১৩ ইঞ্চি আইপ্যাড ও বড় স্ক্রিনের আইফোন আনতে পারে অ্যাপলঃ WSJ

টেক জায়ান্ট অ্যাপল আরও বড় সাইজের আইফোন ও আইপ্যাড নিয়ে কাজ করছে। ওয়াল স্ট্রিট জার্নাল এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পত্রিকাটি আরও নির্দিষ্টভাবে ১৩ ইঞ্চি (বা ১২.৯”) আইপ্যাড এবং বর্তমানে প্রচলিত আইফোনের চেয়ে বড় (৪ ইঞ্চির বেশি) স্ক্রিনের আইফোনের কথা উল্লেখ করেছে।

কোরিয়ান সংবাদ সংস্থা ইটি নিউজ মে মাসে ১২.৯ ইঞ্চি আইপ্যাড নিয়ে রিপোর্ট করেছিল। এছাড়া রয়টার্সও গত মাসে ৪.৭ ইঞ্চি এবং ৫.৭ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ আইফোন তৈরির কথা প্রকাশ করেছে।

ডাব্লিউএসজে সূত্র উল্লেখ আরও বলেছে, চলতি বছর ৯.৭ ইঞ্চি (২০৪৮ x ১৫৩৬) রেটিনা ডিসপ্লে যুক্ত আরও হালকা এবং পাতলা আইপ্যাড মুক্তি পাবে।

এছাড়া আইফোন ৫এস এবং এর বহুরঙা প্লাস্টিক ভার্সন বাজারে আসার কথাও জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *