বহুদিন ধরেই মাইক্রোসফটের ওয়েবমেইল সেবা হটমেইল এবং আউটলুক ডটকমে লিংকড একাউন্ট নামক একটি ফিচার চালু ছিল যা উভয় ডোমেইনের অন্তর্ভুক্ত ইমেইল একাউন্টের মধ্যে পাসওয়ার্ড ছাড়াই এক্সেস দিত।
এক্ষেত্রে লিংক করা এড্রেসগুলোর যেকোন একটিতে প্রবেশ করা থাকলে আলাদাভাবে পাসওয়ার্ড না দিয়ে সেটি থেকেই অন্য একাউন্ট যাওয়া যেত। ফলে একাধিক ইমেইল ঠিকানা ব্যবহারকারীদের সময় সাশ্রয় হত। কিন্তু ২০০৬ সালে চালু হওয়া এই ফিচারটি আগামী দুই মাসের মধ্যে বন্ধ করে দেবে উইন্ডোজ নির্মাতা।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে লিংকড একাউন্ট সুবিধা বাদ দিতে যাচ্ছে রেডমন্ড। তারা বলছে, ইউজাররা প্রাথমিক মেইল একাউন্টের পাসওয়ার্ড আপ-টু-ডেট রাখলেও অপেক্ষাকৃত কম ব্যবহৃত এড্রেসগুলোর পাসওয়ার্ড সুরক্ষার ক্ষেত্রে অনেক সময় সচেতন থাকেনা।
আর হ্যাকাররা এই সুযোগ নিয়ে সেকেন্ডারি একাউন্টসমূহের দুর্বলতার হাত ধরে মূল একাউন্টেও এক্সেস হাতিয়ে নেয়। এজন্যই মূলত লিংকড একাউন্ট ফিচার বাদ দেয়া জরুরী বলে মনে করে মাইক্রোসফট।
আউটলুক ডটকমে টু স্টেপ ভেরিফিকেশন চালু হওয়ার পর পরই কোম্পানিটি লিংকড একাউন্ট ত্যাগ করার ঘোষণা করল। তবে বিকল্প পন্থা হিসেবে নতুন দুটি ফিচার চালু করতে যাচ্ছে আউটলুক ডটকম। একটি হচ্ছে “মেইল ফরোয়ার্ডিং” এবং অন্যটি “সেন্ড ইমেইল ফ্রম এনাদার একাউন্ট”- অর্থাৎ, আপনি একটি সেকেন্ডারি মেইল এড্রেসে আসা সকল ইমেইল আপনার প্রাইমারি একাউন্টে ফরোয়ার্ড করতে পারবেন। এছাড়া প্রাথমিক ইমেইল একাউন্ট থেকেই অন্যান্য মেইল একাউন্টের হয়ে ইমেইল পাঠাতেও পারবেন।
এছাড়া ভবিষ্যতে একটি নির্দিষ্ট মেইল একাউন্টের সকল ইমেইল এবং পুরো ঠিকানাটি অন্য আরেকটি একাউন্টে স্থানান্তর করে নেয়ার সুবিধাও আসছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।