বিশ্বকাপে ১৬টির মধ্যে ১৫টি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী দিল করটানা!

cortana img 11এবারের ফুটবল বিশ্বকাপে নকআউট রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত ১৬ টি ম্যাচের মধ্যে ১৫টির সঠিক ভবিষ্যদ্বাণী দিতে সক্ষম হয়েছে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ করটানা। উইন্ডোজ ফোন ৮.১ চালিত স্মার্টফোনে উপলভ্য এই সফটওয়্যারটি বিং সার্চ ইঞ্জিনের প্রেডিকশন সার্ভিস।

করটানার ভবিষ্যদ্বাণী সঙ্ক্রান্ত তথ্য-উপাত্ত সরবরাহকারী বিং প্রেডিকশন ইঞ্জিন কোনো দৈবচয়ন কিংবা লটারির ভিত্তিতে কাজ করেনা। এটি বিভিন্ন ফুটবল টিমের লাইনআপ, অতীত পারফর্মেন্স, খেলার মাঠ, আবহাওয়া এমনকি মাঠের ঘাস পর্যন্ত অনেকগুলো বিষয় বিবেচনা করে প্রতিটি দলের সুবিধা-অসুবিধা বিচারের মাধ্যমে সম্ভাব্য বিজয়ীর নাম তুলে আনে

বিশ্বকাপ ২০১৪ আসরের এলিমিনেশন রাউন্ড থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বিজয়ী দলের নাম অনুমান করাটা বেশ কঠিন বলে স্বীকার করেছে মাইক্রোসফটের এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট প্রোগ্রাম। কঠিন হলেও শেষ হাসি কে হাসবে সেটি অনুমান করতে কোনও কার্পণ্য করেনি এটি। করটানার সফল ভবিষ্যদ্বাণীগুলো দেখতে আমাদের এই পোস্টটি দেখুন

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *