কম দামি পোকো ফোন সম্পর্কে জানুন

সবচেয়ে কম দামি পোকো ফোন কোনটা? এই যদি হয় আপনার জিজ্ঞাসা, তাহলে আপনি ঠিক জায়গায় এসে পৌঁছেছেন। বাংলাদেশের তরুণ সমাজের কাছে পোকো বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড। বাজেটের মধ্যে গেমিং ও পারফরম্যান্সকে মাথায় রেখে ফোন তৈরি করে পোকো। তাই বিশ্বব্যাপী খুব অল্প সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে স্মার্টফোন ব্র্যান্ডটি। পোকো তাদের স্মার্টফোনগুলোতে মূলত পারফরম্যান্সকে অধিক গুরুত্ব দিয়ে থাকে।

দেশের বাজারে কম দামে পোকো’র কয়েকটি ফোন পাওয়া যায়। তবে এসব ফোন প্রধানত শাওমি ফোনের রিব্র্যান্ডেড ভার্সন। তাই পোকো’র মূল আদর্শ এর সাথে মিল রেখে অসাধারণ পারফরম্যান্স এসব ফোন থেকে পাওয়া না ও যেতে পারে। এই পোস্টে দেশের বাজারে পাওয়া যাচ্ছে এমনক কয়েকটি কম দামি পোকো ফোন সম্পর্কে জানবেন। তালিকার শেষে একটি বিশেষ আকর্ষণীয় ফোনের কথা উল্লেখ করা হয়েছে, সেটি মিস করবেন না যেনো।

পোকো সি৩ – Poco C3

পোকো সি৩ ফোনটি পোকো এর এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোন। এই ফোনটিতে পোকো ফোনের তেমন কোনো বৈশিষ্ট্য চোখে পড়বেনা। প্রায় ১২হাজার টাকা দামের ফোন হওয়া স্বত্বেও ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫। এই দামে আমরা টেকনো এর ফোনগুলোতে আরো ভালো প্রসেসর ব্যবহার করতে দেখেছি। 

৬.৪৩ইঞ্চির এই ফোনটিতে ১৩মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা ও ৫মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ৩জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ এবং ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। ৫০০০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে ফোনটিতে।

এবার আসা যাক ফোনটি দাম এর পাশাপাশি কতটুকু ভ্যালু প্রদান করছে সেই আলাপে। পোকো এর ফোনগুলোতে আমরা সবসময় অর্থের চেয়ে অধিক ভ্যালু দেখতে অভ্যস্ত। সেখানে পোকো সি৩ অনেকটা উলটো, দাম হিসেবে ফোনটিতে কোনো ধরনের “ওয়াও” ফ্যাক্টর নেই।

তবে পোকো সি৩ যে একটি পোকো ফোন এই বিষয়টি বিবেচনার বাইরে রাখলে পোকো সি৩ ফোনটিকে মোটামুটি কার্যকরী একটি ডিল বলা চলে। আপনি যদি এই ফোনটি কিনতে চান, তবে পরামর্শ থাকবে আমাদের ১৫ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল এর পোস্টটি ঘুরে আসতে, যেখানে প্রায় একই দামে পোকো সি৩ এর চেয়ে ভালো ফোনের উল্লেখ আছে।

POCO C3 - পোকো সি৩

একনজরে পোকো সি৩ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩জিবি/৪জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি/৬৪জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

পোকো সি৩ এর দামঃ

  • ৩জিবি র‍্যাম + ৩২জিবি স্টোরেজঃ ১১,৪৯৯টাকা
  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১২,৯৯৯টাকা

পোকো সি৩১ – Poco C31

আরেকটি কম দামি পোকো মোবাইল হলো পোকো সি৩১। পোকো সি৩ এর মত দেখতে ও প্রায় একই স্পেসিফিকেশন এর পোকো সি৩১ ফোনটি। এই দামে ফোন কিনতে হলে আমাদের ১৫ হাজারের মধ্যে সেরা ফোনের তালিকা দেখে আসতে ভুলবেন না।

পোকো সি৩১ ফোন এলো কম দাম নিয়ে

👉 গ্রামীণফোন ফ্লেক্সিপ্ল্যান কি, কিভাবে চালু করে, সুবিধা জানুন

একনজরে পোকো সি৩১ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫ 
  • র‍্যামঃ ৩জিবি / ৪জিবি 
  • স্টোরেজঃ ৩২জিবি / ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

পোকো সি৩১ এর দামঃ

  • ৩জিবি র‍্যাম + ৩২জিবি স্টোরেজঃ ১২,৯৯৯টাকা
  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১৩,৯৯৯টাকা

পোকো এফ১ – Poco F1

পোস্টের শুরুতে বলেছিলাম পোস্টের শেষে একটি স্পেশাল ফোনের কথা জানাবো- পোকো এফ১ হলো সেই ফোনটি। পোকোফোন এফ১ বা পোকো এফ১ ফোনটি সাথে কমবেশি সবাই পরিচিত হয়ে থাকবেন। বেশ সাশ্রয়ী দামে মাথানষ্ট প্রসেসর প্রদান করে ফোনটি রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলো।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

কম দামি পোকো ফোন সম্পর্কে জানুন

বর্তমানে পোকো এফ১ ফোনটির বিভিন্ন ভ্যারিয়েন্ট দেশের বাজারে পেয়ে যাবেন ১২হাজার টাকা থেকে ১৫হাজার টাকার মধ্যে। ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, যা শুধুমাত্র ১৫হাজার নয়, ২০হাজারের ও বেশি দামের ফোনকে পারফরম্যান্স এর বিচারে হারিয়ে দিতে পারে। তবে হ্যাঁ, ফোনটির ডিজাইন কিছুটা পুরোনো হয়েছে ও ক্যামেরা বর্তমান সময় বিচারে আহামরি নয়, কিন্তু গেমিং ও পারফরম্যান্স যদি হয় আপনার মূল লক্ষ্য, তবে এই দামে পোকো এফ১ এর পারফরম্যান্স এর ধারেকাছেও থাকবেনা বাজারের অন্য কোনো গেমিং ফোন

বিভিন্ন র‍্যাম ভ্যারিয়েন্টে পোকো এফ১ ফোনটি পেয়ে যাবেন। বাজারে ফোনটি নতুন পেয়ে যেতে পারেন ভাগ্য ভালো হলে। এছাড়া রিফার্বিশড বা পুরোনো পোকো এফ১ ও বেশ ভালো “ভ্যালু ফর মানি” হতে পারে।

একনজরে পোকো এফ১ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.১৮ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫
  • র‍্যামঃ ৬জিবি / ৮জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি / ১২৮জিবি 
  • ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪০০০মিলিএম্প 

পোকো কোম্পানির ফোনগুলো সম্পর্কে আপনার মতামত কি? আমাদের জানান কমেন্ট সেকশনে।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *