জুন মাসের শেষদিকে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা কোম্পানিটির কর্মীদের নিকট পাঠানো এক বার্তায় জানিয়েছিলেন যে, প্রতিষ্ঠানটি কিছু কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই সিদ্ধান্তগুলো এমন এক ক্ষেত্রে নেয়া হচ্ছে যে ক্ষেত্রটি মাইক্রোসফটের জন্য কার্যকরী নয়। আর এখন মাইক্রোসফট ঘোষণা করল, কোম্পানিটি তাদের মোবাইল ফোন ডিভিশন থেকে ৭,৮০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। অর্থাৎ মাইক্রোসফটের উইন্ডোজ ফোন বা লুমিয়া বিভাগ থেকে এই ৭,৮০০ স্টাফ ছাঁটাই করা হবে।
এছাড়া নকিয়ার কাছ থেকে মাইক্রোসফট ৭.২ বিলিয়ন ডলার মূল্যে যে মোবাইল ফোন ব্যবসা কিনেছিল, সেটি সহ মোট ৭.৬ বিলিয়ন ডলার ‘রাইট অফ’ (অবলোপন) এর আওতায় নিয়ে নিচ্ছে উইন্ডোজ নির্মাতা। এর মানে হচ্ছে, নকিয়ার মোবাইল ফোন ইউনিট কিনতে মাইক্রোসফটের যে পরিমাণ অর্থ খরচ হয়েছিল তার পুরোটাই এখন শূন্য/লোকসানের খাতায় দিয়ে দিল রেডমন্ড।
মাইক্রোসফট এখন বলছে, তারা মোবাইল ফোন ব্যবসার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে যাচ্ছে। পুরোপুরি উঠে না এলেও আপাতত কম পরিমাণ লুমিয়া ডিভাইস তৈরি করবে কোম্পানিটি- এমনটিই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। তবে এরকম একটি সিদ্ধান্ত বাজারে উইন্ডোজ মোবাইলের সুনাম নেতিবাচকভাবে পরিবর্তন করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।