বাংলাদেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (MFS) ব্যবহারের কথা উঠলে, সবার আগে যার নাম আসে তা হলো বিকাশ। দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকমের নতুন ফিচার এনে ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করে চলেছে প্রতিষ্ঠানটি। আর এবার তারা এনেছে এমন একটি ফিচার, যা অনেক গ্রাহকের বহুদিনের চাওয়া ছিল। সেটা হচ্ছে, নোটিফিকেশন কন্ট্রোল।
অতিরিক্ত নোটিফিকেশন ছিল ভোগান্তির নাম
বিকাশ অ্যাপ ব্যবহারকারীরা এতদিন পর্যন্ত অ্যাপ থেকে নানা ধরনের নোটিফিকেশন পেয়ে আসছিলেন – টাকা লেনদেন, অফার, ডিসকাউন্ট, ক্যাশব্যাক, রিমাইন্ডার, এমনকি নতুন ফিচারের ঘোষণাও। তবে সব নোটিফিকেশন একসাথে আসার কারণে অনেক সময় এটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াত।
অনেকেই অভিযোগ করেছেন, দিনে একাধিক প্রমোশনাল নোটিফিকেশন তাদের বিরক্ত করে। কেউ কেউ হয়তো অফিসে ব্যস্ত, কেউ বা রাতের বেলায় বিশ্রাম নিচ্ছেন – এর মধ্যে মোবাইলে বিকাশের নানান অফারের পুশ নোটিফিকেশন এসে মনোযোগ বিঘ্ন ঘটায়। এর ফলে অনেকেই এক পর্যায়ে মোবাইল সেটিংসে গিয়েই বিকাশের সব ধরনের নোটিফিকেশন ডিসেবল করে দেন। এতে করে তারা অফার থেকে মুক্তি পেলেও লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট থেকেও বঞ্চিত হন।
অবশেষে সমাধান – বেছে নিন আপনি কী দেখতে চান
এই সমস্যা সমাধানে বিকাশ চালু করেছে নতুন ফিচার – “নোটিফিকেশন ম্যানেজমেন্ট”। এখন থেকে অ্যাপ ব্যবহারকারীরা নিজেরাই বেছে নিতে পারবেন, তারা কোন ধরনের নোটিফিকেশন পেতে চান আর কোনটা নয়।
- আপনি চাইলে শুধু অফার ও প্রমোশনাল নোটিফিকেশন অফ করতে পারবেন।
- তবে লেনদেন সম্পর্কিত যেমন: অ্যাড মানি, সেন্ড মানি, রিসিভ মানি, ক্যাশ আউট ইত্যাদি নোটিফিকেশন চালু থাকবে আগের মতই।
- এমনকি আপনি যখন অ্যাপে ঢুকবেন, তখন অফার ও অন্যান্য প্রমোশনাল তথ্য অ্যাপেই দেখতে পারবেন, কিন্তু ফোনে পুশ নোটিফিকেশন আসবে না।
এই ফিচার একদিকে যেমন ইউজারের স্বাধীনতা বাড়াবে, অন্যদিকে যারা শুধুমাত্র দরকারি আপডেট পেতে চান তাদের জন্যও এটি একটি বড় সুবিধা।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
কীভাবে বিকাশ নোটিফিকেশন কন্ট্রোল করবেন?
১. বিকাশ অ্যাপে প্রবেশ করুন
২. স্ক্রিনের উপরের দিকে বাম কোণায় থাকা নিজের বিকাশ প্রোফাইল ইমেজের উপর ট্যাপ করুন
৩. নিচের দিকে গিয়ে সেখান থেকে “Notification Management” নির্বাচন করুন
৪. প্রমোশনাল ক্যাটেগরির টগল সুইচ বন্ধ করে “ইয়েস ডিজেবল” নিশ্চিত করলেই আপনি অফারের পুশ নোটিফিকেশন আর পাবেন না
👉 বিকাশ লোন এখন ৫০ হাজার টাকা পর্যন্ত পাবেন!
গ্রাহকেরা যেহেতু অনেকদিন ধরেই অতিরিক্ত নোটিফিকেশনের কারণে বিরক্ত হচ্ছিলেন, বিকাশ সেই বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে কার্যকর সমাধান দিয়েছে। নোটিফিকেশন কন্ট্রোল ফিচার শুধুমাত্র বিরক্তি কমায়নি, বরং এটি ডিজিটাল প্রাইভেসি ও ইউজার চয়েস এর দিকেও এক ধাপ অগ্রগতি। অনেক অ্যাপেই এখন এই ফিচার থাকলেও বাংলাদেশের ফিনটেক ইকোসিস্টেমে এর ব্যবহার খুব বেশি দেখা যায় না। বিকাশ সেই দিক থেকে একটি রোল মডেল হয়ে দাঁড়িয়েছে।
ডিজিটাল সেবায় যখন প্রতিযোগিতা তুঙ্গে, তখন ইউজারের রুচি ও প্রয়োজনকে সম্মান জানিয়ে বিকাশ যে পথে এগোচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই নোটিফিকেশন কন্ট্রোল ফিচার একদিকে যেমন ইউজারদের স্বাধীনতা দিচ্ছে, অন্যদিকে ব্র্যান্ড হিসেবে বিকাশের প্রতি বিশ্বাস আরও জোরদার করছে।
👉 বিকাশে পিন কোড ছাড়াই পেমেন্ট করার উপায় – সহজ ও সুরক্ষিত লেনদেন
যারা বিকাশ অ্যাপ ব্যবহার করছেন, এখনই অ্যাপটি আপডেট করে এই নতুন ফিচারটি ট্রাই করে দেখতে পারেন। প্রোমোশনাল বিরক্তি ছাড়াই দরকারি সব তথ্য রাখতে পারবেন হাতে, একদম নিজের পছন্দমতো।
আপনার মতামত কী? আপনি কি এই ফিচারটি ব্যবহার করে উপকৃত হয়েছেন? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।