“গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের ইচ্ছা নেই”: অর্থমন্ত্রী

Grameenphone - Cholo Bohudur.jদেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণফোনের সাথে সরকারের চলমান ইস্যুসমূহের কারণে কোম্পানিটির লাইসেন্স বাতিলের কোন ইচ্ছাই সরকারের নেই বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গতকাল সোমবার সচিবালয়ে “বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ” এর নেতাদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

গ্রামীণফোন কর্তৃপক্ষের উদ্দেশ্যে জনাব মুহিত বলেন, “আমি মনে করি, এ ব্যাপারে তাদের দুশ্চিন্তা না করার জন্য আমার এই বক্তব্যই যথেষ্ট”;

এর আগে সোমবার দুপুরে গ্রামীণফোনের প্রধান অংশীদার টেলিনরের এশিয়ান এরিয়া প্রধান সিগভে ব্রেক্কে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকের আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “থ্রিজি লাইসেন্স ফি ও গ্রামীণফোন নিয়ে গ্রামীণ কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে। গ্রামীণ কমিশনের প্রতিবেদনের বিষয়ে তারা অখুশি। তবে এই বলে আমি তাদের আশ্বস্ত করেছি যে, গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের কোনো ইচ্ছাই সরকারের নেই।”

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,571 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *