
আপডেটঃ একাদশ/সমমান শ্রেণিতে ভর্তির আবেদন আগামী ১৭/০১/২০২২ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে ইন্টারমিডিয়েট বা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগামী ৮ জানুয়ারি ২০২২ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এবারও শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে, যার সময়সীমা শেষ হবে ১৭ জানুয়ারি ২০২২। অর্থাৎ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত করা যাবে। আর ক্লাস শুরু হবে ২ মার্চ ২০২২ তারিখে।
একাদশ শ্রেণিতে ভর্তি ২০২১-২২ শিক্ষাবর্ষ এর নিয়মাবলী ও নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত জানবেন এই পোস্টে। এই পোস্ট থেকে জানতে পারবেনঃ
- একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা
- একাদশ শ্রেণিতে গ্রুপ নির্বাচনের পদ্ধতি
- একাদশ শ্রেণিতে প্রার্থী নির্বাচনের পদ্ধতি
- একাদশ শ্রেণিতে অনলাইন এডমিশন
- একাদশ শ্রেণিতে ভর্তির খরচ
- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর তারিখ
একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা – একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নিয়ম
- ২০১৯, ২০২০, ২০২১সালে যেকোনো শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধীনে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ Class XI Admission নিতে পারবে।
- একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নিয়ম অনুযায়ী বিদেশ থেকে আসা শিক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা আছে। দেশের বাইরে কোনো বোর্ড বা অনুরুপ প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কতৃক প্রদত্ত সনদের মান ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
একাদশ শ্রেণিতে গ্রুপ নির্বাচনের পদ্ধতি
- বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীগণ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক থেকে যেকোনো একটি গ্রুপ নির্বাচন করতে পারবেন
- ব্যবসায় শিক্ষা গ্রুপের শিক্ষার্থীগণ ব্যবসায় শিক্ষা বা মানবিক থেকে যেকোনো একটি গ্রুপ নির্বাচন করতে পারবেন
- মানবিক গ্রুপের শিক্ষার্থীগণ মানবিক বা ব্যবসায় শিক্ষা থেকে যেকোনো একটি গ্রুপ নির্বাচন করতে পারবেন
- যেকোনো বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীগণ গার্হস্থ্য অর্থনীতি ও সংগীত গ্রুপ থেকে যেকোনো একটি নির্বাচন করতে পারবেন
- মাদ্রাসা শিক্ষা বোর্ড এর
- বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীগণ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক থেকে যেকোনো একটি
- সাধারণ বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীগণ মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে যেকোনো একটি নির্বাচন করতে পারবেন।
👉 এসএসসি ২০২১ এর ফলাফল পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
একাদশ শ্রেণিতে প্রার্থী নির্বাচনের পদ্ধতি
একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের ভর্তি পরীক্ষা বা বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। Class XI Admission এর ক্ষেত্রে ৯৫% আসন মেধার ভিত্তিতে নির্বাচিত হবে। বাকি ৫% আসন মুক্তিযোদ্ধার সন্তান ও সন্তানদের সন্তানগণ পাবেন কোটা অনুসারে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে প্রদত্ত সনদপত্র দাখিল করে মুক্তিযুদ্ধের সন্তান বা সন্তানদের সন্তান সনাক্তকরণ করা হবে।
শুধুমাত্র প্রতিবন্ধী শিক্ষার্থীগণ একাদশ শ্রেণিতে ভর্তির ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। আবার প্রবাসীদের সন্তান বা বি.কে.এস.পি. থেকে উত্তীর্ণ শিক্ষার্থীগণ খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে জাতীয় বা বিভাগীয় পর্যায়ে অবদান রাখার জন্য পুরস্কারপ্রাপ্ত হলে সেক্ষেত্রে ভর্তির জন্য ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বোর্ডে প্রয়োজনীয় কাগজপত্র প্রমাণস্বরূপ দাখিল করতে হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য নিয়মসমূহঃ
- সমান জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সর্বমোট প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে বিবেচনা করা হবে
- বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য, প্রার্থীদের সর্বমোট নম্বর যদি সমান হয়, সে ক্ষেত্রে সাধারণ গণিত, উচ্চতর গণিত / জীববিজ্ঞান এ প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে
- যদি অপশনাল সাবজেক্ট বিবেচনা করেও কোনো সমাধান না হয় তবে ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়নে প্রাপ্ত নম্বর বিবেচনায় মেধা তালিকা তৈরি করা হবে
- ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ক্ষেত্রে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে
- গ্রুপ পরিবর্তন করে Class XI Admission নিলে সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে
- নম্বর বিবেচনায় প্রার্থী নির্বাচন করা না গেলে বাংলা, ইংরেজি ও গণিত বিষয় বিবেচনায় প্রার্থী নির্বাচন করা হবে
উল্লেখ্য যে কোন কলেজে ভর্তি হতে কি পরিমাণ গ্রেড পয়েন্ট থাকতে হবে তা কলেজ কতৃপক্ষ নির্ধারণ করে। ভর্তি সংক্রান্ত তথ্য কলেজের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে। শিক্ষাবোর্ড কতৃক প্রণিত নিয়ম ও সময় অনুসারে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু করবে কলেজসমূহ।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
একাদশ শ্রেণিতে অনলাইন এডমিশন
একাদশ শ্রেণিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। অনলাইনে আবেদনের ওয়েবসাইট এর ঠিকানাঃ
👉 xiclassadmission.gov.bd
একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে একমাত্র অনলাইনে আবেদন করে তবেই এডমিশন নেওয়া যাবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে ১৫০টাকা আবেদন ফি প্রযোজ্য হবে। একজন শিক্ষার্থী তার প্রাপ্ত গ্রেডের উপর ভিত্তি করে পছন্দ অনুযায়ী সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির আবেদন করতে পারবেন। শিক্ষার্থীর মেধা, কোটা (যদি থাকে), পছন্দের ক্রম ভিত্তিতে কলেজে উক্ত শিক্ষার্থীর অবস্থান নির্ধারণ করা হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির খরচ
এমপিওভুক্ত, নন এমপিওভুক্ত ও আংশিক এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করে দিয়েছে শিক্ষাবোর্ড। এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য ফিঃ
- ঢাকা মেট্রোপলিটনঃ ৫,০০০টাকা
- ঢাকা ব্যতীত মেট্রোপলিটনঃ ৩,০০০টাকা
- জেলাঃ ২,০০০টাকা
- উপজেলা/মফস্বলঃ ১,৫০০টাকা
নন এমপিওভুক্ত ও আংশিক এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য ফিঃ
- ঢাকা মেট্রোপলিটনঃ বাংলা ভার্সনে ৭,৫০০টাকা, ইংরেজি ভার্সনে ৮,৫০০টাকা
- ঢাকা ব্যতীত মেট্রোপলিটনঃ বাংলা ভার্সনে ৫,০০০টাকা, ইংরেজি ভার্সনে ৬,০০০টাকা
- জেলাঃ বাংলা ভার্সনে ৩,০০০টাকা, ইংরেজি ভার্সনে ৪,০০০টাকা
- উপজেলা/মফস্বলঃ ইংরেজি ভার্সনে ২,৫০০টাকা, ইংরেজি ভার্সনে ৩,০০০টাকা
উল্লেখ্য যে সরকারি কলেজসমূহ সরকার কতৃক প্রদত্ত নিয়মানুযায়ী ভর্তি ফি গ্রহণ করবে। দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ যতদূর সম্ভব ফি মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
👉 একাদশ শ্রেণিতে ভর্তির নোটিশের পিডিএফ ফাইল পেতে এখানে ক্লিক করুন
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর তারিখ
তারিখ | তারিখ |
ভর্তির জন্য অনলাইনে আবেদন | ৮/০১/২০২২ থেকে ১৭/০১/২০২২ |
আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি | ১৭/০১/২০২২ থেকে ২১/০১/২০২২ |
শুধুমাত্র পুনঃনিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ | ২২/০১/২০২২ থেকে ২৩/০১/২০২২ |
পছন্দক্রম পরিবর্তনের সময় | আবেদনের তারিখ থেকে ২৪/০১/২০২২ |
১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ | ২৯/০১/২০২২ (রাত ৮টা) |
শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) | ৩০/০১/২০২২ থেকে ০৬/০২/২০২২ |
২য় পর্যায়ে আবেদন গ্রহণ | ০৭/০২/২০২২ থেকে ৮/০২/২০২২ |
পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ | ১০/০২/২০২২ (রাত ৮টায়) |
২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ | ১০/০২/২০২২ (রাত ৮টায়) |
২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) | ১১/০২/২০২২ থেকে ১২/০২/২০২২ (রাত ৮টা পর্যন্ত) |
৩য় পর্যায়ে আবেদন গ্রহণ | ১৩/০২/২০২২ |
পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ | ১৫/০২/২০২২ (রাত ৮টায়) |
৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ | ১৫/০২/২০২২ (রাত ৮টায়) |
৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে) | ১৬/০২/২০২২ থেকে ১৭/০২/২০২২ |
ভর্তি | ১৯/০২/২০২২ থেকে ২৪/০২/২০২২ |
ক্লাস শুরু | ২মার্চ, ২০২২ |
একাদশ শ্রেণিতে ভর্তি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
[★★] প্ৰযুক্তি নিয়ে লেখালেখি করতে চান? এক্ষুণি একটি টেকবাজ একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পোস্ট করুন! techbaaj.com ভিজিট করে নতুন একাউন্ট তৈরি করুন। হয়ে উঠুন একজন দুর্দান্ত টেকবাজ!
jader grade point4.80ba 89 and marks 1059 taderki vikarunnun ,adomji,nurmohammad e apply kora jabe ar admission hobe
This is an essential site.