নগদ একাউন্ট খোলার সহজ উপায়

ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা, নগদ – টিভিতে দেখানো বিজ্ঞাপনের কল্যাণে এই বিষয়টি সবার জানা থাকার কথা। নগদ হচ্ছে বাংলাদেশ সরকারের ডাক বিভাগের একটি ডিজিটাল আর্থিক সেবা, যার মাধ্যমে খুব সহজেই টাকা লেনদেন সম্ভব। ২০১৮ সালের নভেম্বর মাসে যাত্রা শুরু হয় এই সেবাটির। এটি অনেকটা বহুল জনপ্রিয় বিকাশ এর মতই। চলুন জেনে নিই, কীভাবে ঘরে বসেই নগদ একাউন্ট খুলতে পারেন।

নগদ একাউন্ট খোলার নিয়ম

নগদের উদ্যোক্তা বা এজেন্টের কাছে গিয়ে কাগজপত্র দিয়ে একাউন্ট খোলার পাশাপাশি আপনি ঘরে বসে নিজের একাউন্ট নিজেই খুলতে পারবেন। নিয়ম নিচে জেনে নিন।

নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট খোলার পদ্ধতি

নগদ একাউন্ট খোলা অনেক সহজ। আপনি ঘরে বসেই নগদ একাউন্ট খুলতে পারবেন। নগদ একাউন্ট খুলতে –

  • প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে “Nagad App” ডাউনলোড করুন
  • অ্যাপ ডাউনলোডের পর ওপেন করে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন।
  • জাতীয় পরিচয়পত্রের উভয় পিঠের ছবি আপলোড করুন
  • একটি সেল্ফি তুলে একাউন্টে যুক্ত করুন
  • টার্মস এবং কন্ডিশনস পড়ুন
  • আপনার সিগনেচার প্রদান করুন
  • উপরোক্ত সকল তথ্য সঠিকভাবে প্রদান করা হয়ে গেলে আপনি নগদ এর সেবা উপভোগ করতে পারবেন।

গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক – সকল সিম থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম

গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক অর্থাৎ এসব যেকোনো মোবাইলের সিম ব্যবহারকারীগণ *167# ডায়াল করে নিজের একাউন্টের পিন কোড সেট করলেই একটিভ হয়ে যাবে নগদ একাউন্ট। তারপর উপভোগ করতে পারবেন নগদের সকল সুবিধা!

আপনার যদি স্মার্টফোন নাও থাকে, ছোট বাটন ফোন থেকেই সহজেই বাটন ব্যবহার করে নগদ একাউন্ট খুলতে পারবেন। এছাড়া স্মার্টফোন থেকেও নগদের নম্বর ডায়াল করে নগদ একাউন্ট খুলতে পারবেন।

নগদ একাউন্ট দেখার নিয়ম

যেকোনো সময় মোবাইল থেকে *১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট দেখতে পারেন। ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়মঃ

  • *১৬৭# ডায়াল করুন
  • 7 লিখে Send করে My Nagad অপশনে প্রবেশ করুন
  • 1 লিখে send করে Balance Inquiry অপশনে প্রবেশ করুন
  • এরপর আপনার নগদ একাউন্টের পিন কোড দিয়ে send করুন
  • সঠিক পিন প্রদান করলে ফোনের স্ক্রিনে আপনার নগদ একাউন্ট এর ব্যালেন্স দেখতে পাবেন।

এছাড়া অ্যাপ থেকে নগদ একাউন্ট ব্যালেন্স দেখা ও অন্যান্য কাজ করার সুযোগ তো থাকছে। নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট ব্যালেন্স দেখতেঃ

  • নগদ অ্যাপটি ইন্সটল করুন ও অ্যাপটিতে প্রবেশ করুন
  • একাউন্ট নাম্বার, ওটিপি ও সঠিক পিন দিয়ে অ্যাপে লগিন করুন
  • এরপর ভাষা বাংলা হলে “ব্যালেন্স জানতে ট্যাপ করুন” ও ভাষা ইংরেজি হলে “Tap for Balance”  বাটন চাপুন
  • এরপর আপনার নগদ একাউন্ট এর ব্যালেন্স দেখতে পাবেন।

আরো জানুনঃ বিকাশ একাউন্ট খোলার নিয়ম (বোনাস সহ)

নগদ একাউন্টের সুবিধা – নগদ মোবাইল ব্যাংকিং বিস্তারিত

নগদ মোবাইল ব্যাংকিং এর সুবিধা রয়েছে অনেক। যেমনঃ

  • নিরাপত্তাঃ লেনদেন ব্যবস্থাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা সবসময় সর্বোচ্চ রাখা হয়। নগদ একটি সরকারি সেবা হওয়ায় অন্যান্য লেনদেন ব্যবস্থা থেকে এটি অধিকতর নিরাপদ বলা যায়।
  • অপেক্ষাকৃত কম চার্জঃ কম খরচে একই ধরনের সেবা, যেমন বিকাশ এ ক্যাশ আউট ফি থেকে নগদের ক্যাশ আউট ফি কম।
  • অফারঃ নতুন ব্যবহারকারীদের একাউন্ট খুলে লাখপতি হওয়ার মত অফার দিয়েছে নগদ। নতুন অফার জানতে তাদের ওয়েবসাইট ভিজিট করুন।

নগদ একাউন্ট ব্যবহারে লেনদেনে অফারসমুহ

নগদ একাউন্ট ব্যবহার করে লেনদেনে পাওয়া যাবে বিভিন্ন এক্সক্লুসিভ অফার ও সুবিধা। যেমনঃ

  • evaly-তে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টঃ নগদ ব্যবহার করে evaly তে পণ্য ক্রয়ে পেমেন্ট করলে পাওয়া যাবে ১০% বা সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার। বিস্তারিত জানতে ক্লিক করুন
  • Sheba.xyz সার্ভিসে ১০% ক্যাশব্যাকঃ নগদ ব্যবহার করে Sheba.xyz এ পেমেন্ট করলে পাওয়া যাবে সর্বোচ্চ ১০% বা ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। বিস্তারিত জানতে ক্লিক করুন।
  • ওয়ালটন পণ্যে ১০% ডিসকাউন্টঃ ওয়ালটন প্লাজা থেকে যেকোন মূল্যের রেফ্রিজারেটর, হোম এপ্লায়েন্স, ল্যাপটপ ও টিভি কিনে নগদ এ পেমেন্ট করলে পাওয়া যাবে ১০% ডিসকাউন্ট অফার। অফারটি চলবে মার্চ ৩১, ২০২১ পর্যন্ত। বিস্তারিত জানতে ক্লিক করুন।
  • কোভিড-১৯ টেস্ট ফিঃ নগদ ব্যববার করে সবচেয়ে কম খরচে করা যাবে কোভিড-১৯ টেস্ট। ‘নগদ বিল পে’-এর মাধ্যমে মাত্র ১০০ টাকায় টেস্ট সেন্টারে গিয়ে কোভিড-১৯ টেস্ট করা যাবে। নগদ ব্যবহার করে কোভিড-১৯ এর টেস্ট ফি প্রদান এর নিয়ম জানতে এই লিংকে ক্লিক করুন।

👉 নগদ একাউন্টের ৯টি সুবিধা যা আপনার জানা দরকার

নতুন নগদ একাউন্টে ২০ টাকা রিচার্জে ক্যাশব্যাক অফার

নগদ অ্যাপ ব্যবহার করে নতুন একাউন্ট খুললে পাওয়া যাবে ২০ টাকা রিচার্জে ২০ টাকা ক্যাশব্যাক। নতুন নগদ একাউন্ট খুলে ২০ টাকা রিচার্জে ২০ টাকা ক্যাশব্যাক অফার পাওয়ার শর্তসমূহঃ

  • একাউন্ট খুলে পিন সেট করাসহ সম্পূর্ণ প্রোফাইল সেটিং সম্পন্ন করতে হবে।
  • ২০ টাকা রিচার্জে ক্যাশব্যাক অফার পেতে নিজের মোবাইল নাম্বারে নগদ অ্যাপ ব্যবহার করে ২০ টাকা রিচার্জ করতে হবে। তাহলেই ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • সফলভাবে পিন সেট আর একাউন্ট সেটাপ সম্পন্ন করলে রিচার্জ করার ৭২ ঘণ্টার মধ্যে ২০ টাকা রিচার্জ বোনাস পাওয়া যাবে।
  • ৫ ফেব্রুয়ারি ২০২১ থেকে ৩১  মার্চ এর মধ্যে যারা নতুন নগদ একাউন্ট খুলবেন, তারাই শুধুমাত্র উল্লেখিত অফারটি পাবেন।
  • রিচার্জ ক্যাশব্যাক অফারটি পাওয়া যাবে ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত।
  • প্রতি ১৫দিনে একবার উল্লেখিত এমাউন্ট রিচার্জে ক্যাশব্যাক পাওয়া যাবে।

নগদ ব্যবহারে নিরাপদ থাকার উপায়

ডিজিটাল লেনদেন ব্যবস্থার জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে বেড়েছে ফ্রড ও অসাধু লোকদের আনাগোনা। তাই নগদ ব্যবহারে বাড়তি সতর্কতা মেনে চলা উচিত। নগদ কতৃক প্রদত্ত নির্দেশনাসমুহ হলোঃ

  • নগদ কখনো গ্রাহকের কাছে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) বা একাউন্টের পিন জানতে চাইবে না। তাই কেউ ওটিপি বা একাউন্টের পিন চাইলে ধরেন নিবেন, আপনি কোনো ফ্রড এর পাল্লায় পড়েছেন।
  • ১৬১৬৭ বা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ – শুধুমাত্র এই দুইটি নাম্বার থেকেই নগদ ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করে। বাকি কোনো নাম্বার থেকে কলের মাধ্যমে কোনো নির্দেশনা পেলে মনে করবেন সেটি ভুয়া।
  • এছাড়াও নগদ সংক্রান্ত কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে কল করতে পারেন এই দুইটি নির্দিষ্ট নাম্বারে – ১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭।

নগদ একাউন্ট ব্যবহারের শর্তাবলি

নগদ একাউন্ট তৈরীর পুর্বে প্রত্যেক ব্যবহারকারীর জন্য কিছু শর্ত প্রযোজ্য করে দেওয়া হয়েছে। নগদ একাউন্ট নিবন্ধন বা রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে উল্লেখযোগ্য যেসব শর্তাবলি প্রযোজ্য, সেগুলো হলোঃ

  • দেশে প্রচলিত আইন ও ডাক বিভাগ প্রচলিত ধারাসমুহ অনুসরণ করে নগদ এর কার্যক্রম চালিত হয়। প্রত্যেক নগদ গ্রাহককে এসব নীতিমালা বাধ্যতামূলকভাবে মানতে হবে।
  • ভুল নগদ নাম্বার প্রদান কোনো ধরনের আর্থিক ক্ষতির স্বীকার হলে, তার দায় নগদ বহন করবে না।
  •  নগদ একাউন্টে লেনদেনের ক্ষেত্রে চার্জসমুহ সকল গ্রাহকের ক্ষেত্রে বাধ্যতামূলক। পর্যাপ্ত ব্যালেন্সের অভাবে লেনদেন সম্পন্ন না হলে তার দায়ভার সম্পূর্ণ গ্রাহকের।
  • ক্যাশ ইন/ ক্যাশ আউট/ পেমেন্ট ইত্যাদি ক্ষেত্রে গ্রাহককেই তার লেনদেনের গ্রহণযোগ্যতা যাচাই করতে হবে। এসব সম্পর্কিত কোনো অভিযোগ এর দায় নগদ বহন করবে না।
  • নগদ ব্যবহার করে লেনদনকালীন প্রাপক ও প্রেরিত অর্থের যথার্থতা নিশ্চিত এর দায়িত্ব ব্যবহারকারীর। ভুল তথ্য প্রদানে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হলে কিংবা কোনো ধরনের প্রতারণার স্বীকার হলে, নগদ তার দায়ভার বহন করবে না।
  • নগদ ব্যবহার সম্পর্কিত মূল্য ও ব্যয় নিয়মানুযায়ী একাউন্ট থেকে সময়মত কেটে নেওয়া হবে।
  • মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২, সন্ত্রাস বিরোধী আইন-২০০৯, বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক জারিকৃত নীতিমালা অনুযায়ী, গ্রাহক তার নগদ সম্পর্কিত তথ্য চাহিবামাত্র নগদকে প্রদানে বাধ্য।
  • গ্রাহকের একাউন্ট ও লেনদেন সংক্রান্ত তথ্যের গোপনীয়তা বজায় রাখবে নগদ৷ তবে আদালতের আদেশ অথবা আইন অনুযায়ী অনুমোদিত কোন ব্যক্তির প্রয়োজনে তথ্য প্রকাশ বা প্রদান করতে পারবে নগদ।
  • একজন গ্রাহক তার নগদ একাউন্ট এর পিন নাম্বার কখনোই কারো কাছেই কোনো অবস্থাতেই প্রকাশ করতে পারবেন না। পিন নাম্বার এর গোপনীয়তা নষ্টের ফলে কোনো ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হলে তার দায়ভার সম্পূর্ণভাবে ব্যবহারকারীর নিজের।
  • সিম বা ফোন হারিয়ে গেলে তৎক্ষনাৎ নগদ হেল্পলাইনে (16167) কল করে একাউন্ট বন্দ্ধ করে দিতে পারবেন একজন নগদ গ্রাহকম
  • আর্থিক লেনদেন সম্পর্কিত লেনদেন নগদ একাউন্ট ব্যবহার নীতিমালা বহির্ভূত। এই ধরনের কোনো কাজ নগদ এর দৃষ্টিগোচর হলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া ক্ষমতা রাখে নগদ।
  • নগদ কতৃক প্রেরিত যেকোনো নির্দেশনা মানতে সর্বদা বাধ্য সকল নগদ গ্রাহকগণ।
  • ‘নগদ’ গ্রাহকের কাছে প্রচার সংক্রান্ত ফোন কল কিংবা এসএমএস এর প্রেরণের সম্পূর্ণ অধিকার রাখে।
  • নগদ এর সিস্টেমে সংরক্ষিত লেনদেন সংশ্লিষ্ট তথ্যাসমুহ যেকোন দ্বন্দ্ব নিরসনে প্রাথমিক প্রমাণ হিসেবে বিবেচিত হবে।

আপনার কি নগদ একাউন্ট আছে? কমেন্ট করে জানান আমাদেরকে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

4 comments

    • আরাফাত বিন সুলতান Reply

      ধন্যবাদ!

  1. মো মিনাল Reply

    আমি নগদ এজেন্ট নিতে চাই

    • বাংলাটেক টিম Post authorReply

      আপনার এলাকার নগদ এসআর এর সাথে যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *