গত মাসে নতুন ডিজাইনের প্রোফাইল পেজ লঞ্চ করেছে টুইটার। ব্যবহারকারীদের একাউন্টে ক্রমান্বয়ে চালু করা হচ্ছে এটি। অনেকটা ফেসবুক টাইমলাইনের মত দেখতে এই নকশার সাথে নতুন বেশ কিছু ফিচারও চালু করা হয়েছে মাইক্রোব্লগিং সাইটটিতে। অনেকেই আপডেটেড টুইটার প্রোফাইল পেজ পছন্দ করলেও এটি অপছন্দ করেন এমন ব্যবহারকারীর সংখ্যাও কম নয়।
তবে বাস্তবতা হচ্ছে, আপনি টুইটারের নতুন ডিজাইন পছন্দ করেন বা না করেন, আগামী ২৮ মে থেকে সকল টুইটার একাউন্টে বাধ্যতামূলকভাবে চালু হয়ে যাবে এটি। অর্থাৎ, সেদিন থেকে আপনার টুইটার প্রোফাইল দেখতে অনেকটা ফেসবুক টাইমলাইনের মত লাগবে।
New http://t.co/JbzACuw5a2 profiles will be turned on for everyone May 28. Get ahead of the curve & update yours: http://t.co/GpCan7yXGw
— Twitter (@Twitter) May 6, 2014
আজ ৭ মে এক টুইট বার্তায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। সেখানে কেউ কেউ তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন বলেছেন, তিনি ফেসবুক ‘ঘৃণা করেন’ এবং টুইটারকে ফেসবুকের মত ডিজাইন জোড় করে চাপিয়ে না দিতে অনুরোধ জানিয়েছেন।
PLEASE NO, I BEG YOU, @twitter. IT IS BEYOND AWFUL. DON'T FORCE US TO CHANGE THE PROFILE. WE HATE FB.
— Valeria (@ValAbnormal) May 6, 2014
অনেক ওয়েব ইউজাররা তাদের ব্যবহৃত সাইটের নতুন কোনো বড় ধরণের রিডিজাইন পছন্দ করেন না। ফেসবুক যখন তাদের ইউজার প্রোফাইলে পরিবর্তন এনেছিল তখনও এরকম সমালোচনার সম্মুখীন হয়েছিল।
আপনি কি টুইটারের নতুন ডিজাইন পছন্দ করেন?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।