ফেসবুকের মতই প্রোফাইল ডিজাইন চালু করল টুইটার

twitter profile redesignমাইক্রোব্লগিং সাইট টুইটার সেবাটির ওয়েব ভার্সনে সম্পূর্ণ নতুন ডিজাইনের প্রোফাইল পেইজ চালু করেছে। এটি দেখতে অনেকটা ফেসবুক টাইমলাইনের মত হলেও টুইটারের ক্ষেত্রে এধরণের রিডিজাইন এটাই প্রথম।

আমাদের ব্লগে নিয়মিত ভিজিট করলে নিশ্চয়ই জানেন, এবছর ফেব্রুয়ারিতে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু ইউজারের জন্য ফেসবুক স্টাইলের প্রোফাইল পেজ চালু করেছিল টুইটার। আর এখন অফিসিয়ালভাবেই ডিজাইনটি লঞ্চ করল টুইটার।

নতুন প্রোফাইল পেজে বেশ কিছু সুবিধা যোগ করেছে মাইক্রোব্লগিং কোম্পানিটি। এতে আপনার সর্বোচ্চ এংগেজমেন্ট পাওয়া ‘বেস্ট টুইট’গুলো বড় আকারে প্রদর্শিত হবে।

‘পিনড টুইট’ ফিচারের সাহায্যে প্রোফাইলের একদম উপরের দিকে বিশেষ বিশেষ টুইটগুলো স্টিকি করা যাবে। এছাড়া ‘ফিল্টারড টুইটস’ এর মাধ্যমে ফটো, ভিডিও, টেক্সট প্রভৃতি আইটেম খুঁজে পেতে পারেন।

যারা অনেকদিন ধরে টুইটার ব্যবহার করছেন, তাদের প্রোফাইলে ইতোমধ্যেই নতুন এই ডিজাইন এসে গেছে। আর আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি সবার জন্য চলে আসবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,547 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *