ফাঁস হল মাইক্রোসফটের গোপন এন্ড্রয়েড পেটেন্ট তালিকা

আগেই হয়ত জানেন, গত কয়েক বছর ধরেই, গুগল এন্ড্রয়েড ও ক্রোম অপারেটিং সিস্টেমের জন্য বেশ কিছু পেটেন্ট লাইসেন্স দিয়ে যাচ্ছে মাইক্রোসফট। এন্ড্রয়েড ও ক্রোম ওএস চালিত ডিভাইস ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো মাইক্রোসফটের মেধাস্বত্ব সঙ্ক্রান্ত মামলা এড়ানোর জন্য উইন্ডোজ নির্মাতার নিকট থেকে মোটা অংকের অর্থের বিনিময়ে এসব পেটেন্টের লাইসেন্স নিয়ে থাকে।

এন্ড্রয়েড পেটেন্ট লাইসেন্সিং থেকে বছরে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে মাইক্রোসফট!

মাইক্রোসফট বেশ বড়াই করেই বলে থাকে যে, যুক্তরাষ্ট্রে বিক্রীত ৭০ শতাংশের বেশি এন্ড্রয়েড স্মার্টফোন রেডমন্ডের লাইসেন্সিংয়ের আওতায় আছে। কিন্তু ঠিক কোন কোন প্রযুক্তির পেটেন্ট এই লাইসেন্সে অন্তর্ভুক্ত আছে তা কোনো পক্ষই জানায়নি।

সম্প্রতি নকিয়া অধিগ্রহণের সময় এ ব্যাপারে চীন সরকারের অনুমোদন নেয়ার সময় দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এ সঙ্ক্রান্ত তথ্য প্রকাশ করেছে মাইক্রোসফট। এরপর চীনা কর্তৃপক্ষই মাইক্রোসফটের এই গোপন পেটেন্ট লিস্ট জনসম্মুখে নিয়ে আসে। এতে ৩০০টির ও বেশি পেটেন্ট ও এপ্লিকেশন রয়েছে।

এর মধ্যে ৭৩টি হচ্ছে স্ট্যান্ডার্ড এসেনশিয়াল পেটেন্ট এবং আরও ১২৭টি পেটেন্ট আছে যা মাইক্রোসফটের দাবী অনুযায়ী এন্ড্রয়েডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *