১১কে রেস্যুলেশনের (২২৫০ পিপিআই) মোবাইল ডিসপ্লে বানাচ্ছে স্যামসাং!

আজকাল লোকজন ফোর’কে (4K) রেস্যুলেশনের ডিসপ্লে নিয়েই মাতামাতি করছে, আর 8K নিয়ে চলছে আলোচনা ও জল্পনাকল্পনা। কিন্তু একই সময়ে স্যামসাং আরও কয়েক ধাপ এগিয়ে গিয়ে 11K রেস্যুলেশনের হাই-পারফরমেন্স মোবাইল ডিসপ্লে বানানোর কাজে হাত দিয়েছে। কোরিয়ান সংবাদপত্র ‘ইলেকট্রনিক টাইমস’ জানিয়েছে, স্যামসাং ২০১৮ সালের মধ্যে ১১কে মোবাইল ডিসপ্লে তৈরি করবে যার প্রতি ইঞ্চিতে ২২৫০টি পিক্সেল থাকবে যা কোম্পানিটির বর্তমান কোয়াড-এইচডি মোবাইল স্ক্রিনের তুলনায় চারগুণ বেশি।

‘ইএনডিকে (EnDK)’ নামের এই প্রজেক্টে স্যামসাংয়ের সাথে আরও ১৩টি কোম্পানি একজোট হয়েছে। দক্ষিণ কোরিয়ার সরকারও উক্ত প্রকল্পে ৫ বছর মেয়াদে সাড়ে ২৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে।

মোবাইলের জন্য 4K মানের ডিসপ্লেই অনেকে বাড়াবাড়ি মনে করেন। সেখানে 11K ডিসপ্লের কী দরকার? এই প্রশ্নের জবাবে স্যামসাং বলছে, ১১কে স্ক্রিনে ব্যবহারকারীরা থ্রিডি অভিজ্ঞতা পাবেন। এতে বিশেষ থ্রিডি চশমা ছাড়াই 3D ইফেক্ট পাওয়া যাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *