লুমিয়া ৬৩০ ও ৬৩৫ মডেলের দুটি সস্তা স্মার্টফোন আনছে নকিয়া

মাইক্রোসফট বিল্ড কনফারেন্স ২০১৪ এর ইভেন্টে নতুন তিনটি লুমিয়া স্মার্টফোন ঘোষণা করেছে নকিয়া। এদের মধ্যে লুমিয়া ৯৩০ হচ্ছে ফ্ল্যাগশিপ ডিভাইস। আর বাকী দুটি হল লুমিয়া ৬৩০ ও লুমিয়া ৬৩৫ যেগুলো উইন্ডোজ ফোন ৮.১ অপারেটিং সিস্টেমে চলবে।

lumia 630 and 635নকিয়া লুমিয়া ৬৩৫ ডিভাইসটি ফোরজি এলটিই সমর্থন করবে। অপরদিকে লুমিয়া ৬৩০ থ্রিজি কানেক্টিভিটি নিয়ে আসবে। উভয় হ্যান্ডসেটেই কোয়াডকোর ১.২ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৪০০ প্রসেসর, ৫১২ মেগাবাইট র‍্যাম, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৪.৫ ইঞ্চি ক্লিয়ারব্ল্যাক স্ক্রিন, পরিবর্তনযোগ্য কালার শেল থাকবে।

লুমিয়া ৬৩০ ফোনের সিংগেল সিম ভ্যারিয়েন্টের দাম হবে ১৫৯ মার্কিন ডলার। ডিভাইসটির ডুয়াল সিম ভ্যারিয়েন্ট কিনতে চাইলে খরচ হবে ১৬৯ ডলার। অপরদিকে লুমিয়া ১৮৯ ডলার।

চলতি বছর মে মাসে এশিয়ার বাজারে আসবে লুমিয়া ৬৩০ ও ৬৩৫; এর দুই মাস পর বিশ্বের অন্যান্য মার্কেটেও পৌঁছে যাবে সেটদুটি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *