শাওমি ফোনে অপ্রিয় কিছু দিক ও সেগুলো সমাধানের উপায়

শাওমি’র কাস্টম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, মিইউআই বেশ জনপ্রিয় এর অসাধারণ ফিচারের জন্য। এই কাস্টম এন্ড্রয়েড স্কিনে অসংখ্য মজার ফিচার থাকলেও রয়েছে বেশ কিছু সমস্যা। এই পোস্টে জানবেন শাওমি ফোনের সাধারণ কিছু সমস্যা ও তার সমাধান সম্পর্কে।

নোটিফিকেশন শেড ও কুইক সেটিংস

মিইউআই ১৩ তে এসেছিলো নতুন নোটিফিকেশন প্যানেল, যার ফলে নোটিফিকেশন শেড ও কুইক সেটিংস আলাদা হয়ে গিয়েছিলো। অর্থাৎ নোটিফিকেশন দেখতে ও কুইক সেটিংস অ্যাকসেস করতে আলাদা প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তবে চাইলে আগের মত একই স্থানে নোটিফিকেশন শেড ও কুইক সেটিংস প্যানেল আনা যাবে।

যারা আগের ড্রপ ডাউন প্যানেলে অভ্যস্ত, তাদের কাছে মিইউআই এর এই পরিবর্তন বেশ গোলমেলে লাগতে পারে। তবে চাইলে পূর্বের নোটিফিকেশন প্যানেলে ফিরে যেতে পারেন বেশ সহজে। আগের মত একই স্থানে নোটিফিকেশন প্যানেল ও কন্ট্রোল সেন্টার আনতে চাইলে

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • Notifications and control center মেন্যুতে প্রবেশ করুন
  • Control Center Style সিলেক্ট করুন
  • এরপর Old Version অপশনে ট্যাপ করলে আগের সেটিংসে ফিরে যাবেন

নতুন অ্যাপ স্ক্যানিং

শাওমি ফোনগুলোতে অ্যাপ ইন্সটলের পর একটি স্ক্রিন দেখা যায়, যেখানে সিকিউরিটির জন্য অ্যাপ স্ক্যান এর ফিচারটি দেখা যায়। এটি ম্যালওয়্যার স্ক্যানিং ফিচার বলে শাওমি দাবি করে। অবশ্য এটি তাদের সিক্যুরিটি অ্যাপে এড দেখানোর একটি মোক্ষম মাধ্যমও বটে। যারা প্রায়ই নতুন অ্যাপ ইন্সটল করে থাকেন, তাদের জন্য এই ফিচার তো রীতিমত দুঃস্বপ্নের মত। তবে ভালো ব্যাপার হলো এই যে এই ফিচারটি বন্ধ করার অপশন রয়েছে।

অ্যাপ ইন্সটলের পর স্ক্যানিং ফিচার বন্ধ করতে

  • Security অ্যাপে প্রবেশ করুন
  • ডানদিকের টপে থাকা গিয়ার আইকনে ট্যাপ করে সেটিংসে প্রবেশ করুন
  • “Security Scan” অপশনে ট্যাপ করুন
  • “Scan before installing” অপশনটি অফ করে দিন

ব্যাটারি অপটিমাইজেশন

শাওমি ফোনের ব্যাটারি ব্যাকাপ অনেক ভালো, এটা সবার জানা। তবে এই ভালো ব্যাটারি লাইফ প্রদান করতে গিয়ে প্রচুর পরিমাণ অপটিমাইজেশনের নামে অনেক অ্যাপের কাজ রীতিমতো রুখে দেয় শাওমি ফোনের সফটওয়্যার, মিইউআই। ব্যাকগ্রাউন্ডে অ্যাপ কিল করা বা নোটিফিকেশন আসতে দেরি করার মত অনেক সমস্যায় পড়তে হয় শাওমি ফোনের ব্যাটারি অপটিমাইজেশনের জন্য। তাই গুরুত্বপূর্ণ অ্যাপসমূহের ব্যাটারি অপটিমাইজেশন সেটিংস নিজের সুবিধা ও প্রয়োজন অনুসারে সেট করে নেওয়া জরুরি।

শাওমি ফোনের ব্যাটারি অপটিমাইজেশন সেটিংস ঠিক করতে

  • সেটিংসে প্রবেশ করুন
  • Battery অপশনে ট্যাপ করুন
  • টপে থাকা “Battery” অপশনে ট্যাপ করুন
  • “App Battery Saver” সিলেক্ট করুন
  • কাংখিত অ্যাপ সিলেক্ট করে উক্ত অ্যাপের জন্য ব্যাটারি সেটিংস সিলেক্ট করতে পারবেন

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

শাওমি ফোনের কিছু সমস্যা ও সেগুলো সমাধানের উপায়

👉 শাওমি ফোনের দারুণ কিছু ফিচার যা সবার জানা উচিত

বিজ্ঞাপন

শাওমি এর ফোনগুলোতে লাভের বিশাল অংক আসে ইউআই জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিরক্তিকর বিজ্ঞাপন থেকে। মজার ব্যাপার হলো, এই বিজ্ঞাপন ও চাইলে বন্ধ করার সুযোগ প্রদান করেছে শাওমি যা উল্লেখিত বিষয় বিবেচনায় বেশ অদ্ভুত।

MSA বা MIUI System Ads নামে একটি অ্যাপ ডিসেবল করে বেশ সহজে এই এড বন্ধ করা যেতে পারে। এই অ্যাপ ডিসেবল করতে

  • সেটিংসে প্রবেশ করুন
  • Passwords and Security অপশনে ট্যাপ কতুন
  • Authorization and revoke অপশন সিলেক্ট করুন 
  • এবার “MSA” অ্যাপের পাশে থাকা টোগল অফ করে দিন

এছাড়া শাওমি ফোনে থাকা প্রি-ইন্সটলড অ্যাপ এর সেটিংসেও এড দেখানোর অপশন বন্ধ করা সুযোগ রয়েছে। শাওমি ফোনের এড সম্পূর্ণভাবে বন্ধ করতে চাইলে নিচে লিংক করা ডেডিকেটেড পোস্টটি ঘুরে আসতে পারেন।

👉 শাওমি ফোনে MIUI এর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে

অ্যাপ ড্রয়ার

শাওমি ফোনে ডিফল্টভাবে কোনো অ্যাপ ড্রয়ার শো করেনা। অধিকাংশ ব্যবহারকারী ফোনটি সে ভাবেই ব্যবহার করে ও ভাবে শাওমি ফোনে ন্যাটিভলি কোনো অ্যাপ ড্রয়ার নেই যা সম্পূর্ণ ভূল ধারণা।

শাওমি ফোনের লঞ্চারেও অ্যাপ ড্রয়ার রয়েছে, যা চাইলেই অন করা যাবে। শাওমি ফোনে অ্যাপ ড্রয়ার ফিচারটি চালু করতে

  • সেটিংসে প্রবেশ করুন
  • Home Screen অপশনে ট্যাপ করুন
  • এরপর Home Screen অপশন সিলেক্ট করুন
  • এবার “With app drawer” অপশন সিলেক্ট করুন

এরপর ফোনের হোমস্ক্রিনে ফিরে আসুন ও সোয়াইপ আপ করলে অ্যাপ ড্রয়ার দেখতে পাবেন।

👉 বোনাস ভিডিওঃ টেলিটক ১৭ টাকায় ২ জিবি অফারে বড় পরিবর্তন

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,568 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *