পুরো পৃথিবীতে এক বিলিয়নের অধিক আইফোন চালু আছে। সকল আইফোন অ্যাপল এর তরফ থেকে আসলেও এই বিলিয়ন আইফোন সবগুলো কিন্তু একই নয়। এর কারণ হলো বিভিন্ন দেশে অ্যাপল আইফোন বিক্রি করে এবং উক্ত দেশের নিয়ম অনুসরণ করে হার্ডওয়্যার এর দিক দিয়ে ভিন্নতা থাকে একই মডেলের আইফোনে।
বেশিরভাগ আইফোন যদিওবা চাইনিজ ফ্যাক্টরীতে তৈরী, কিন্তু আসলে কোন দেশে ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট আইফোন তৈরী হয়েছে সে তথ্য থেকে অনেক কিছুই জানা যায়। চলুন জেনে নেওয়া যাক কেনো ও কিভাবে কোনো আইফোন কোন দেশের জন্য তৈরী সে সম্পর্কে জানবেন।
আইফোন কোন দেশের জন্য তৈরি তা জানার দরকার কি?
আইফোন কোন দেশে তৈরী সে প্রশ্ন জানতে চাইলে অধিকাংশ সময় উত্তর আসবে চীন। তবে আইফোনটি কোন দেশের জন্য তৈরি সেটা ভিন্ন হতে পারে, এবং এটার ওপর ডিভাইসটির নেটওয়ার্ক এবং কিছু ফিচার পরিবর্তন হতে পারে। এর মাধ্যমে আইফোন এর উক্ত মডেল ডুয়াল সিম সাপোর্ট করে কিনা সে বিষয়েও জানা যায়।
২০১৮ সালে অ্যাপল তাদের প্রথম আইফোন মডেল লঞ্চ করে যাতে ডুয়াল কার্ড স্লট ছিলো। তবে এই ফিচার চীন, হংকং ও ম্যাকাউতে মুক্তি পাওয়া আইফোন এক্সআর ও এক্সস ম্যাক্স মডেলে সীমাবদ্ধ ছিলো। অন্যান্য দেশে পরবর্তীতে মুক্তি পাওয়া আইফোনের ডুয়াল সিম মডেলগুলোতে উভয় ফিজিক্যাল সিম থাকেনা, বরং একটি স্লট ইসিম এর জন্য দেওয়া থাকে। আবার যুক্তরাস্ট্রের আইফোন ১৪ মডেলে শুধুমাত্র ইসিম রয়েছে।
এছাড়া সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ক্ষেত্রেও কোন দেশে ব্যবহারের জন্য উক্ত ফোন তৈরী সে সম্পর্কে জানা জরুরি। কারণ অনেক ক্ষেত্রে সিম এক্সেস লক করা থাকতে পারে (কন্ট্রাক্টে কেনা ফোন)।
আইফোন কোন দেশে বিক্রির জন্য তৈরী তা জানার নিয়ম
কোনো আইফোন কোন দেশে বিক্রি বা ব্যবহারের জন্য তৈরী তা জানার জন্য নিচে দেওয়া প্রক্রিয়া অনুসরণ করুন:
- আইফোন এর Settings-এ প্রবেশ করুন
- General এ ট্যাপ করুন
- About এ ট্যাপ করুন
- মডেল নাম্বারের পাশে স্ল্যাশের আগে থাকা প্রথম দুইটি অক্ষর কি দেখে নিন
- এরপর এই দুইটি অক্ষর বা লেটার এর সাথে নিচে দেওয়া তালিকার কোন দেশটি নিলে তা দেখে জানতে পারবেন উক্ত আইফোন কোন দেশের জন্য তৈরী
অ্যাপল এর কান্ট্রি ম্যানুফ্যাকচারিং কোড নিচে দেওয়া হলো: (সময়ের সাথে কোডগুলো পরিবর্তন করতে পারে অ্যাপল, তাই আপনার ডিভাইসের সাথে এই সিরিয়াল নাও মিলতে পারে)।
কোড | যে দেশের জন্য তৈরী |
A | কানাডা |
AB | মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত |
B | আয়ারল্যান্ড, যুক্তরাজ্য |
BG | বুলগেরিয়া |
BR | ব্রাজিল (ব্রাজিলে এসেম্বল করা) |
BT | যুক্তরাজ্য |
BZ | ব্রাজিল (চীনে এসেম্বল করা) |
C, CL | কানাডা |
CH | চীন |
CI | প্যারাগুয়ে |
CM | ক্রোয়েশিয়া, হাংগেরি |
CR | ক্রোয়েশিয়া |
CS | চেক রিপাবলিক, স্লোভাকিয়া |
CN | স্লোভাকিয়া |
CZ | চেক রিপাবলিক |
D, DM | জার্মানি |
DN | অস্ট্রিয়া, জার্মানি, নেদারল্যান্ডস |
E | মেক্সিকো |
EE | এএস্তোনিয়া |
EL | এস্তোনিয়া, লাতভিয়া |
ER | আয়ারল্যান্ড |
ET | এস্তোনিয়া |
F | ফ্রান্স |
FB | ফ্রান্স, লুক্সেমবার্গ |
FD | অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, লিকেনস্টাইন |
FS | ফিনল্যান্ড |
GB | গ্রিস |
GH | হাংগেরি |
GP | পর্তুগাল |
GR | গ্রিস |
HB | ইসরায়েল |
HC | হাংগেরি, বুলগেরিয়া |
HN | ভারত |
IP | ইতালি |
J, JP | জাপান |
IP | ইতালি, পর্তুগাল |
ID | ইন্দোনেশিয়া |
K | সুইডেন |
KH | চীন, দক্ষিণ কোরিয়া |
KN | ডেনমার্ক, নরওয়ে |
KS | ফিনল্যান্ড, সুইডেন |
LA | বার্বাডোস, ডোমিনিকান রিপাবলিক, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুইডর, এল সাভাডোর, গুয়াতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়ে, পানামা, পেরু, পুয়ের্তো রিকো |
LE | আর্জেন্টিনা |
LL | যুক্তরাষ্ট্র |
LP | পোল্যান্ড |
LT | লিথুনিয়া |
LV | লাতভিয়া |
LZ | চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে |
MG | হাংগেরি |
MM | আলবেনিয়া, ম্যাসেডোনিয়া, মন্টেনিগ্রো |
MY | মালেশিয়া |
ND | নেদারল্যান্ডস |
NF | বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ, পর্তুগাল |
PK | পোল্যান্ড, ফিনল্যান্ড |
PL, PM | পোল্যান্ড |
PO | পর্তুগাল |
PP | ফিলিপাইন |
PY | স্পেন |
QB | রাশিয়া |
QN | ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন |
QL | ইতালি, পর্তুগাল, স্পেন |
RO | রোমানিয়া |
RP | রাশিয়া |
RR | মলডোভা, রাশিয়া |
RS, RU | রাশিয়া |
RM | রাশিয়া, কাজাখস্তান |
RK | কাজাখস্তান |
SE | সার্বিয়া |
SL | স্লোভাকিয়া |
SO | দক্ষিণ আফ্রিকা |
SU | ইউক্রেন |
T | ইতালি |
TA | তাইওয়ান |
TH | থাইল্যান্ড |
TU | তুর্কি |
TY | ইতালি |
VN | ভিয়েতনাম |
X | অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড |
Y | স্পেন |
ZA | সিংগাপুর |
ZD | অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, মোনাকো, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড |
ZG | ডেনমার্ক |
ZO | যুক্তরাজ্য |
ZP | হংকং, ম্যাকাউ |
ZG | জামাইকা |
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
কোন দেশের উদ্দেশ্যে তৈরী হয়েছে তার উপর ভিত্তি করে আইফোনের মডেলে কিছুটা ভিন্নতা থাকে। অনেক দেশের নিজস্ব নিয়মনীতি রয়েছে ফোনে কি ধরনের হার্ডওয়্যার ব্যবহার করা যাবে সে সম্পর্কে, তাই একই মডেলের আইফোন বিভিন্ন দেশে কিছুটা ভিন্ন হার্ডওয়্যার ব্যবহার করতে পারে। এই কারণে আইফোন কোন দেশে বিক্রির জন্য তৈরী হয়েছে তা জানা জরুরি। অ্যাপলের ফোরাম থেকেও তথ্যগুলো জানতে পারবেন। (চার্টের সূত্র)
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।