ইউরোপের বাজারে অক্টোবর ২০০৯ থেকে সেপ্টেম্বর ২০১২ এর মধ্যে বিক্রীত একটি নির্দিষ্ট মডেলের ইউএসবি আইফোন চার্জার বিনামূল্যে বদল করে দিচ্ছে অ্যাপল। অ্যাডাপ্টারগুলো অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যেত এবং এটি নিরাপত্তাজনিত ঝুঁকির কারণ হতে পারে বলে জানিয়েছে টেক জায়ান্ট। পুরাতন ত্রুটিপূর্ণ ঐ আইফোন চার্জার ফেরত নিয়ে নতুন আরেকটি চার্জার দিতে কোনো মূল্য নেবেনা অ্যাপল।
এ১৩০০ মডেলের এসব অ্যাডাপ্টারে ‘সিই’লেখা রয়েছে যা মোট ৩৭টি দেশে বিক্রি হয়েছিল। আইফোন ৩জিএস, আইফোন ৪, এবং আইফোন ৪এস এর সাথে এগুলো দেয়া হয়েছে। এছাড়া খুচরা বাজারেও কিছু কিছু ত্রুটিপূর্ণ আইফোন চার্জার বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের ত্রুটিপূর্ণ চার্জার পরিবর্তন করার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ২০০৮ সালে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ল্যাটিন অ্যামেরিকার কয়েকটি দেশে আইফোন ৩জি চার্জার বদলে দেয় কোম্পানিটি। এছাড়া চীনে নিরাপত্তার খাতিরে বেশ কিছু নকল আইফোন চার্জারও রিপ্লেস করেছে অ্যাপল।
আপনার আইফোন চার্জারের মডেল যদি এ১৩০০ হয়ে থাকে তাহলে এটি রিপ্লেস করার প্রয়োজন আছে কিনা তা জানতে অ্যাপলের এই অফিসিয়াল লিংক দেখুন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।