অ্যাপল তাদের গ্রাহকদের জন্য প্রযুক্তিগত সুবিধা দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও সেবা নিশ্চিতে বরাবরই নতুন কিছু আনার চেষ্টা করে। এই ধারাবাহিকতায় তারা এবার এনেছে AppleCare One, যা একটি সম্পূর্ণ নতুন ধরনের সাবস্ক্রিপশন পরিষেবা। এক সময় ছিল, প্রতিটি ডিভাইসের জন্য আলাদা করে AppleCare+ নিতে হতো, আলাদা চার্জ দিতে হতো, আর তা সময়সাপেক্ষও ছিল। এবার সেই জটিলতা কাটিয়ে AppleCare One এনেছে এক প্ল্যানে একাধিক ডিভাইস কভার করার সুবিধা।
এই পরিষেবার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, একটিমাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি আপনার iPhone, iPad, Mac, এমনকি Apple Watch–এর জন্যও পূর্ণ AppleCare+ কভারেজ নিতে পারবেন। শুধু তাই নয়, আপনি চাইলে এমনকি চার বছর পুরনো ডিভাইসও এই কভারেজে যুক্ত করতে পারবেন নির্দিষ্ট শর্তে। এটি এমন এক সেবা, যা অ্যাপল ব্যবহারকারীদের জন্য খরচ কমানো, সময় বাঁচানো ও মানসিক প্রশান্তির একটি সহজ সমাধান হয়ে উঠতে পারে।
অ্যাপলকেয়ার ওয়ান পরিষেবাটি এখনই অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কারণ, অ্যাপল পণ্যের দাম যেমন বেশি, তেমনি এর রক্ষণাবেক্ষণ ব্যয়ও কম নয়। তাই যদি এমন কোনো সেবা পাওয়া যায় যা একইসঙ্গে একাধিক ডিভাইসের দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি, ব্যাটারি সমস্যা, চুরি বা হারিয়ে যাওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে — তাহলে সেটি নিঃসন্দেহে সময়োপযোগী এবং কার্যকর একটি উদ্যোগ।
কীভাবে কাজ করে AppleCare One?
অ্যাপলকেয়ার ওয়ান হলো একটি মাসিক সাবস্ক্রিপশন প্ল্যান, যার মাধ্যমে আপনি একসঙ্গে তিনটি পর্যন্ত অ্যাপল ডিভাইস কভার করতে পারবেন। এর মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৯.৯৯ মার্কিন ডলার। চাইলে আপনি অতিরিক্ত প্রতি ডিভাইসের জন্য ৫.৯৯ ডলার/মাস দিয়ে আরও ডিভাইস এই প্ল্যানে যুক্ত করতে পারবেন।
এই সাবস্ক্রিপশনের আওতায় থাকলে আপনি পাবেন AppleCare+–এর সব সুবিধা। এর মধ্যে রয়েছে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ কভারেজ, স্ক্রিন ও ব্যাটারি রিপ্লেসমেন্ট, চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনায় রিপ্লেসমেন্ট সুবিধা, ২৪/৭ প্রাধান্যভিত্তিক টেক সাপোর্ট, এবং দ্রুত এক্সপ্রেস রিপ্লেসমেন্ট সেবা।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
পুরনো ডিভাইসও অন্তর্ভুক্ত করা যাবে
AppleCare One-এর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, আপনি এই সাবস্ক্রিপশন কেনার সময় আপনার ডিভাইসটি নতুন হোক বা পুরনো, সর্বোচ্চ চার বছরের মধ্যে থাকলেই চলবে। সাধারণ AppleCare+ এর ক্ষেত্রে ডিভাইস কেনার ৬০ দিনের মধ্যে কভারেজ নিতে হতো, যা অনেকের জন্য বাধা হয়ে দাঁড়াত। এখন আর সেই চাপ নেই।
তবে ডিভাইসটি ভালো অবস্থায় থাকতে হবে এবং Apple-এর নির্ধারিত কিছু স্বয়ংক্রিয় ডায়াগনস্টিক পরীক্ষায় পাস করতে হবে। এই প্রক্রিয়া অনলাইনে করা যাবে, কোনো স্টোরে যেতে হবে না। ফলে পুরনো ডিভাইস ব্যবহারকারীরাও নিশ্চিন্তে নিরাপত্তা কভারেজ পেতে পারেন। তবে ডিভাইসে কোনো সমস্যা থাকলে অ্যাপল স্টোরে গিয়ে সেটি পরীক্ষা করাতে হবে।
কতটা সাশ্রয়ী এই পরিষেবা?
যদি আলাদা আলাদা করে iPhone, iPad, ও Apple Watch–এর জন্য AppleCare+ নেওয়া হয়, তাহলে মাসিক খরচ দাঁড়ায় প্রায় ৩০ ডলারের কাছাকাছি। কিন্তু AppleCare One-এর মাধ্যমে আপনি মাত্র ১৯.৯৯ ডলারে একই তিনটি ডিভাইস কভার করতে পারবেন। এতে করে আপনি প্রতি মাসে প্রায় ১০ ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারেন।
এই ধরনের ফ্ল্যাট সাবস্ক্রিপশন মডেল অনেকটা Apple One বা Netflix-এর মতো। এখানে একটি নির্দিষ্ট ফি দিয়ে আপনি একাধিক পরিষেবা উপভোগ করতে পারেন ঝামেলাহীন এবং ধারাবাহিকভাবে।
👉 গুগল পে নাকি অ্যাপল পে? কোনটি সেরা? পার্থক্য কী?
পরিবারের জন্য বা অফিস ব্যবহারেও উপযুক্ত
AppleCare One শুধুমাত্র একক ব্যবহারকারীর জন্য নয়। যদি আপনি পরিবারের অন্য সদস্যদের সাথেও অ্যাপল ডিভাইস ব্যবহার করেন, অথবা আপনার অফিসে একাধিক কর্মচারী অ্যাপল ডিভাইসে কাজ করেন তাহলে এটি হতে পারে একটি সাশ্রয়ী সল্যুশন।
বিশেষ করে ছোট ব্যবসা, কনটেন্ট ক্রিয়েটর টিম, বা ফ্রিল্যান্সারদের জন্য AppleCare One অনেকটাই ঝামেলা মুক্ত একটা সমাধান। কারণ এতে একসাথে একাধিক ডিভাইস কভার করা যায় এবং খরচ হিসেবেও থাকে সহজে বোঝার মতো।
কোথায় পাওয়া যাবে এই সেবা?
বর্তমানে AppleCare One শুধুমাত্র যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। Apple এখনই নিশ্চিতভাবে জানায়নি যে, এই পরিষেবাটি কবে আন্তর্জাতিকভাবে চালু হবে। তবে অতীত অভিজ্ঞতা বলে, যুক্তরাষ্ট্রে ভালো সাড়া পেলে অন্য মার্কেটেও ধীরে ধীরে AppleCare One চালু হতে পারে।
বাংলাদেশে থাকা ইউএস অ্যাপল আইডি ব্যবহারকারীদের জন্য সরাসরি AppleCare+ বা AppleCare One পাওয়া গেলেও অনেক সময় সেটি সীমিত হতে পারে বিভিন্ন কারণে। তবে বিদেশ থেকে কেনা ডিভাইস, কিংবা মার্কিন অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যাকটিভ সাবস্ক্রিপশন নিলে কেউ কেউ এই সুবিধা নিতে পারেন।
👉 হারানো আইফোন খুঁজে পাওয়ার উপায়
AppleCare One অ্যাপলের তরফ থেকে একটি সময়োপযোগী ও ব্যবহারবান্ধব উদ্যোগ। এটি শুধু নিরাপত্তা বাড়ায় না, একইসঙ্গে অ্যাপল ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতাও উন্নত করে। বারবার চিন্তা না করে, একবারেই একাধিক ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করতে পারলে সেটি গ্রাহকদের জন্য স্বস্তির কারণ হয়।
ভবিষ্যতে অ্যাপলের সব গ্রাহক পরিষেবা হয়তো এই সাবস্ক্রিপশন ভিত্তিক মডেলেই রূপ নেবে। AppleCare One সেই ভবিষ্যতের দিকে একটি বড় পদক্ষেপ।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।