ্জারে বিরক্তিকর লোকজন ব্লক করার উপায়

facebook app logo

কেউ যদি আপনাকে ফেসবুকের মাধ্যমে বিরক্ত, হয়রানি কিংবা অশোভনীয়ভাবে যোগাযোগ করতে চায়, তাহলে তাকে ব্লক করার সিদ্ধান্ত কার্যকরী হতে পারে। চলুন জেনে নিই, কীভাবে ফেসবুকে এবং মেসেঞ্জারে কাউকে ব্লক করবেন।

কম্পিউটারে ফেসবুকে কাউকে ব্লক করার নিয়ম

  • যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং ফেসবুক এর অফিসিয়াল সাইটে প্রবেশ করুন।
  • যে ব্যাক্তিকে ব্লক করতে চান, তার প্রোফাইলে যান। প্রোফাইল খুঁজে পেতে আপনি সার্চ বার ব্যবহার করতে পারেন।
  • প্রোফাইল ওপেন করার পর মেসেজ বাটনের পাশে অবস্থিত থ্রি-ডট বাটনে ক্লিক করুন।
  • একটি নতুন পপ-আপ মেন্যু আসবে। সেখান থেকে Block এ ক্লিক করুন।
  • একটি নতুন পপ আপ উইন্ডো আসবে যেখানে আপনার ব্লক রিকুয়েস্ট কনফার্ম করতে বলা হবে। ব্লক রিকুয়েস্ট কনফার্ম করে পুনরায় Block বাটনে ক্লিক করুন। উল্লিখিত প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করলে উক্ত ব্যাক্তিকে আপনি ফেসবুকে ব্লক করতে সক্ষম হবেন।

মোবাইলে ফেসবুকে কাউকে ব্লক করার নিয়ম

  • আপনার এন্ড্রয়েড কিংবা আইওএস চালিত ডিভাইসে অফিসিয়াল ফেসবুক অ্যাপটিতে প্রবেশ করুন।
  • যে ব্যাক্তিকে ব্লক করতে চান, তার নাম সার্চবার ব্যবহার করে খুঁজে বের করুন এবং সেই প্রোফাইলে প্রবেশ করুন।
  • প্রোফাইলে প্রবেশ করে থ্রি ডট বাটনে (এলিপসিস আইকন) ক্লিক করুন।
  • কিছু অপশনসহ একটি লিস্ট আসবে। ওই লিস্ট থেকে Block নির্বাচন করুন।
  • ব্লক কনফার্ম করতে পুনরায় Block বাটনটি চাপলেই উক্ত ব্যাক্তি আপনার ব্লক লিস্টে চলে যাবে।

বোনাসঃ ফেসবুক থেকে ফটো ও ভিডিও ব্যাকআপ নেয়ার উপায়

মেসেঞ্জারে কাউকে কীভাবে ব্লক করবেন?

ধরুন, আপনি কাউকে ফেসবুকে ফ্রেন্ড লিস্টে রাখতে চান, কিন্তু তার পাঠানো মেসেজ পেতে চান না। সেক্ষেত্রে আপনি তাকে শুধুমাত্র মেসেঞ্জারে ব্লক করার সিদ্ধান্ত নিতে পারেন। মেসেঞ্জারে কাউকে ব্লক করতে –

  • যাকে ব্লক করতে চান, তার সাথে আপনার মেসেজ ইনবক্সে প্রবেশ করুন।
  • মেসেঞ্জারের একদম উপরে থাকা তার নামের উপর ক্লিক করুন।
  • সেখান থেকে নিচের দিকে স্ক্রল করে Block অপশনটি খুজে বের করুন।
  • Block on Messenger অপশনটি সিলেক্ট করলে নতুন একটি পপ-আপ উইন্ডো আসবে।
  • উক্ত পপ আপ উইন্ডো থেকে পুনরায় Block সিলেক্ট করলে যাকে ব্লক করতে চান, সে মেসেঞ্জারে ব্লক হয়ে যাবে।
  • মেসেঞ্জারের মধ্যে ওই ব্লক অপশনে মেসেঞ্জারের পাশাপাশি ফেসবুকে ব্লক করার অপশনও রয়েছে।

বোনাসঃ ফেসবুক মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করার উপায় এলো

ফেসবুকে কাউকে ব্লক করলে কী হয়?

ফেসবুকে আপনি কাউকে ব্লক করলে সে আপনাকে মেসেজ দিতে পারবে না। এছাড়াও ব্লক করে দেওয়া ব্যাক্তি আপনার পোস্টকৃত কোনো কিছুই দেখতে পারবে না।

ফেসবুকে কাকে ব্লক করতে পারবেন?

ফ্রেন্ডলিস্ট এর যেকেউ থেকে শুরু করে ফেসবুক থাকা যেকোনো ব্যবহারকারীকেই ব্লক করা সম্ভব। আপনি চাইলে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে যেকোনো ফেসবুক প্রোফাইলকেই ব্লক করতে পারবেন।

কাউকে ব্লক করা হলে সে কি জানতে পারবে?

আপনি যে ব্যাক্তিকে ব্লক করবেন, সে ব্লক সম্পর্কিত কোনো ধরনের নোটিফিকেশন পাবেনা। ওই ব্যাক্তি যদি আপনার প্রোফাইল খুঁজতে গিয়ে খুঁজে না পায়, তবেই  তার পক্ষে জানা সম্ভব যে আপনি তাকে ব্লক করেছেন।

কাউকে আনব্লক করবেন কীভাবে?

যদি আপনি ভুলে কাউকে ব্লক করে দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি চাইলে যেকোনো সময় ব্লক তুলে নিতে পারবেন। কাউকে আনব্লক করতে –

  • আপনার কম্পিউটার কিংবা স্মার্টফোন থেকে ফেসবুক সেটিংস এ প্রবেশ করুন।
  • এরপর Blocking List এ প্রবেশ করুন।
  • সেখানে ব্লককৃত সকল প্রোফাইল দেখতে পাবেন। ব্লককৃত ব্যাক্তির নামের পাশে থাকা Unblock অপশনে ক্লিক করলেই আনব্লক করতে পারবেন।
  • মেসেঞ্জারের ক্ষেত্রে একদম উপরে থাকা আপনার নিজের প্রোফাইল পিকচারে ক্লিক করুন। এরপর মেসেঞ্জারের সেটিংস আসবে। সেখান থেকে একাউন্ট সেটিংস এ গিয়ে ব্লকিং অপশন পাবেন। ওখানে ব্লক লিস্ট থেকে কাউকে আনব্লক করতে পারেন।

আপনি যদি আপনার ফ্রেন্ডলিস্টে থাকা কাউকে ব্লক করে থাকেন, তবে ব্লক করার কারণে সে আপনার ফ্রেন্ডলিস্ট থেকে বাদ হয়ে যাবে। এক্ষেত্রে আনব্লক করার পর পুনরায় ওই ব্যাক্তিকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে হবে।

বোনাসঃ ফেসবুক প্রোফাইল কে ভিজিট করল তা কি জানা যায়?

আনফ্রেন্ড এবং ব্লক কি একই জিনিস?

না, কাউকে আনফ্রেন্ড করা এবং ব্লক করা একই ব্যাপার নয়। আপনি যখন কাউকে আনফ্রেন্ড করে দিবেন, তখন ওই ব্যাক্তি আপনার পোস্ট আপডেট পাবেনা। একই সাথে আপনিও ওই ব্যাক্তির পোস্টের আপডেট পাবেন না। তবে উভয়েই চাইলে একজন আরেকজনের প্রোফাইলের পাবলিক পোস্ট এবং তথ্য দেখতে পারবেন। কাউকে ব্লক করলে ব্লককৃত ব্যাক্তি যিনি ব্লক দিয়েছেন তার প্রোফাইল কোনো উপায়েই দেখতে পারবেন না, এমনকি খুঁজেও পাবেন না।

👉 ফেসবুক মেসেঞ্জার ব্যবহারের নিয়ম

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *