মাইক্রোসফটের নিকট নকিয়ার মোবাইল ইউনিটের মালিকানা স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে আগামী ২৫ এপ্রিল। আজ সোমবার এক স্টেটমেন্টে এই তথ্য জানিয়েছে নকিয়া। আর এই ডিলটি সম্পন্ন হলে নকিয়া ওওয়াইজে’র নাম পরিবর্তিন করে ‘মাইক্রোসফট মোবাইল ওওয়াই’ রাখবে রেডমন্ড। নকিয়া পাওয়ার ইউজার ওয়েবসাইটের বরাতে এই তথ্য জানিয়েছে সিনেট।
মাইক্রোসফটের সম্পূর্ণ মালিকানাধীন এই মোবাইল ডিভিশনের ক্ষেত্রে তাদের পূর্ববর্তী সাপ্লাইয়ারদের চুক্তির শর্তসমূহ আগের মতই থাকবে। এছাড়া, নকিয়ার ম্যাপিং, নেটওয়ার্কিং এসব ডিভিশন আগের নামেই চলবে।
গত বছর সেপ্টেম্বরের শুরুর দিকে নকিয়ার ডিভাইস ও সার্ভিস ইউনিট কিনে নেয়ার কথা ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। ফিনিশ এই ফোন কোম্পানিটি কিনতে তাদেরকে মোট ৫.৪৪ বিলিয়ন ইউরো (৭.২ বিলিয়ন মার্কিন ডলার) দিচ্ছে উইন্ডোজ নির্মাতা। এর মধ্যে ৩.৭৯ বিলিয়ন ইউরো দেয়া হবে নকিয়ার ব্যবসায়িক দিক বিবেচনা করে এবং ১.৬৫ বিলিয়ন ইউরো হচ্ছে এর পেটেন্ট পোর্টফলিও’র মূল্য।
মাইক্রোসফটের নকিয়া কিনে নেয়ার ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আমাদের এই পোস্টটি দেখতে পারেন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।