এটিএম বুথে ছেঁড়া নোট পেলে করণীয়

এটিএম বুথ থেকে কার্ড দ্বারা টাকা তোলার বিষয়টি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। খুব সহজে যেকোনো স্থান থেকে ব্যাংক একাউন্ট থেকে টাকা তোলা যায় বলে এটিএম বুথ এর প্রচলন দিনদিন বেড়েই চলেছে। এটিএম বুথ থেকে জাল নোট পেলে করণীয় সম্পর্কে আমরা ইতিমধ্যে অন্য পোস্টে জেনেছি। তবে কি করবেন যদি এটিএম বুথে ছেঁড়া নোট পান? এই পোস্টে জানবেন এটিএম বুথে ছেঁড়া নোট পেলে করণীয় সম্পর্কে।

আপনার যদি কোনো ব্যাংকে একাউন্ট থাকে, তাহলে আপনার কাছে হয়ত ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড রয়েছে। আর ডেবিট কার্ড আছে মানে হলো আপনি অবশ্যই এটিএম বুথ থেকে টাকা তোলেন। এখন টাকা তুলতে গিয়ে দেখলেন উত্তোলন করা টাকার মধ্যে ছেঁড়া নোট ও রয়েছে। এটিএম বুথে পাওয়া ছেঁড়া নোট নিয়ে করনীয় সম্পর্কে এই পোস্টে আলোচনা করা হবে।

এটিএম বুথে ছেঁড়া নোট পেলে করণীয়

জরুরি প্রয়োজনে এটিএম বুথ থেকে টাকা তুলতে গিয়ে ছেঁড়া টাকা পেয়েছেন? চিন্তার কোনো কারণ নেই। এই পোস্টে এটিএম বুথে ছেঁড়া টাকা পেলে কি করা উচিত সে সম্পর্কে আলোচনা করা হয়েছে, চলুন জেনে নেওয়া যাক।

  • টাকা তোলার পর এটিএম বুথ থেকে বের হওয়ার আগে অবশ্যই প্রাপ্ত টাকা জাল বা ছেঁড়া কিনা তা চেক করুন
  • প্রাপ্ত টাকার মধ্যে ছেঁড়া নোট থাকলে তা পকেটে ঢুকাবেন না বা বুথ থেকে বের হবেন না। টাকার পরিমাণ যতই হোক না কেনো, সবসময় এই একই নিয়ম মেনে চলবেন
  • এবার ছেঁড়া নোটটি দুই হাত ব্যবহার করে এটিএম মেশিনের উপরে থাকা ক্যামেরার সামনে এমনভাবে ধরুন যাতে ক্যামেরাতে নোটের ছেঁড়া অংশ ও নোট এর নাম্বার দেখা যায়। একাধিক ছেঁড়া নোট পেলে প্রতিটি নোট আলাদা করে ক্যামেরার সামনে ধরুন। এই বিষয়টি দ্বারা প্রাপ্ত ছেঁড়া নোট যে এটিএম থেকে এসেছে তার প্রমাণ হিসেবে কাজ করে
  • বুথ থেকে বের হবেন না, বাহিরে দায়িত্বে নিয়োজিত সিকিউরিটি গার্ডকে ডাকুন ও ছেঁড়া নোট পাওয়ার বিষয়টি সম্পর্কে গার্ডকে জানান৷ গার্ড এর কাছে থাকা নোটবুকে তিনি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সকল তথ্য নোট করে নিবেন
  • এটিএম বুথে থাকা মেশিনের নাম্বার বা পরিচিতি সংগ্রহ করে আপনার ব্যাংকের নিকটস্থ শাখায় চলে যান
  • ব্যাংকের শাখায় অফিস আওয়ারের মধ্যে যেতে পারলে সরাসরি ক্যাশ কাউন্টারে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ দাখিলের সময় প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করে কর্মরত অফিসারকে সহায়তা করুন
  • আগে থেকে যদি মোবাইলের মেসেজ এলার্ট চালু থাকে তাহলে টাকা তোলার প্রমাণ হিসেবে ফোনে আসা এসএমএস ও দেখাতে পারেন
  • প্রাপ্ত ছেঁড়া নোট যদি অল্প পরিমাণে ছেঁড়া হয়ে থাকে, তবে ব্যাংকের শাখায় থাকার কাউন্টার থেকেই উক্ত নোট পরিবর্তন করে নতুন নোট প্রদান করা হবে
  • কিন্তু প্রাপ্ত নোটের অবস্থা বেশি গুরুতর হলে সেক্ষেত্রে প্রথমে একটি ফরম পূরণ করে অভিযোগ করতে হবে
  • অভিযোগ দাখিলের পর আপনার ছেঁড়া নোট পরিবর্তন করে নতুন নোট প্রদান করা হবে

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

এটিএম বুথ সতর্কতা

👉 এটিএম বুথ থেকে টাকা তোলার সময় যা খেয়াল রাখা জরুরি

এভাবে এটিএম বুথ থেকে পাওয়া ছেঁড়া টাকা বেশ সহজে পরিবর্তন করে নেওয়া যাবে ব্যাংকের শাখা থেকে। উল্লেখ্য যে ছেঁড়া নোট এর ক্ষেত্রে একেক ব্যাংকের নিয়ম একেক রকম হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে ছেঁড়া নোট সরাসরি ব্যাংক শাখা থেকে তৎক্ষণাৎ পরিবর্তন করে দেওয়া হয়।

কিছু ব্যাংকে অভিযোগ প্রদান করে তবে ছেঁড়া টাকা পরিবর্তন করে দেওয়া হয়। অনেক ব্যাংকে আবার পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে প্রাপ্ত ছেঁড়া নোট এর অর্থ ব্যাংক একাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,551 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *