সার্চ সেবাদাতা গুগলের “বাজ” সোশ্যাল নেটওয়ার্কিং সেবা এ পর্যন্ত কোম্পানিটির অন্যতম প্রধান ব্যর্থ সার্ভিস হিসেবে চিহ্নিত হয়ে আছে। আর বাজ বন্ধের জন্য “সর্বশেষ” পদক্ষেপ নিতে যাচ্ছে গুগল।
প্রতিষ্ঠানটি বাজ ব্যবহারকারীদের নিকট এ সঙ্ক্রান্ত একটি ইমেইল প্রেরণ শুরু করেছে গতকাল। এতে বলা আছে, সেবাটির সকল ডেটা গুগল ড্রাইভে মুভ করে নেয়া হবে।
সেক্ষেত্রে স্ব স্ব ব্যবহারকারী একাউন্টের আওতাধীন গুগল ড্রাইভে দুটি আর্কাইভ তৈরি করা হবে। এর একটিতে থাকবে গুগল বাজের সকল ডেটা, আর অন্যটিতে শুধুমাত্র পাবলিক কন্টেন্টসমূহ, যা কেবলমাত্র ডিরেক্ট লিংক থাকলেই এক্সেস করা সম্ভব হবে (পুরাতন বাজ লিংকগুলো এখানে রিডাইরেক্ট হয়ে আসবে);
আগামী ১৭ জুলাই এই স্থানান্তর শুরু হবে। আপনি যদি অন্যের গুগল বাজ পোস্টে কোন কমেন্ট করে থাকেন, তবে সেগুলো তাদের নিজ নিজ ড্রাইভে সংরক্ষিত থাকবে। সুতরাং একবার ট্র্যান্সফার কমপ্লিট হয়ে গেলে আপনি তা আর এডিট বা রিমুভ করতে পারবেন না।
তাই এসব পরিবর্তন-পরিবর্ধন দরকার হলে ১৭ জুলাই এর আগেই সেসব করে ঠিক নিন। অবশ্য, এর মধ্যে কেউ যদি তার পুরো গুগল বাজ প্রোফাইল কিংবা নির্দিষ্ট কিছু পোস্ট ডিলিট করতে চায়, তাহলে http://profiles.google.com/me/buzz লিংকে গিয়ে তা সম্পন্ন করা যাবে।
সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে গুগলের প্রচেষ্টা শুরু হয় “ওয়েভ” সেবার মধ্য দিয়ে। কিন্তু সেটি ফ্লপ করে। গুগল ওয়েভ বন্ধের মাত্র ২ মাস পরে চালু হয় “বাজ”; তবে শুরুর অল্পকিছুদিনের মধ্যেই প্রাইভেসি সঙ্ক্রান্ত মামলায় বাজের কারণে ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার সেটেলমেন্টের সম্মুখীন হয় গুগল। আর কোম্পানিটির সর্বশেষ সোশ্যাল মিডিয়া প্রচেষ্টা হচ্ছে “গুগল প্লাস”, যা এখন পর্যন্ত আহামরি কোন জনপ্রিয়তার মুখ দেখেনি। তবে এটি নিয়ে ব্যাপক আশাবাদী সার্চ জায়ান্ট।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।